১৫ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ইউক্রেন যুদ্ধে পশ্চিমা দুনিয়া হারবে: হাঙ্গেরি

 পুবের কলম ওয়েব ডেস্কঃ ইউক্রেন যুদ্ধে পশ্চিমারা রাশিয়ার বিরুদ্ধে জিততে পারবে না বলে মনে করেন ইউরোপের দেশ হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান। তিনি বলেছেন, ইউক্রেন যুদ্ধ এই সম্ভাবনা তৈরি করেছে যে, এর মাধ্যমে সারা বিশ্বে পশ্চিমা বলদর্পিতার অবসান ঘটতে পারে। এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী অরবান বলেন, তিনি বিশ্বাস করেন, ইউক্রেন যুদ্ধ শেষ হওয়ার পর আন্তর্জাতিক অঙ্গনে ইউরোপীয় ইউনিয়ন দুর্বল সংস্থা হিসেবে আবির্ভূত হবে। তিনি আরও বলেন, সামরিক সংঘাতে রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা দেশগুলো বিজয়ী হতে অক্ষম এবং গ্যাসের ওপর আরোপ করা নিষেধাজ্ঞা দেশটিকে অস্থিতিশীল করতে বাধ্য হয়েছে। নিষেধাজ্ঞার মাধ্যমে রাশিয়ার অবস্থা খারাপ হওয়ার পরিবর্তে ইউরোপীয় ইউনিয়নের হয়েছে। হাঙ্গেরির নেতা বলেন, এটি একদম স্পষ্ট যে, ইউক্রেন ইস্যুতে বিশ্বের বড় অংশ আমেরিকার পক্ষে অবস্থান নেয়নি। চিন, ভারত, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, আরব বিশ্ব আফ্রিকা কেউ পশ্চিমা অবস্থানকে সমর্থন করছে না। ফলে এই যুদ্ধ শেষে যথেষ্ট সম্ভাবনা রয়েছে যে, ‘পশ্চিমা আধিপত্যের অবসান ঘটবে।’ তাঁর দাবি, রাশিয়ার বিরুদ্ধে আরোপ করা পশ্চিমাদের সব নিষেধাজ্ঞা ব্যর্থ হয়েছে।

আরও পড়ুন: অযোধ্যার আকাশে সগর্বে উড়ল ‘ধর্মধ্বজ’, ‘বিশ্ব হয়ে উঠল রামময়’ মন্তব্য প্রধানমন্ত্রীর
ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

হঠাৎ ইসরায়েল-জার্মানির নতুন প্রতিরক্ষা চুক্তি, কারণ কী?

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ইউক্রেন যুদ্ধে পশ্চিমা দুনিয়া হারবে: হাঙ্গেরি

আপডেট : ১৯ অগাস্ট ২০২২, শুক্রবার

 পুবের কলম ওয়েব ডেস্কঃ ইউক্রেন যুদ্ধে পশ্চিমারা রাশিয়ার বিরুদ্ধে জিততে পারবে না বলে মনে করেন ইউরোপের দেশ হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান। তিনি বলেছেন, ইউক্রেন যুদ্ধ এই সম্ভাবনা তৈরি করেছে যে, এর মাধ্যমে সারা বিশ্বে পশ্চিমা বলদর্পিতার অবসান ঘটতে পারে। এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী অরবান বলেন, তিনি বিশ্বাস করেন, ইউক্রেন যুদ্ধ শেষ হওয়ার পর আন্তর্জাতিক অঙ্গনে ইউরোপীয় ইউনিয়ন দুর্বল সংস্থা হিসেবে আবির্ভূত হবে। তিনি আরও বলেন, সামরিক সংঘাতে রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা দেশগুলো বিজয়ী হতে অক্ষম এবং গ্যাসের ওপর আরোপ করা নিষেধাজ্ঞা দেশটিকে অস্থিতিশীল করতে বাধ্য হয়েছে। নিষেধাজ্ঞার মাধ্যমে রাশিয়ার অবস্থা খারাপ হওয়ার পরিবর্তে ইউরোপীয় ইউনিয়নের হয়েছে। হাঙ্গেরির নেতা বলেন, এটি একদম স্পষ্ট যে, ইউক্রেন ইস্যুতে বিশ্বের বড় অংশ আমেরিকার পক্ষে অবস্থান নেয়নি। চিন, ভারত, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, আরব বিশ্ব আফ্রিকা কেউ পশ্চিমা অবস্থানকে সমর্থন করছে না। ফলে এই যুদ্ধ শেষে যথেষ্ট সম্ভাবনা রয়েছে যে, ‘পশ্চিমা আধিপত্যের অবসান ঘটবে।’ তাঁর দাবি, রাশিয়ার বিরুদ্ধে আরোপ করা পশ্চিমাদের সব নিষেধাজ্ঞা ব্যর্থ হয়েছে।

আরও পড়ুন: অযোধ্যার আকাশে সগর্বে উড়ল ‘ধর্মধ্বজ’, ‘বিশ্ব হয়ে উঠল রামময়’ মন্তব্য প্রধানমন্ত্রীর