২০ অগাস্ট ২০২৫, বুধবার, ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

প্রয়াত লিটল ম্যাগাজিন’স রাইটার্স ইন নিড-এর সদস্য, কবি বিশাল ভদ্র

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৫ মে ২০২৪, শনিবার
  • / 23

পুবের কলম, ওয়েবডেস্ক: লিটল ম্যাগাজিন’স রাইটার্স ইন নিড-এর আজীবন সদস্য কবি বিশাল ভদ্র আর আমাদের মধ্যে নেই। তিনি দীর্ঘদিন একাকী থাকতেন, অসুস্থ ছিলেন। বাঁশদ্রোণী হাসপাতাল সূত্রে খবর, গত ২০ মে তাঁর বাঁশদ্রোণির বাসগৃহ থেকে মৃত অবস্থায় বিকেলবেলা নিয়ে যাওয়া হয়। তারপর থেকে আজ পর্যন্ত তাঁর মরদেহ Golf Green PS-এর অধীনে লাশঘরে আছে।

কবি বিশালের ভাগনী রণিতা রোজারিও আজ কিছুক্ষণ আগে থানায় উপস্থিত হয়ে আমাদের সাক্ষী রেখে তাঁর মামার মরদেহ শেষকৃত্যের জন্য নিয়ে যাওয়ার আবেদন রাখলে পুলিশ কর্তৃপক্ষ তা আইনত মঞ্জুর করেছেন। এখন গার্ডেনরিচ কাটাপুকুর হাসপাতালে কবি বিশালের মরদেহের সুরৎহাল চলছে। কবির ভাগনী জানালেন, সুরৎহালের পরে কবি বিশাল ভদ্র-র মরদেহ রাখা থাকবে ভবানীপুর অঞ্চলে কোনও একটি শবাগারে। তারপর আগামী সোমবার তাঁর শেষকৃত্যের অনুষ্ঠান সম্পন্ন হবে ভবানীপুর সমাধিক্ষেত্রে।

 

 

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

প্রয়াত লিটল ম্যাগাজিন’স রাইটার্স ইন নিড-এর সদস্য, কবি বিশাল ভদ্র

আপডেট : ২৫ মে ২০২৪, শনিবার

পুবের কলম, ওয়েবডেস্ক: লিটল ম্যাগাজিন’স রাইটার্স ইন নিড-এর আজীবন সদস্য কবি বিশাল ভদ্র আর আমাদের মধ্যে নেই। তিনি দীর্ঘদিন একাকী থাকতেন, অসুস্থ ছিলেন। বাঁশদ্রোণী হাসপাতাল সূত্রে খবর, গত ২০ মে তাঁর বাঁশদ্রোণির বাসগৃহ থেকে মৃত অবস্থায় বিকেলবেলা নিয়ে যাওয়া হয়। তারপর থেকে আজ পর্যন্ত তাঁর মরদেহ Golf Green PS-এর অধীনে লাশঘরে আছে।

কবি বিশালের ভাগনী রণিতা রোজারিও আজ কিছুক্ষণ আগে থানায় উপস্থিত হয়ে আমাদের সাক্ষী রেখে তাঁর মামার মরদেহ শেষকৃত্যের জন্য নিয়ে যাওয়ার আবেদন রাখলে পুলিশ কর্তৃপক্ষ তা আইনত মঞ্জুর করেছেন। এখন গার্ডেনরিচ কাটাপুকুর হাসপাতালে কবি বিশালের মরদেহের সুরৎহাল চলছে। কবির ভাগনী জানালেন, সুরৎহালের পরে কবি বিশাল ভদ্র-র মরদেহ রাখা থাকবে ভবানীপুর অঞ্চলে কোনও একটি শবাগারে। তারপর আগামী সোমবার তাঁর শেষকৃত্যের অনুষ্ঠান সম্পন্ন হবে ভবানীপুর সমাধিক্ষেত্রে।