০২ মে ২০২৫, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

Eid ul-Fitr উদযাপনে ঢাকা ছাড়লেন প্রায় ৪১ লাখ মানুষ

সুস্মিতা
  • আপডেট : ৩১ মার্চ ২০২৫, সোমবার
  • / 87

পুবের  কলম ওয়েবডেস্ক: আজ সোমবার ঈদ-উল-ফিতর (Eid ul-Fitr)। এই ঈদের আনন্দ ভাগ করে নিতে কয়েক দিন আগে থেকেই বাংলাদেশের রাজধানী ঢাকা ছাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষ। পরিবার পরিজনের সঙ্গে ঈদের ছুটি কাটাতে গত দুই দিনে ৪১ লাখ মানুষ রাজধানী ঢাকা ছেড়েছেন। মোবাইল অপারেটর কোম্পানিগুলোর দেওয়া সিম মবিলিটির হিসেবে এই তথ্য জানা গেছে। তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ২৮ ও ২৯ মার্চ দুই দিনে মোট ৪০ লাখ ৯৪ হাজার ৬২১ জন মানুষ ঢাকা ছেড়েছেন। এর মধ্যে ২৮ মার্চ ঢাকার বাইরে গেছেন ১৮ লাখ ৯৯ হাজার ৫৩৭ জন, আর ২৯ মার্চ এই সংখ্যা বেড়ে হয়েছে ২১ লাখ ৯৫ হাজার ৮৪ জনে।

আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ে হবে ঈদ Rally

আজ সোমবার মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল-ফিতর (Eid ul-Fitr) উদযাপিত হবে। ২৯ মার্চ (শনিবার) থেকে শুরু হওয়া ঈদ-উল-ফিতরের (Eid ul-Fitr) এই টানা পাঁচ দিনের ছুটি (২৯, ৩০, ৩১ মার্চ এবং ১ ও ২ এপ্রিল) চলবে ২ এপ্রিল পর্যন্ত। এর মাঝে ৩ এপ্রিল (বৃহস্পতিবার) অফিস খোলা ছিল। কিন্তু সরকার ৩ এপ্রিলও নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করেছে। এরপর আবার ৪ ও ৫ এপ্রিল (শুক্র ও শনিবার) দু’দিনের সাপ্তাহিক ছুটি। সেক্ষেত্রে সব মিলিয়ে টানা ৯ দিন ছুটি ভোগ করবেন সেদেশের সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

Eid ul-Fitr উদযাপনে ঢাকা ছাড়লেন প্রায় ৪১ লাখ মানুষ

আপডেট : ৩১ মার্চ ২০২৫, সোমবার

পুবের  কলম ওয়েবডেস্ক: আজ সোমবার ঈদ-উল-ফিতর (Eid ul-Fitr)। এই ঈদের আনন্দ ভাগ করে নিতে কয়েক দিন আগে থেকেই বাংলাদেশের রাজধানী ঢাকা ছাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষ। পরিবার পরিজনের সঙ্গে ঈদের ছুটি কাটাতে গত দুই দিনে ৪১ লাখ মানুষ রাজধানী ঢাকা ছেড়েছেন। মোবাইল অপারেটর কোম্পানিগুলোর দেওয়া সিম মবিলিটির হিসেবে এই তথ্য জানা গেছে। তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ২৮ ও ২৯ মার্চ দুই দিনে মোট ৪০ লাখ ৯৪ হাজার ৬২১ জন মানুষ ঢাকা ছেড়েছেন। এর মধ্যে ২৮ মার্চ ঢাকার বাইরে গেছেন ১৮ লাখ ৯৯ হাজার ৫৩৭ জন, আর ২৯ মার্চ এই সংখ্যা বেড়ে হয়েছে ২১ লাখ ৯৫ হাজার ৮৪ জনে।

আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ে হবে ঈদ Rally

আজ সোমবার মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল-ফিতর (Eid ul-Fitr) উদযাপিত হবে। ২৯ মার্চ (শনিবার) থেকে শুরু হওয়া ঈদ-উল-ফিতরের (Eid ul-Fitr) এই টানা পাঁচ দিনের ছুটি (২৯, ৩০, ৩১ মার্চ এবং ১ ও ২ এপ্রিল) চলবে ২ এপ্রিল পর্যন্ত। এর মাঝে ৩ এপ্রিল (বৃহস্পতিবার) অফিস খোলা ছিল। কিন্তু সরকার ৩ এপ্রিলও নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করেছে। এরপর আবার ৪ ও ৫ এপ্রিল (শুক্র ও শনিবার) দু’দিনের সাপ্তাহিক ছুটি। সেক্ষেত্রে সব মিলিয়ে টানা ৯ দিন ছুটি ভোগ করবেন সেদেশের সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।