ইসরাইলের সঙ্গে সম্পর্ক নিয়ে সতর্ক করলেন খামেইনি

- আপডেট : ১০ জুন ২০২২, শুক্রবার
- / 14
পুবের কলম ওয়েব ডেস্ক: ইরানের সর্বোচ্চ নেতা সাইয়্যেদ আলি খামেইনি বলেছেন, যেসব আরব দেশ তাদের জনগণের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে ইসরাইলি সরকারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার সিদ্ধান্ত নিয়েছে, তারা কেবল দখলদার শাসকদের দ্বারা শোষণের শিকার হবে। এবারের পবিত্র হজ আয়োজনের সঙ্গে থাকা ইরানি কর্মকর্তাদের এক সমাবেশে তিনি বলেন, ‘যারা নিজেদের জাতির ইচ্ছার বিরুদ্ধে এবং আমেরিকার ইচ্ছা অনুযায়ী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছে, তাদের অবশ্যই জানতে হবে যে, এই ক্রিয়া ইসরাইলের হাতে শোষণ ছাড়া আর কিছুই বয়ে আনবে না।’ সাইয়্যেদ আলি খামেইনি বলেন, ইসরাইলের ষড়যন্ত্র উন্মোচন করা বর্তমানে পবিত্র হজের অন্যতম প্রধান কর্তব্য। দুই বছরের বিরতির পর পুনরায় হজ কার্যক্রম শুরু একটি বড় আশীর্বাদ উল্লেখ করে খামেইনি বলেন, ‘হজ মুসলিমদের মধ্যে ঐক্যের প্রতীক। এই ঐক্য যাতে বিঘ্নিত না হয়, সেজন্য আন্তরিকভাবে চেষ্টা করা উচিত।’ সর্বোচ্চ মেতা আরও বলেছেন, ‘মুসলিমদের মধ্যে সাম্প্রদায়িক বিবাদের বীজ বপন পশ্চিমাদের দ্বারা ব্যবহৃত বহু পুরনো একটি স্কিম। এখনও তারা সেই হিসেবে কাজ করে যাচ্ছে।