১৯ অক্টোবর ২০২৫, রবিবার, ১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

Breaking: কোভ্যাকসিনকে ছাড়পত্র দিল WHO

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৩ নভেম্বর ২০২১, বুধবার
  • / 46

পুবের কলম, ওয়েবডেস্কঃ অবশেষে কোভ্যাকসিনকে (co vaccine) ছাড়পত্র দিল WHO। ভারত বায়োটেকের তৈরি কোভ্যাকসিন জরুরি ভিত্তিতে ব্যবহারে ছাড়পত্র পেল। সম্প্রতি, অস্ট্রেলিয়া কোভ্যাকসিনকে ছাড়পত্র দেয়।

দীর্ঘ সময় ধরেই ভারত বায়োটেকের (Bharat Biotech) দেশীয় পদ্ধতিতে তৈরি কো ভ্যাকসিন বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO -এর অনুমোদনের অপেক্ষায়। এই প্রসঙ্গে WHO-এর এক আধিকারিক পুনম ক্ষেত্রপাল সিং জানিয়েছিলেন, হু জরুরি ব্যবহার তালিকার জন্য ভারত বায়োটেকের ভ্যাকসিনটি প্রযুক্তি বিশেষজ্ঞরা পর্যালোচনা করছেন। সেই প্রক্রিয়াটি সম্পূর্ণ WHO এর তরফে একটি সিদ্ধান্ত আশা করা যেতে পারে।

এর পরেও চলতে থাকে দীর্ঘ চাপান উতোর। সম্প্রতি ভারত বায়োটেক (Bharat Biotech) সংস্থার কাছ থেকে ফের আরও কিছু তথ্যের ব্যাখ্যা চায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (World Health Organization)।

এপ্রিল মাসেই জরুরি ভিত্তিতে প্রয়োগের (Emergency Use Authorization) অনুমোদনের জন্য আবেদন করেছিল উৎপাদক সংস্থা। শেষ পর্যায়ে রিস্ক-বেনেফিট অ্যাসেসমেন্টের (Risk-Benefit Assessment) জন্যই এই অতিরিক্ত তথ্য চাওয়া হয়েছে বলে জানা যায়। চলতি সপ্তাহের শেষের টিকা উৎপাদক সংস্থাকে তথ্য জমা দেওয়ার কথা বলা হয়। সেই সঙ্গে জানানো হয়, ৩ নভেম্বরই শেষবারের জন্য টিকার কার্যকারিতা ও পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে পরীক্ষা করা যাবে।

অবশেষে সেই জট কাটল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO জরুরি ব্যবহারের ভিত্তিতে কো ভ্যাকসিনকে ছাড়পত্র দিল।

তৃতীয় বারের ট্রায়ালের পরেই অনুমোদন পেল কো ভ্যাকসিন।

সম্প্রতি, অস্ট্রেলিয়া (Australia) কো ভ্যাকসিনকে ছাড়পত্র দেয়। অস্ট্রেলিয়া সরকারের তরফে জানানো হয়, কোনও ব্যক্তি কোভ্যাকসিন টিকা নিয়ে এই দেশে আসার ক্ষেত্রে আর কোনও বাধা থাকল না। ভারত বায়োটেকের (Bharat Biotech)  কোভ্যাকসিনকে (Covaxin) টিকাকে তারা স্বীকৃতি দিয়েছে বলে জানানো হয়।  

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

Breaking: কোভ্যাকসিনকে ছাড়পত্র দিল WHO

আপডেট : ৩ নভেম্বর ২০২১, বুধবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ অবশেষে কোভ্যাকসিনকে (co vaccine) ছাড়পত্র দিল WHO। ভারত বায়োটেকের তৈরি কোভ্যাকসিন জরুরি ভিত্তিতে ব্যবহারে ছাড়পত্র পেল। সম্প্রতি, অস্ট্রেলিয়া কোভ্যাকসিনকে ছাড়পত্র দেয়।

দীর্ঘ সময় ধরেই ভারত বায়োটেকের (Bharat Biotech) দেশীয় পদ্ধতিতে তৈরি কো ভ্যাকসিন বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO -এর অনুমোদনের অপেক্ষায়। এই প্রসঙ্গে WHO-এর এক আধিকারিক পুনম ক্ষেত্রপাল সিং জানিয়েছিলেন, হু জরুরি ব্যবহার তালিকার জন্য ভারত বায়োটেকের ভ্যাকসিনটি প্রযুক্তি বিশেষজ্ঞরা পর্যালোচনা করছেন। সেই প্রক্রিয়াটি সম্পূর্ণ WHO এর তরফে একটি সিদ্ধান্ত আশা করা যেতে পারে।

এর পরেও চলতে থাকে দীর্ঘ চাপান উতোর। সম্প্রতি ভারত বায়োটেক (Bharat Biotech) সংস্থার কাছ থেকে ফের আরও কিছু তথ্যের ব্যাখ্যা চায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (World Health Organization)।

এপ্রিল মাসেই জরুরি ভিত্তিতে প্রয়োগের (Emergency Use Authorization) অনুমোদনের জন্য আবেদন করেছিল উৎপাদক সংস্থা। শেষ পর্যায়ে রিস্ক-বেনেফিট অ্যাসেসমেন্টের (Risk-Benefit Assessment) জন্যই এই অতিরিক্ত তথ্য চাওয়া হয়েছে বলে জানা যায়। চলতি সপ্তাহের শেষের টিকা উৎপাদক সংস্থাকে তথ্য জমা দেওয়ার কথা বলা হয়। সেই সঙ্গে জানানো হয়, ৩ নভেম্বরই শেষবারের জন্য টিকার কার্যকারিতা ও পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে পরীক্ষা করা যাবে।

অবশেষে সেই জট কাটল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO জরুরি ব্যবহারের ভিত্তিতে কো ভ্যাকসিনকে ছাড়পত্র দিল।

তৃতীয় বারের ট্রায়ালের পরেই অনুমোদন পেল কো ভ্যাকসিন।

সম্প্রতি, অস্ট্রেলিয়া (Australia) কো ভ্যাকসিনকে ছাড়পত্র দেয়। অস্ট্রেলিয়া সরকারের তরফে জানানো হয়, কোনও ব্যক্তি কোভ্যাকসিন টিকা নিয়ে এই দেশে আসার ক্ষেত্রে আর কোনও বাধা থাকল না। ভারত বায়োটেকের (Bharat Biotech)  কোভ্যাকসিনকে (Covaxin) টিকাকে তারা স্বীকৃতি দিয়েছে বলে জানানো হয়।