‘আমি বাংলার ডিজিটাল যোদ্ধা’: তরুণ ব্রিগেডকে ডাক দিয়ে নতুন ক্যাম্পেন অভিষেকের

- আপডেট : ১৬ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার
- / 86
পুবের কলম প্রতিবেদক: বিধানসভা নির্বাচনের মুখে এবার মাঠ-ময়দানের পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মেও নিজেদের লড়াই আরও জোরদার করতে আসরে নামল তৃণমূল কংগ্রেস। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ‘আমি বাংলার ডিজিটাল যোদ্ধা’ নামে এক নতুন ক্যাম্পেনের ডাক দিলেন। এর মূল লক্ষ্য হলো—ডিজিটাল প্ল্যাটফর্মে বাংলার তরুণদের কণ্ঠস্বরকে আরও শক্তিশালী করা এবং যুক্তি, তথ্য ও পরিসংখ্যানের মাধ্যমে ‘বাংলা-বিরোধী’ অপপ্রচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে বাংলার ঐতিহ্য ও অস্মিতা রক্ষা করা।
সোমবার এই নয়া উদ্যোগের সূচনা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, এই ‘ডিজিটাল যোদ্ধা’ বাহিনী হবে জনগণের দ্বারা পরিচালিত এবং যারা নতুন সৃষ্টিতে বিশ্বাসী। তিনি বলেন, “বাংলা যাদের মাতৃভূমি, বাংলার কৃষ্টি রক্ষার জন্য লড়াই করতে সর্বদা প্রস্তুত।” অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, কিছু ‘বাংলা-বিরোধী’, ‘বহিরাগত’ এবং ‘জমিদার’ বাংলার ভাবমূর্তি নষ্ট করতে অপপ্রচার করছে এবং বাংলাকে অপমান করছে। যারা বাংলায় থাকেন না, বাংলা ভাষায় কথা বলতে পারেন না বা বাংলা পড়তে পারেন না, অথচ বাংলাকে নিয়ে মিথ্যা কথা রটাচ্ছেন—সেইসব শক্তির বিরুদ্ধেই এই ডিজিটাল যোদ্ধারা লড়াইয়ে ঝাঁপাবেন।
তিনি আরও বলেন, “অনেকে ইচ্ছাকৃত ভাবে বাংলার নামে মিথ্যাচার করছে, কুৎসা রটাচ্ছে, বাংলার নামে অপপ্রচার করছে। বার বার বাংলার সম্মান নষ্টের অপচেষ্টা চলছে। আজকের লড়াই মোবাইলে, সোশ্যাল মিডিয়ায়। সত্যের বার্তা দিয়ে আমাদের লড়তে হবে। তথ্য, যুক্তি, পরিসংখ্যান দিয়ে এবং বাংলার গৌরবকে পাথেয় করে আমাদের লড়তে হবে।” এই ক্যাম্পেনের জন্য ইতিমধ্যেই একটি ওয়েবসাইট লঞ্চ করা হয়েছে— abdigitaljoddha.com। বাংলার ডিজিটাল যোদ্ধা হতে ইচ্ছুক যে কেউ এই লিঙ্কে গিয়ে নিজের নাম, জন্ম তারিখ, ফোন নম্বর, জেলার নাম এবং বিধানসভার নাম দিয়ে নিজেদের নথিভুক্ত করতে পারবেন। তরুণ ব্রিগেডই এই ক্যাম্পেনের মূল শক্তি হবে।
আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। সব রাজনৈতিক দলই এই নির্বাচনকে সামনে রেখে রণকৌশল সাজাচ্ছে। ডিজিটাল যুগে বিজেপি’র মতো দল যখন প্রচার ও সমালোচনার ক্ষেত্রে ডিজিটাল প্ল্যাটফর্মকে একটি বড় অস্ত্র হিসেবে ব্যবহার করে, তখন শাসকদল তৃণমূলও এবার ক্যাম্পেন ঘোষণা করে সোশ্যাল মিডিয়ার ময়দানে আরও সক্রিয় হতে চলেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্যের মর্যাদা রক্ষায় বিশ্বাসী সকল মানুষকে এই বাহিনীতে যোগ দেওয়ার এবং তিল তিল করে এই বাহিনী গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।