০২ জুলাই ২০২৫, বুধবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

বর্ষীয়ান নাগরিকদের ট্রেন ভাড়ায় ছাড় দিতে এখনই রাজি নয় কেন্দ্র, স্পষ্টবার্তা রেলমন্ত্রীর

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২১ জুলাই ২০২২, বৃহস্পতিবার
  • / 25

পুবের কলম, ওয়েবডেস্ক : করোনা সংক্রমণের সময় থেকেই বর্ষীয়ান নাগরিকদের ট্রেনভাড়ায় কোপ পড়েছিল। এবার সেই বিষয়ে মুখ খুললেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণো। লোকসভায় এক প্রশ্নের উত্তরে রেলমন্ত্রী স্পষ্ট করে জানিয়ে দেন, বর্ষীয়ান নাগরিকদের রেলের ভাড়ায় ছাড় দিতে এখনই প্রস্তুত নয় কেন্দ্র।

আরটিআইয়ের দেওয়া বয়ান অনুযায়ী রেলমন্ত্রী জানান, রেলের বেশি কামরার জন্য বরাদ্দ ভাড়া কম। এর পাশাপাশি বিভিন্ন বিভাগের যাত্রীদের জন্য নানা রকম ছাড় দেওয়া আছে। এর ফলে প্রভূত ক্ষতির মুখে পড়েছে রেল।

আরও পড়ুন: দেশে উদ্বেগজনক হারে বাড়ছে ক্যান্সার, শীর্ষে উত্তরপ্রদেশ: সংসদে জানাল কেন্দ্র

বক্তব্য থেকেই রেলমন্ত্রী বুঝিয়ে দিয়েছেন, বর্ষীয়ান নাগরিকদের রেল ভাতা চালু করতে এখনই আগ্রহী নয় কেন্দ্র। সেই সঙ্গে এই ব্যাপারে কবে কি হবে, অর্থাৎ আদৌ ছাড় দেওয়া হবে কিনা সেই ব্যাপারেও স্পষ্ট করে কিছু জানাননি রেলমন্ত্রী।

আরও পড়ুন: ৪৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর ব্যবহার সম্পর্কে কেন্দ্রকে জানাল কমিশন

উল্লেখ্য, করোনার সময় থেকেই রেল ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছে বলে আগেই জানান, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণো। দেশব্যাপী লকডাউনের শুরুর সময় থেকেই বর্ষীয়ান নাগরিকদের জন্য রেলের টিকিটে ভাতা দেওয়া বন্ধ করে দেওয়া হয়। এখনও পর্যন্ত সেই ভাতা বন্ধই রয়েছে। অবশেষে এই বিষয়ে স্পষ্টবার্তা দিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণো।

আরও পড়ুন: গ্রাম পঞ্চায়েতে চালু করতে হবে ডিজিটাল লেনদেন, ফরমান জারি কেন্দ্রের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বর্ষীয়ান নাগরিকদের ট্রেন ভাড়ায় ছাড় দিতে এখনই রাজি নয় কেন্দ্র, স্পষ্টবার্তা রেলমন্ত্রীর

আপডেট : ২১ জুলাই ২০২২, বৃহস্পতিবার

পুবের কলম, ওয়েবডেস্ক : করোনা সংক্রমণের সময় থেকেই বর্ষীয়ান নাগরিকদের ট্রেনভাড়ায় কোপ পড়েছিল। এবার সেই বিষয়ে মুখ খুললেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণো। লোকসভায় এক প্রশ্নের উত্তরে রেলমন্ত্রী স্পষ্ট করে জানিয়ে দেন, বর্ষীয়ান নাগরিকদের রেলের ভাড়ায় ছাড় দিতে এখনই প্রস্তুত নয় কেন্দ্র।

আরটিআইয়ের দেওয়া বয়ান অনুযায়ী রেলমন্ত্রী জানান, রেলের বেশি কামরার জন্য বরাদ্দ ভাড়া কম। এর পাশাপাশি বিভিন্ন বিভাগের যাত্রীদের জন্য নানা রকম ছাড় দেওয়া আছে। এর ফলে প্রভূত ক্ষতির মুখে পড়েছে রেল।

আরও পড়ুন: দেশে উদ্বেগজনক হারে বাড়ছে ক্যান্সার, শীর্ষে উত্তরপ্রদেশ: সংসদে জানাল কেন্দ্র

বক্তব্য থেকেই রেলমন্ত্রী বুঝিয়ে দিয়েছেন, বর্ষীয়ান নাগরিকদের রেল ভাতা চালু করতে এখনই আগ্রহী নয় কেন্দ্র। সেই সঙ্গে এই ব্যাপারে কবে কি হবে, অর্থাৎ আদৌ ছাড় দেওয়া হবে কিনা সেই ব্যাপারেও স্পষ্ট করে কিছু জানাননি রেলমন্ত্রী।

আরও পড়ুন: ৪৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর ব্যবহার সম্পর্কে কেন্দ্রকে জানাল কমিশন

উল্লেখ্য, করোনার সময় থেকেই রেল ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছে বলে আগেই জানান, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণো। দেশব্যাপী লকডাউনের শুরুর সময় থেকেই বর্ষীয়ান নাগরিকদের জন্য রেলের টিকিটে ভাতা দেওয়া বন্ধ করে দেওয়া হয়। এখনও পর্যন্ত সেই ভাতা বন্ধই রয়েছে। অবশেষে এই বিষয়ে স্পষ্টবার্তা দিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণো।

আরও পড়ুন: গ্রাম পঞ্চায়েতে চালু করতে হবে ডিজিটাল লেনদেন, ফরমান জারি কেন্দ্রের