০৬ অগাস্ট ২০২৫, বুধবার, ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বিহারে দেশদ্রোহের অভিযোগে গ্রেফতার মৌলানা

ইমামা খাতুন
  • আপডেট : ২০ জুলাই ২০২২, বুধবার
  • / 20

পুবের কলম ওয়েবডেস্কঃ বিহারের মতিহারী থেকে এনআইএ মৌলানা আসগর আলি নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। অভিযোগ পূর্ব চম্পারণের ঢাকার বড় মসজিদ থেকে মুজাহিদিন নামের নিষিদ্ধ সংগঠনের গতিবিধি নিয়ন্ত্রণ করতেন তিনি। আসগর যে ঘরটিতে থাকতেন সেটি মসজিদের ইমামের নামে বন্টিত ছিল।

 

আরও পড়ুন: চুরির দায়ে চার বালককে মারধর, হাতে দড়ি পরিয়ে ঘোরানো হল গ্রাম

এর আগে পাটনায় পিএফআই-এর গতিবিধি প্রকাশ্যে এসেছিল। এবার পূর্ব চম্পারণে তল্লাশি অভিযান চালিয়ে বড় সাফল্য পেল বলে দাবি করছে এনআইএ। মঙ্গলবার এনআইএ-র একটি দল পূর্ব চম্পারণের ঢাকা মসজিদে তল্লাশি চালাতে গিয়ে মৌলানা আসগর আলিকে গ্রেফতার করে।

আরও পড়ুন: বিহারের পূর্ণিয়ায় ডাইনি অপবাদে পুড়িয়ে হত্যা, প্রাণ গেল এক পরিবারের ৫ সদস্যের

 

আরও পড়ুন: চাঁদাবাজির অভিযোগ, মণিপুর থেকে গ্রেফতার ৫ নিষিদ্ধ-সংগঠনের সদস্য

তাঁর বিরুদ্ধে অভিযোগ মসজিদ থেকে দেশবিরোধী গতিবিধি পরিচালনা করতেন আসগর। আদতে পলবনা থানার সিসওয়ানিয়া গ্রামের বাসিন্দা আসগর উত্তরপ্রদেশের সাহারানপুরে পড়াশোনা শেষ করে মধ্যপ্রদেশের ভোপালের এক মাদ্রাসায় পড়াশোনা করেন। সেখানেই বাংলাদেশের জামাত উদ মুজাহিদিন নামের সংস্থার সংস্পর্শে আসেন বলে অভিযোগ।

 

তিনি ঢাকা নগর পরিষদের ১৪নং কেদার নগরের মাদ্রাসা জামিয়া মারিয়া নিশবানে গত দু’বছর মৌলানা শিক্ষক পদে কর্মরত রয়েছেন। মুজাহিদিনিদের গতিবিধি ভারত বিরোধী হওয়ায় সরকার এই প্রতিষ্ঠানকে নিষিদ্ধ করেছে। আসগর আলি জামাত উদ মুজাহিদিনকে এই মসজিদ থেকে নিয়ন্ত্রণ করতো বলে অভিযোগ।

 

মসজিদের যে ঘরটিতে আসগর থাকতেন সেই ঘরটি ইমাম মুফতি মৌলানা নেসার আহমেদের নামে বন্টিত ছিল। এনআইএ দল মসজিদের এই কামরা থেকে আসগরের ল্যাপটপ, মোবাইল বাজেয়াপ্ত করে। উল্লেখ্য, মারাত্মক ধরনের সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগ থাকলে জাতীয় তদন্তকারী সংস্থার হাতে তদন্তভার দেওয়া হয়।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিহারে দেশদ্রোহের অভিযোগে গ্রেফতার মৌলানা

আপডেট : ২০ জুলাই ২০২২, বুধবার

পুবের কলম ওয়েবডেস্কঃ বিহারের মতিহারী থেকে এনআইএ মৌলানা আসগর আলি নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। অভিযোগ পূর্ব চম্পারণের ঢাকার বড় মসজিদ থেকে মুজাহিদিন নামের নিষিদ্ধ সংগঠনের গতিবিধি নিয়ন্ত্রণ করতেন তিনি। আসগর যে ঘরটিতে থাকতেন সেটি মসজিদের ইমামের নামে বন্টিত ছিল।

 

আরও পড়ুন: চুরির দায়ে চার বালককে মারধর, হাতে দড়ি পরিয়ে ঘোরানো হল গ্রাম

এর আগে পাটনায় পিএফআই-এর গতিবিধি প্রকাশ্যে এসেছিল। এবার পূর্ব চম্পারণে তল্লাশি অভিযান চালিয়ে বড় সাফল্য পেল বলে দাবি করছে এনআইএ। মঙ্গলবার এনআইএ-র একটি দল পূর্ব চম্পারণের ঢাকা মসজিদে তল্লাশি চালাতে গিয়ে মৌলানা আসগর আলিকে গ্রেফতার করে।

আরও পড়ুন: বিহারের পূর্ণিয়ায় ডাইনি অপবাদে পুড়িয়ে হত্যা, প্রাণ গেল এক পরিবারের ৫ সদস্যের

 

আরও পড়ুন: চাঁদাবাজির অভিযোগ, মণিপুর থেকে গ্রেফতার ৫ নিষিদ্ধ-সংগঠনের সদস্য

তাঁর বিরুদ্ধে অভিযোগ মসজিদ থেকে দেশবিরোধী গতিবিধি পরিচালনা করতেন আসগর। আদতে পলবনা থানার সিসওয়ানিয়া গ্রামের বাসিন্দা আসগর উত্তরপ্রদেশের সাহারানপুরে পড়াশোনা শেষ করে মধ্যপ্রদেশের ভোপালের এক মাদ্রাসায় পড়াশোনা করেন। সেখানেই বাংলাদেশের জামাত উদ মুজাহিদিন নামের সংস্থার সংস্পর্শে আসেন বলে অভিযোগ।

 

তিনি ঢাকা নগর পরিষদের ১৪নং কেদার নগরের মাদ্রাসা জামিয়া মারিয়া নিশবানে গত দু’বছর মৌলানা শিক্ষক পদে কর্মরত রয়েছেন। মুজাহিদিনিদের গতিবিধি ভারত বিরোধী হওয়ায় সরকার এই প্রতিষ্ঠানকে নিষিদ্ধ করেছে। আসগর আলি জামাত উদ মুজাহিদিনকে এই মসজিদ থেকে নিয়ন্ত্রণ করতো বলে অভিযোগ।

 

মসজিদের যে ঘরটিতে আসগর থাকতেন সেই ঘরটি ইমাম মুফতি মৌলানা নেসার আহমেদের নামে বন্টিত ছিল। এনআইএ দল মসজিদের এই কামরা থেকে আসগরের ল্যাপটপ, মোবাইল বাজেয়াপ্ত করে। উল্লেখ্য, মারাত্মক ধরনের সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগ থাকলে জাতীয় তদন্তকারী সংস্থার হাতে তদন্তভার দেওয়া হয়।