০২ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার, ১৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

মগরাহাটে ধর্ষিতা নাবালিকার মৃত্যু, গ্রেফতার মাসির ছেলে

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৯ জুন ২০২৩, শুক্রবার
  • / 82

ওবাইদুল্লা লস্কর, মগরাহাট: আত্মীয়ের বাড়িতে গিয়ে লাগাতার ধর্ষণের শিকার হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন এক নাবালিকা।  ঘটনায় স্তব্ধ দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট থানার বানিবেড়িয়া এলাকা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি মগরাহাট থানা এলাকার বানিবেড়িয়ার এক নাবালিকা তার মাসির বাড়ি ফলতার সহরারহাট বাকি এলাকায় যান।অভিযোগ নিজের বাড়িতে একাধিকবার ওই নাবালিকাকে ধর্ষণ করে তার মাসির ছেলে অভিযুক্ত জগন্নাথ পাইক।

আরও পড়ুন: গ্রেফতার Sonam Wangchuk! ‘তৈরিই ছিলাম’ বললেন লাদাখের ‘র‍্যাঞ্চো’

ঘটনার পর ওই নাবালিকা অসুস্থ হয়ে পড়লে মাসির বাড়ির লোকজন গত শুক্রবার ওই নাবালিকাকে তার নিজের বাড়িতে পৌঁছে দেয়। পরে পরিবারের লোকজকে ওই নাবালিকা জানায় তার মাসির ছেলে তাকে একাধিকবার ধর্ষণ করেছে। পরে ওই নাবালিকাকে  আশঙ্কাজনক অবস্থায় ডায়মন্ড হারবার গভঃ মেডিকেল কলেজ ও  হাসপাতালে ভর্তি করে পরিবারের লোকজন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়  শুক্রবার ভোরে ওই নাবালিকার মৃত্যু হয়। ঘটনায় অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত যুবক জগন্নাথ পাইককে  গ্রেফতার করেছে ফলতা থানার পুলিশ।

আরও পড়ুন: ডায়মন্ডহারবারে গ্রেফতার ভুয়ো ৫ সরকারি আধিকারিক

অন্যদিকে মৃত নাবালিকার দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দেহ ডায়মন্ডহারবার পুলিশ মর্গে পাঠানো হয়।

আরও পড়ুন: বারুইপুরে ধৃত বাংলাদেশি মহিলা



                            

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মগরাহাটে ধর্ষিতা নাবালিকার মৃত্যু, গ্রেফতার মাসির ছেলে

আপডেট : ৯ জুন ২০২৩, শুক্রবার

ওবাইদুল্লা লস্কর, মগরাহাট: আত্মীয়ের বাড়িতে গিয়ে লাগাতার ধর্ষণের শিকার হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন এক নাবালিকা।  ঘটনায় স্তব্ধ দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট থানার বানিবেড়িয়া এলাকা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি মগরাহাট থানা এলাকার বানিবেড়িয়ার এক নাবালিকা তার মাসির বাড়ি ফলতার সহরারহাট বাকি এলাকায় যান।অভিযোগ নিজের বাড়িতে একাধিকবার ওই নাবালিকাকে ধর্ষণ করে তার মাসির ছেলে অভিযুক্ত জগন্নাথ পাইক।

আরও পড়ুন: গ্রেফতার Sonam Wangchuk! ‘তৈরিই ছিলাম’ বললেন লাদাখের ‘র‍্যাঞ্চো’

ঘটনার পর ওই নাবালিকা অসুস্থ হয়ে পড়লে মাসির বাড়ির লোকজন গত শুক্রবার ওই নাবালিকাকে তার নিজের বাড়িতে পৌঁছে দেয়। পরে পরিবারের লোকজকে ওই নাবালিকা জানায় তার মাসির ছেলে তাকে একাধিকবার ধর্ষণ করেছে। পরে ওই নাবালিকাকে  আশঙ্কাজনক অবস্থায় ডায়মন্ড হারবার গভঃ মেডিকেল কলেজ ও  হাসপাতালে ভর্তি করে পরিবারের লোকজন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়  শুক্রবার ভোরে ওই নাবালিকার মৃত্যু হয়। ঘটনায় অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত যুবক জগন্নাথ পাইককে  গ্রেফতার করেছে ফলতা থানার পুলিশ।

আরও পড়ুন: ডায়মন্ডহারবারে গ্রেফতার ভুয়ো ৫ সরকারি আধিকারিক

অন্যদিকে মৃত নাবালিকার দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দেহ ডায়মন্ডহারবার পুলিশ মর্গে পাঠানো হয়।

আরও পড়ুন: বারুইপুরে ধৃত বাংলাদেশি মহিলা