০৩ অগাস্ট ২০২৫, রবিবার, ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ক্যানসারের বিরুদ্ধে গোটা-বিশ্বকে ঐক্যবদ্ধ করার লড়াই শুরু

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৪ ফেব্রুয়ারী ২০২৩, শনিবার
  • / 64

পারিজাত মোল্লা: এটি এমন এক উদ্যোগ, যার মাধ্যমে এই বছর বিশ্ব ক্যানসার দিবস পালন করা হবে। এই অনুষ্ঠানের পরিকল্পনায় রয়েছেন Senior oncologist, Dr. Vikash Kumar Agarwal।

এই উদ্যোগের মূল উদ্দেশ্য হল সারা বিশ্বের সামনে দৃষ্টান্ত স্থাপন করা, যে ক্যান্সারকে ভয় নয়, বরং কিভাবে জয় করতে হবে, এছাড়াও এখানে ক্যানসার যোদ্ধাদেরকেও সম্মান জানানো হবে, যারা হাসিমুখে ক্যানসারকে জয় করেছে। তাদের এই কঠোর সংগ্রামকে কুর্নিশ জানিয়ে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করাই এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য।

আরও পড়ুন: কেমো ছাড়াই ক্যানসার কোষকে সুস্থ কোষে রূপান্তর: দক্ষিণ কোরিয়ার যুগান্তকারী আবিষ্কার

 

আরও পড়ুন: জুন থেকেই রোবোটিক সার্জারি চালু হচ্ছে এসএসকেএমে 

যদিও আধুনিক বিজ্ঞান প্রযুক্তিকে প্রতিনিয়ত উন্নত করে চলেছে তবুও এখন অনেক পথ চলা বাকি। ক্যান্সার-রোধে কোলকাতার প্রাণকেন্দ্রে আজ V Care Cancer Centre , যেখানে পরম যত্ন সহকারে ক্যান্সারের সমস্ত চিকিৎসা এবং পরীক্ষা নিরীক্ষা করা হয়। দেশের ক্যান্সার চিকিৎসাকেন্দ্রগুলির মধ্যে এটি অন্যতম।

আরও পড়ুন: দেশে উদ্বেগজনক হারে বাড়ছে ক্যান্সার, শীর্ষে উত্তরপ্রদেশ: সংসদে জানাল কেন্দ্র

কেবল ক্যান্সার নির্মূল করাই নয়, বরং ক্যান্সার-পরবর্তী যাবতীয় চিকিৎসা সংক্রান্ত পরিষেবাও এখানে পাওয়া যায়, অর্থাৎ ক্যান্সার-সংক্রান্ত সব ধরণের চিকিৎসা এই প্রথম এক ছাদের তলায়।

Senior Oncologist, Dr. বিকাশ কুমার আগরওয়াল এবং Health Coach, বিভা আগরওয়ালের হাত ধরে এই প্রতিষ্ঠানের পথ চলা শুরু, আমাদের প্রতিষ্ঠানের একটাই মিশন – “Together, We Can Cure Cancer.”

 

ডাক্তার বিকাশ কুমার আগরওয়ালের মতে  :  একজন oncosurgeon হিসেবে আমি বলতে পারি যদি ক্যান্সার প্রাথমিক অবস্থায় ধরা পড়ে তাহলে তা নিরাময়যোগ্য।প্রায় দু’দশক ধরে VCCC ক্যান্সারের চিকিৎসা সংক্রান্ত সমস্ত পরিষেবা পরম যত্ন সহকারে দিয়ে আসছে এবং  ক্যানসারের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি করতে ইতিমধ্যেই ৩০০ টিরও বেশি ক্যান্সার-সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করেছে।আজ VCCC দেশের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়েছে এবং  একাধিক Tumour Board গঠন করেছে যারা সরাসরি এবং ভার্চুয়ালি দুইভাবেই চিকিৎসা চালায়। কেবল শহরেই সীমাবদ্ধ না থেকে তার সঙ্গে সঙ্গে গ্রামাঞ্চলেও এই পরিষেবা ছড়িয়ে দেওয়া VCCC র অন্যতম লক্ষ্য।

 

এই বছর ৫ ফেব্রুয়ারি, VCCC একটি  অনুষ্ঠানের আয়োজন করেছে যার মূল লক্ষ্য ক্যান্সারকে পরাস্ত করা, সচেতনতা বৃদ্ধি করা।

৩ ফেব্রুয়ারি, প্রেস ক্লাবে এই উপলক্ষে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়েছে যেখানে উপস্থিত থাকবে ”আরো এক পৃথিবী”  ছবির কলাকুশলীরা, যাদের মধ্যে আছেন  জাতীয় পুরস্কার প্রাপ্ত চিত্রপরিচালক  অতনু ঘোষ, বিখ্যাত অভিনেত্রী তাসনিয়া ফারিন এবং একাধিক পুরস্কারপ্রাপ্ত বিখ্যাত পরিচালক তথা অভিনেতা কৌশিক গাঙ্গুলি।

এছাড়াও সেখানে উপস্থিত থাকবেন ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক দেবজিৎ ঘোষ। এরা সকলেই ক্যানসার যোদ্ধাদের সঙ্গে বার্তালাপের মাধ্যমে তাদের উদ্বুদ্ধ করবেন।

সবার সামর্থ্যের মধ্যে সুলভ চিকিৎসা প্রদানের মাধ্যমে ক্যানসারমুক্ত পৃথিবী গড়ে তোলাই এর একমাত্র লক্ষ্য।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ক্যানসারের বিরুদ্ধে গোটা-বিশ্বকে ঐক্যবদ্ধ করার লড়াই শুরু

আপডেট : ৪ ফেব্রুয়ারী ২০২৩, শনিবার

পারিজাত মোল্লা: এটি এমন এক উদ্যোগ, যার মাধ্যমে এই বছর বিশ্ব ক্যানসার দিবস পালন করা হবে। এই অনুষ্ঠানের পরিকল্পনায় রয়েছেন Senior oncologist, Dr. Vikash Kumar Agarwal।

এই উদ্যোগের মূল উদ্দেশ্য হল সারা বিশ্বের সামনে দৃষ্টান্ত স্থাপন করা, যে ক্যান্সারকে ভয় নয়, বরং কিভাবে জয় করতে হবে, এছাড়াও এখানে ক্যানসার যোদ্ধাদেরকেও সম্মান জানানো হবে, যারা হাসিমুখে ক্যানসারকে জয় করেছে। তাদের এই কঠোর সংগ্রামকে কুর্নিশ জানিয়ে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করাই এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য।

আরও পড়ুন: কেমো ছাড়াই ক্যানসার কোষকে সুস্থ কোষে রূপান্তর: দক্ষিণ কোরিয়ার যুগান্তকারী আবিষ্কার

 

আরও পড়ুন: জুন থেকেই রোবোটিক সার্জারি চালু হচ্ছে এসএসকেএমে 

যদিও আধুনিক বিজ্ঞান প্রযুক্তিকে প্রতিনিয়ত উন্নত করে চলেছে তবুও এখন অনেক পথ চলা বাকি। ক্যান্সার-রোধে কোলকাতার প্রাণকেন্দ্রে আজ V Care Cancer Centre , যেখানে পরম যত্ন সহকারে ক্যান্সারের সমস্ত চিকিৎসা এবং পরীক্ষা নিরীক্ষা করা হয়। দেশের ক্যান্সার চিকিৎসাকেন্দ্রগুলির মধ্যে এটি অন্যতম।

আরও পড়ুন: দেশে উদ্বেগজনক হারে বাড়ছে ক্যান্সার, শীর্ষে উত্তরপ্রদেশ: সংসদে জানাল কেন্দ্র

কেবল ক্যান্সার নির্মূল করাই নয়, বরং ক্যান্সার-পরবর্তী যাবতীয় চিকিৎসা সংক্রান্ত পরিষেবাও এখানে পাওয়া যায়, অর্থাৎ ক্যান্সার-সংক্রান্ত সব ধরণের চিকিৎসা এই প্রথম এক ছাদের তলায়।

Senior Oncologist, Dr. বিকাশ কুমার আগরওয়াল এবং Health Coach, বিভা আগরওয়ালের হাত ধরে এই প্রতিষ্ঠানের পথ চলা শুরু, আমাদের প্রতিষ্ঠানের একটাই মিশন – “Together, We Can Cure Cancer.”

 

ডাক্তার বিকাশ কুমার আগরওয়ালের মতে  :  একজন oncosurgeon হিসেবে আমি বলতে পারি যদি ক্যান্সার প্রাথমিক অবস্থায় ধরা পড়ে তাহলে তা নিরাময়যোগ্য।প্রায় দু’দশক ধরে VCCC ক্যান্সারের চিকিৎসা সংক্রান্ত সমস্ত পরিষেবা পরম যত্ন সহকারে দিয়ে আসছে এবং  ক্যানসারের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি করতে ইতিমধ্যেই ৩০০ টিরও বেশি ক্যান্সার-সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করেছে।আজ VCCC দেশের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়েছে এবং  একাধিক Tumour Board গঠন করেছে যারা সরাসরি এবং ভার্চুয়ালি দুইভাবেই চিকিৎসা চালায়। কেবল শহরেই সীমাবদ্ধ না থেকে তার সঙ্গে সঙ্গে গ্রামাঞ্চলেও এই পরিষেবা ছড়িয়ে দেওয়া VCCC র অন্যতম লক্ষ্য।

 

এই বছর ৫ ফেব্রুয়ারি, VCCC একটি  অনুষ্ঠানের আয়োজন করেছে যার মূল লক্ষ্য ক্যান্সারকে পরাস্ত করা, সচেতনতা বৃদ্ধি করা।

৩ ফেব্রুয়ারি, প্রেস ক্লাবে এই উপলক্ষে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়েছে যেখানে উপস্থিত থাকবে ”আরো এক পৃথিবী”  ছবির কলাকুশলীরা, যাদের মধ্যে আছেন  জাতীয় পুরস্কার প্রাপ্ত চিত্রপরিচালক  অতনু ঘোষ, বিখ্যাত অভিনেত্রী তাসনিয়া ফারিন এবং একাধিক পুরস্কারপ্রাপ্ত বিখ্যাত পরিচালক তথা অভিনেতা কৌশিক গাঙ্গুলি।

এছাড়াও সেখানে উপস্থিত থাকবেন ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক দেবজিৎ ঘোষ। এরা সকলেই ক্যানসার যোদ্ধাদের সঙ্গে বার্তালাপের মাধ্যমে তাদের উদ্বুদ্ধ করবেন।

সবার সামর্থ্যের মধ্যে সুলভ চিকিৎসা প্রদানের মাধ্যমে ক্যানসারমুক্ত পৃথিবী গড়ে তোলাই এর একমাত্র লক্ষ্য।