১০ মে ২০২৫, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
BRAKING :
Eid-ul-Fitr: শাসনে প্রশাসনিক সভা

সুস্মিতা
- আপডেট : ২৭ মার্চ ২০২৫, বৃহস্পতিবার
- / 138
রফিকুল হাসান, শাসন: আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর (Eid-ul-Fitr) নিয়ে সমন্বয় সভা হল বারাসাত পুলিশ জেলার শাসন থানায়। বুধবার শাসনের স্বস্তি ভিলেজে শাসন থানার আইসি শেখ আসিফ সানির নেতৃত্বে এই সভা হয়। ঈদ-উল-ফিতর (Eid-ul-Fitr) নিয়ে প্রশাসনিক নিয়ম নীতি নিয়ে আলোচনা করেন এসডিপিও দেগঙ্গা উৎপল পুরকাইত, বারাসাত দুই বিডিও শেখর সাঁই, বারাসাত দুই পঞ্চায়েত সমিতির সভাপতি মনোয়ারা বিবি, তৃণমূল নেতা আবদুর রউফ সহ অন্যান্যরা। ঈদ-উল-ফিতর (Eid-ul-Fitr) নিয়ে এদিন সকলেই শান্তি ও সম্প্রীতি বজায় রেখে উৎসব পালনের কথা বলেন। পাশাপাশি, কোনরকম প্ররোচনায় পা না দেওয়ার পরামর্শ দেন সকল বক্তারা।