১৪ জানুয়ারী ২০২৬, বুধবার, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

 মহারাষ্ট্র: ভলভো ও কনটেইনার গাড়ির সংঘর্ষে  নিহত চালক  আহত কমপক্ষে ১০  

 

 

আরও পড়ুন: মহারাষ্ট্রে নৃশংস হত্যাকাণ্ড, গাড়ির ভেতরে বস্তায় বাঁধা অগ্নিদগ্ধ দেহ উদ্ধার ব্যাঙ্ক কর্মীর

 

আরও পড়ুন: ফের কৃষক আন্দোলনে উত্তাল মহারাষ্ট্র-অবরুদ্ধ জাতীয় সড়ক, চাপের মুখে কেন্দ্র

 

আরও পড়ুন: কৃষক আত্মহত্যা: মহারাষ্ট্রে ৩ মাসে আত্মঘাতী ৭৬৭ জন

 পুবের কলম ওয়েবডেস্ক: মহারাষ্ট্রের রাইগড় জেলায় মুম্বই-পুণে এপ্রেসওয়ের ওপর যাত্রীবোঝাই বাস ও কন্টেনারের সংঘর্ষে প্রাণ হারালেন ওই বাসের চালক। পুলিশ জানায়,  সোমবার সকালে মুম্বাই সংলগ্ন খোপোলি থানার রায়গড় এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

 

 

এছাড়াও কমপক্ষে ১০ জন যাত্রী আহত হয়েছেন। রাইগড় পুলিশ জানিয়েছে, সিন্ধুদুর্গ থেকে ৩৫ জন যাত্রীকে নিয়ে শাহপুর যাচ্ছিল ওই বাসটি। বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিলেন যাত্রীরা।সিন্ধুদুর্গে একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফেরত আসা একটি বেসরকারি ভলভো বাসকে কন্টেইনারটি ধাক্কা দেয়। কন্টেনারটি পেছন দিক থেকে বাসে ধাক্কা মারে, ধাক্কা লেগে বাস থেকে নীচে পড়ে যান চালক। তিনি কন্টেনারের চাকার নীচে এসে পড়ায় ঘটনাস্থলেই নিহত হন। মামলা রুজু করে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে  পুলিশ। এই দুর্ঘটনার জেরে মুম্বই-পুণে এপ্রেসওয়েতে দীর্ঘ সময়ের জন্য যানবাহন চলাচল বন্ধ থাকে।

 

সর্বধিক পাঠিত

যত দ্রুত সম্ভব ইরান ছাড়ুন: ভারতীয় নাগরিকদের জরুরি নির্দেশ দিল ভারতীয় দূতাবাস

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

 মহারাষ্ট্র: ভলভো ও কনটেইনার গাড়ির সংঘর্ষে  নিহত চালক  আহত কমপক্ষে ১০  

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২২, সোমবার

 

 

আরও পড়ুন: মহারাষ্ট্রে নৃশংস হত্যাকাণ্ড, গাড়ির ভেতরে বস্তায় বাঁধা অগ্নিদগ্ধ দেহ উদ্ধার ব্যাঙ্ক কর্মীর

 

আরও পড়ুন: ফের কৃষক আন্দোলনে উত্তাল মহারাষ্ট্র-অবরুদ্ধ জাতীয় সড়ক, চাপের মুখে কেন্দ্র

 

আরও পড়ুন: কৃষক আত্মহত্যা: মহারাষ্ট্রে ৩ মাসে আত্মঘাতী ৭৬৭ জন

 পুবের কলম ওয়েবডেস্ক: মহারাষ্ট্রের রাইগড় জেলায় মুম্বই-পুণে এপ্রেসওয়ের ওপর যাত্রীবোঝাই বাস ও কন্টেনারের সংঘর্ষে প্রাণ হারালেন ওই বাসের চালক। পুলিশ জানায়,  সোমবার সকালে মুম্বাই সংলগ্ন খোপোলি থানার রায়গড় এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

 

 

এছাড়াও কমপক্ষে ১০ জন যাত্রী আহত হয়েছেন। রাইগড় পুলিশ জানিয়েছে, সিন্ধুদুর্গ থেকে ৩৫ জন যাত্রীকে নিয়ে শাহপুর যাচ্ছিল ওই বাসটি। বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিলেন যাত্রীরা।সিন্ধুদুর্গে একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফেরত আসা একটি বেসরকারি ভলভো বাসকে কন্টেইনারটি ধাক্কা দেয়। কন্টেনারটি পেছন দিক থেকে বাসে ধাক্কা মারে, ধাক্কা লেগে বাস থেকে নীচে পড়ে যান চালক। তিনি কন্টেনারের চাকার নীচে এসে পড়ায় ঘটনাস্থলেই নিহত হন। মামলা রুজু করে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে  পুলিশ। এই দুর্ঘটনার জেরে মুম্বই-পুণে এপ্রেসওয়েতে দীর্ঘ সময়ের জন্য যানবাহন চলাচল বন্ধ থাকে।