০২ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার, ১৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ডব্লুবিসিএস পরীক্ষা দিয়েছেন, বিডিও হতে চান সংশোধনাগারের বন্দী ইউনুস মল্লিক

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৫ জুন ২০২২, শনিবার
  • / 71

জিশান আলি মিঞা, ডোমকল: সাজা হয়ে জেলে এলেও নিজের স্বপ্নকে শেষ করে দেননি ইউনুস মল্লিক। জেলে বসেই বিডিও হওয়ার স্বপ্ন দেখছেন ইউনুস। আর সেই কারণে জেলে বসেই চলছে ইউনুসের কঠিন সংগ্রাম। বর্তমানে কৃষ্ণনগর সংশোধনাগারের বন্দী ইউনুস মল্লিক।

ডব্লুবিসিএস পরীক্ষা দিয়েছেন, বিডিও হতে চান সংশোধনাগারের বন্দী ইউনুস মল্লিক

আরও পড়ুন: সুন্দরবনে বিদ্যাধরী তীরে পাড়ায় সমাধান: সরজমিনে বিডিওসহ প্রশাসনিক কর্তারা 

সম্প্রতি গত সপ্তাহের রবিবার রাজ্যের বড় পরীক্ষা ডব্লুবিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা দিয়েছেন তিনি। তার সিট পড়েছিল মুর্শিদাবাদের রানীনগর হাই স্কুলে। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ওইদিন পরীক্ষা দেন তিনি।

আরও পড়ুন: সরকারি ধান ক্রয় কেন্দ্র থেকে প্রচুর বেআইনি ধান বাজেয়াপ্ত করলেন বিডিও

ডব্লুবিসিএস পরীক্ষা দিয়েছেন, বিডিও হতে চান সংশোধনাগারের বন্দী ইউনুস মল্লিক

আরও পড়ুন: উলুবেড়িয়া ১ নং  বিডিওকে নির্বাচনে বাদ দেওয়ার দাবিতে হাইকোর্টে  মামলা

নদিয়ার নাকাশিপাড়া থানার আকন্দডাঙার বাসিন্দা ইউনুস। বরাবরই তার স্বপ্ন ছিল ডব্লুবিসিএস আধিকারিক হওয়া। এমএ পাশ ইউনুস টিউশন পড়ানোর পাশাপাশি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। ওইদিন পরীক্ষা দিয়ে বের হওয়ার পর তিনি জানিয়েছিলেন, তিনি চক্রান্তের শিকার। চক্রান্তে পড়ে প্রায় দু’বছর ধরে জেলবন্দী রয়েছেন তিনি। তবে হাল ছাড়ার পাত্র নন ইউনুস। তার ইচ্ছার কথা তিনি জেল সুপার ও ম্যাজিস্ট্রেটকে জানান৷

সংশোধনাগারে বসেই ডব্লুবিসিএস পরীক্ষার প্রস্তুতিও নেন তিনি। জেল কর্তৃপক্ষের উদ্যোগেই তাকে পরীক্ষায় বসার সুযোগ করে দেওয়া হয়।  জানা গিয়েছ, জেলে বসেই ডব্লুবিসিএস মেইন পরীক্ষার প্রস্তুতিও নিচ্ছেন তিনি।
ইউনুসের মা নাহেরা মল্লিকও বলছেন, ছেলেকে ফাঁসানো হয়েছে।

তবে আত্মপ্রত্যয়ী ইউনুস জানিয়েছেন, প্রতিকূলতাকে উপেক্ষা করেও একদিন তিনি ডব্লুবিসিএস অফিসার হবেন। তার লক্ষ্য বিডিও হওয়া।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ডব্লুবিসিএস পরীক্ষা দিয়েছেন, বিডিও হতে চান সংশোধনাগারের বন্দী ইউনুস মল্লিক

আপডেট : ২৫ জুন ২০২২, শনিবার

জিশান আলি মিঞা, ডোমকল: সাজা হয়ে জেলে এলেও নিজের স্বপ্নকে শেষ করে দেননি ইউনুস মল্লিক। জেলে বসেই বিডিও হওয়ার স্বপ্ন দেখছেন ইউনুস। আর সেই কারণে জেলে বসেই চলছে ইউনুসের কঠিন সংগ্রাম। বর্তমানে কৃষ্ণনগর সংশোধনাগারের বন্দী ইউনুস মল্লিক।

ডব্লুবিসিএস পরীক্ষা দিয়েছেন, বিডিও হতে চান সংশোধনাগারের বন্দী ইউনুস মল্লিক

আরও পড়ুন: সুন্দরবনে বিদ্যাধরী তীরে পাড়ায় সমাধান: সরজমিনে বিডিওসহ প্রশাসনিক কর্তারা 

সম্প্রতি গত সপ্তাহের রবিবার রাজ্যের বড় পরীক্ষা ডব্লুবিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা দিয়েছেন তিনি। তার সিট পড়েছিল মুর্শিদাবাদের রানীনগর হাই স্কুলে। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ওইদিন পরীক্ষা দেন তিনি।

আরও পড়ুন: সরকারি ধান ক্রয় কেন্দ্র থেকে প্রচুর বেআইনি ধান বাজেয়াপ্ত করলেন বিডিও

ডব্লুবিসিএস পরীক্ষা দিয়েছেন, বিডিও হতে চান সংশোধনাগারের বন্দী ইউনুস মল্লিক

আরও পড়ুন: উলুবেড়িয়া ১ নং  বিডিওকে নির্বাচনে বাদ দেওয়ার দাবিতে হাইকোর্টে  মামলা

নদিয়ার নাকাশিপাড়া থানার আকন্দডাঙার বাসিন্দা ইউনুস। বরাবরই তার স্বপ্ন ছিল ডব্লুবিসিএস আধিকারিক হওয়া। এমএ পাশ ইউনুস টিউশন পড়ানোর পাশাপাশি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। ওইদিন পরীক্ষা দিয়ে বের হওয়ার পর তিনি জানিয়েছিলেন, তিনি চক্রান্তের শিকার। চক্রান্তে পড়ে প্রায় দু’বছর ধরে জেলবন্দী রয়েছেন তিনি। তবে হাল ছাড়ার পাত্র নন ইউনুস। তার ইচ্ছার কথা তিনি জেল সুপার ও ম্যাজিস্ট্রেটকে জানান৷

সংশোধনাগারে বসেই ডব্লুবিসিএস পরীক্ষার প্রস্তুতিও নেন তিনি। জেল কর্তৃপক্ষের উদ্যোগেই তাকে পরীক্ষায় বসার সুযোগ করে দেওয়া হয়।  জানা গিয়েছ, জেলে বসেই ডব্লুবিসিএস মেইন পরীক্ষার প্রস্তুতিও নিচ্ছেন তিনি।
ইউনুসের মা নাহেরা মল্লিকও বলছেন, ছেলেকে ফাঁসানো হয়েছে।

তবে আত্মপ্রত্যয়ী ইউনুস জানিয়েছেন, প্রতিকূলতাকে উপেক্ষা করেও একদিন তিনি ডব্লুবিসিএস অফিসার হবেন। তার লক্ষ্য বিডিও হওয়া।