৩১ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

যতকান্ড যোগীরাজ্যে, বারবাঁকি জেলা সংশোধানাগারে একসঙ্গে এইচআইভি আক্রান্ত ২৬ জন বন্দি

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ৬ সেপ্টেম্বর ২০২২, মঙ্গলবার
  • / 37

প্রতীকী ছবি

 

 

আরও পড়ুন: মুসলিম দোকানদারদের ‘গুলি’ করার হুমকি পদ্ম বিধায়কের

পুবের কলম ওয়েবডেস্ক: সংশোধানাগারের সাজাপ্রাপ্ত আবাসিকরা এইচআইভি আক্রান্ত। তাও একজন বা দুজন নয় একসঙ্গে ২৬ জন। এইঘটনা প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে  ব্যপক হইচই। উত্তরপ্রদেশের বারবাঁকি জেলা সংশোধানাগারে এই ঘটনা ঘটেছে।

আরও পড়ুন: ‘উর্দু পড়িয়ে বাচ্চাদের মৌলবি বানাতে চান’? বিধানসভায় সপা নেতাকে কদর্য আক্রমণ যোগীর

জানা যাচ্ছে বারবাঁকি জেলা সংশোধানাগারে উত্তরপ্রদেশ সরকারের স্বাস্থ্যদফতরের পক্ষ থেকে এইচআইভি পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। গত ১০ অগস্ট থেকে ১ লা সেপ্টেম্বর পর্যন্ত এই স্বাস্থ্যশিবির চলে। এখানেই আবাসিকদের পরীক্ষা করা হয়। দেখা যায় মোট ২৬ জন কয়েদি এইডসে আক্রান্ত। পুরো ঘটনায় স্তম্ভিত সংশোধানাগার কর্তৃপক্ষ।

আরও পড়ুন: ১ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে ফুলকপি! ন্যায্যমূল্য না পেয়ে ফসল নষ্ট করছেন যোগীরাজ্যের কৃষকরা

 

জেলার  অলোক শুক্লা জানান, ২৬ জনের মধ্যে দুজন লখনউয়ের রাম মনোহর লোহিয়া হাসপাতালে অ্যান্টি-রেট্রোভাইরাল চিকিৎসাধীন রয়েছেন।১০ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত কারাগারে তিন-পর্যায়ের এইচআইভি পরীক্ষা করা হয়।  বারবাঁকি জেলার   চিফ মেডিক্যাল অফিসার ডাঃ অবধেশ যাদবের জানিয়েছেন জেলা সংশোধনাগারে মোট ৩,৩০০ বন্দী রয়েছে এবং তাদের সকলের এইচআইভি পরীক্ষা করার চেষ্টা করা হচ্ছে। আক্ষরিক অর্থেই যতকান্ড যোগী রাজ্যে। দিনদিন যেন অসামজিক কাজের স্বর্গরাজ্য হয়ে উঠছে এই রাজ্য। নারী নির্যাতন, দলিত নিপীড়ন এর পাশাপাশি এবার যুক্ত হল এই ন্যাক্কারজনক ঘটনাও।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

যতকান্ড যোগীরাজ্যে, বারবাঁকি জেলা সংশোধানাগারে একসঙ্গে এইচআইভি আক্রান্ত ২৬ জন বন্দি

আপডেট : ৬ সেপ্টেম্বর ২০২২, মঙ্গলবার

 

 

আরও পড়ুন: মুসলিম দোকানদারদের ‘গুলি’ করার হুমকি পদ্ম বিধায়কের

পুবের কলম ওয়েবডেস্ক: সংশোধানাগারের সাজাপ্রাপ্ত আবাসিকরা এইচআইভি আক্রান্ত। তাও একজন বা দুজন নয় একসঙ্গে ২৬ জন। এইঘটনা প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে  ব্যপক হইচই। উত্তরপ্রদেশের বারবাঁকি জেলা সংশোধানাগারে এই ঘটনা ঘটেছে।

আরও পড়ুন: ‘উর্দু পড়িয়ে বাচ্চাদের মৌলবি বানাতে চান’? বিধানসভায় সপা নেতাকে কদর্য আক্রমণ যোগীর

জানা যাচ্ছে বারবাঁকি জেলা সংশোধানাগারে উত্তরপ্রদেশ সরকারের স্বাস্থ্যদফতরের পক্ষ থেকে এইচআইভি পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। গত ১০ অগস্ট থেকে ১ লা সেপ্টেম্বর পর্যন্ত এই স্বাস্থ্যশিবির চলে। এখানেই আবাসিকদের পরীক্ষা করা হয়। দেখা যায় মোট ২৬ জন কয়েদি এইডসে আক্রান্ত। পুরো ঘটনায় স্তম্ভিত সংশোধানাগার কর্তৃপক্ষ।

আরও পড়ুন: ১ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে ফুলকপি! ন্যায্যমূল্য না পেয়ে ফসল নষ্ট করছেন যোগীরাজ্যের কৃষকরা

 

জেলার  অলোক শুক্লা জানান, ২৬ জনের মধ্যে দুজন লখনউয়ের রাম মনোহর লোহিয়া হাসপাতালে অ্যান্টি-রেট্রোভাইরাল চিকিৎসাধীন রয়েছেন।১০ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত কারাগারে তিন-পর্যায়ের এইচআইভি পরীক্ষা করা হয়।  বারবাঁকি জেলার   চিফ মেডিক্যাল অফিসার ডাঃ অবধেশ যাদবের জানিয়েছেন জেলা সংশোধনাগারে মোট ৩,৩০০ বন্দী রয়েছে এবং তাদের সকলের এইচআইভি পরীক্ষা করার চেষ্টা করা হচ্ছে। আক্ষরিক অর্থেই যতকান্ড যোগী রাজ্যে। দিনদিন যেন অসামজিক কাজের স্বর্গরাজ্য হয়ে উঠছে এই রাজ্য। নারী নির্যাতন, দলিত নিপীড়ন এর পাশাপাশি এবার যুক্ত হল এই ন্যাক্কারজনক ঘটনাও।