০২ জুলাই ২০২৫, বুধবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

মগরাহাটের উত্তর বামনা গ্রামে সেতু ভেঙে বিপত্তি, বিপাকে উচ্চ মাধ্যমিকপরীক্ষার্থীরা

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৮ মার্চ ২০২৩, শনিবার
  • / 33

ওবাইদুল্লা লস্কর,  মগরাহাট : সাতসকালে কাঠের ব্রিজ ভেঙে পড়ায় বিপত্তিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা। ঘটনাটি মগরাহাট পশ্চিম বিধানসভার লক্ষ্মীকান্ত পুর গ্রাম পঞ্চায়েতের উত্তর বামনা গ্রামের।

জানা যায়, শনিবার সকালে উত্তর বামনা গ্রামের প্রধান রাস্তা সংগ্রামপুর খালের উপরে কাঠের সেতুটি ভেঙে পড়ে। এরই জেরে বন্ধ হয়ে পড়ে গ্রামের মূল রাস্তা। ভাঙা কাঠের ব্রীজ দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার করতে হচ্ছে সাধারণ মানুষের।

আরও পড়ুন: মগরাহাটে কুপিয়ে খুন তৃণমূলের জয়ী পঞ্চায়েত সদস্য, ধৃত ৪

মগরাহাটের উত্তর বামনা গ্রামে সেতু ভেঙে বিপত্তি, বিপাকে উচ্চ মাধ্যমিকপরীক্ষার্থীরা

আরও পড়ুন: মগরাহাটে ধর্ষিতা নাবালিকার মৃত্যু, গ্রেফতার মাসির ছেলে

এলাকার বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে কাঠের ব্রীজটি বেহাল অবস্থায় ছিল প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা মেলেনি।আজ সকালেই হঠাৎ ভেঙে পড়ে কাঠের সেতুটি। আর সেই ভাঙা সেতু থেকে ঝুঁকি নিয়ে পারাপার করতে হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের।

আরও পড়ুন: মগরাহাটে অনুষ্ঠিত হল  পাঁচ রাজ্য  ব্যপি হিফজুল কুরআন  প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনাল

উত্তর বামনা গ্রামের প্রধান রাস্তা ছিল এটি। সেতু ভেঙে পড়ায় বর্তমানে বিপাকে পড়েছেন কয়েক হাজার গ্রামবাসী। ভেঙেপড়া কাঠের ব্রিজ দ্রুততার সঙ্গে অস্থায়ীভাবে  মেরামত করতে ঘটনাস্থলে পৌঁছে নিজেই মেরামতের কাজ শুরু করলো মগরাহাট পশ্চিম যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি ইমরান হাসান।

অবশ্য প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় গ্রামবাসীদের সমস্যা সমাধানের জন্য দ্রুততার সঙ্গে ব্রিজ মেরামতের কাজ শুরু করা হবে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মগরাহাটের উত্তর বামনা গ্রামে সেতু ভেঙে বিপত্তি, বিপাকে উচ্চ মাধ্যমিকপরীক্ষার্থীরা

আপডেট : ১৮ মার্চ ২০২৩, শনিবার

ওবাইদুল্লা লস্কর,  মগরাহাট : সাতসকালে কাঠের ব্রিজ ভেঙে পড়ায় বিপত্তিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা। ঘটনাটি মগরাহাট পশ্চিম বিধানসভার লক্ষ্মীকান্ত পুর গ্রাম পঞ্চায়েতের উত্তর বামনা গ্রামের।

জানা যায়, শনিবার সকালে উত্তর বামনা গ্রামের প্রধান রাস্তা সংগ্রামপুর খালের উপরে কাঠের সেতুটি ভেঙে পড়ে। এরই জেরে বন্ধ হয়ে পড়ে গ্রামের মূল রাস্তা। ভাঙা কাঠের ব্রীজ দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার করতে হচ্ছে সাধারণ মানুষের।

আরও পড়ুন: মগরাহাটে কুপিয়ে খুন তৃণমূলের জয়ী পঞ্চায়েত সদস্য, ধৃত ৪

মগরাহাটের উত্তর বামনা গ্রামে সেতু ভেঙে বিপত্তি, বিপাকে উচ্চ মাধ্যমিকপরীক্ষার্থীরা

আরও পড়ুন: মগরাহাটে ধর্ষিতা নাবালিকার মৃত্যু, গ্রেফতার মাসির ছেলে

এলাকার বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে কাঠের ব্রীজটি বেহাল অবস্থায় ছিল প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা মেলেনি।আজ সকালেই হঠাৎ ভেঙে পড়ে কাঠের সেতুটি। আর সেই ভাঙা সেতু থেকে ঝুঁকি নিয়ে পারাপার করতে হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের।

আরও পড়ুন: মগরাহাটে অনুষ্ঠিত হল  পাঁচ রাজ্য  ব্যপি হিফজুল কুরআন  প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনাল

উত্তর বামনা গ্রামের প্রধান রাস্তা ছিল এটি। সেতু ভেঙে পড়ায় বর্তমানে বিপাকে পড়েছেন কয়েক হাজার গ্রামবাসী। ভেঙেপড়া কাঠের ব্রিজ দ্রুততার সঙ্গে অস্থায়ীভাবে  মেরামত করতে ঘটনাস্থলে পৌঁছে নিজেই মেরামতের কাজ শুরু করলো মগরাহাট পশ্চিম যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি ইমরান হাসান।

অবশ্য প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় গ্রামবাসীদের সমস্যা সমাধানের জন্য দ্রুততার সঙ্গে ব্রিজ মেরামতের কাজ শুরু করা হবে।