হরিয়ানায় অবৈধ খনি মাফিয়াদের হাতে ডিএসপি খুন

- আপডেট : ১৯ জুলাই ২০২২, মঙ্গলবার
- / 4
পুবের কলম, ওয়েবেডেস্ক:: হরিয়ানার ডিএসপিকে ডাম্পার দিয়ে পিষে মারার অভিযোগ অবৈধ খনি মাফিয়াদের বিরুদ্ধে। হরিয়ানার পঞ্চগাঁওয়ের ঘটনা। চলতি বছরেই অবসর নেওয়ার কথা ছিল ডিএসপি’র। তার আগেই খনি মাফিয়াদের হাতে খুন হতে হল তাঁকে।
এলাকা ঘিরে রেখেছে পুলিশ। মৃত ডিএসপির নাম সুরেন্দ্র সিং বিষ্ণোই। ঘটনাস্থলেই মৃত্যু হয় ডিএসপির। দুষ্কৃতীদের বিরুদ্ধে তল্লাশি শুরু হয়েছে। ইতিমধ্যেই পুলিশ পঞ্চগাঁও থেকে বালি মাফিয়া গ্যাং-এর এক সদস্যকে গ্রেফতার করেছে।
পঞ্চগাঁওয়তে অবৈধ খনি মাফিয়াদের কারবার ফুলেফেঁপে উঠেছে। সেই জায়গাতেই অভিযান চালাচ্ছিলেন ডিএসপি। অবৈধ খনন চলছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছিলেন বিষ্ণোই। দূর থেকেই পাথর বোঝাই ট্রাকটিকে গতি থামানোর জন্য ইঙ্গিত দেন। কিন্তু ডিএসপি কথা না শুনে দ্রুতগতিতে তাঁর দিকেই চালিয়ে দেয় ট্রাকটি। ঘটনাস্থলেই ট্রাকের নীচে চাপা পড়ে মৃত্যু হয় ডিএসপির নাম সুরেন্দ্র সিং বিষ্ণোইয়ের। এর পরে ঘটনাস্থল থেকে পালায় ওই দুষ্কৃতী। নুহ-এর উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছে।