৩১ ডিসেম্বর ২০২৫, বুধবার, ১৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বাদুড়িয়া ব্লক সমাজ কল্যাণ ইমাম ও মুয়াজ্জিন কমিটির সভা

পুবের কলম প্রতিবেদক, বসিরহাটঃ ইমাম ও মুয়াজ্জিনদের পেশাগত কাজের বাইরেও নানা বিধ সমাজসেবামূলক ও সরকারী কর্মসূচি রূপায়নে প্রতিনিয়ত উৎসাহ দিয়ে আসছে বাদুড়িয়া ব্লক সমাজ কল্যাণ ইমাম ও মুয়াজ্জিন কমিটি। শনিবার বাদুড়িয়ার গুড়দহ মিলন মসজিদ প্রাঙ্গণে  সংগঠনের এক সভার আয়োজন করা হয়। এদিন বার্ষিক নানা কর্মসূচি গ্রহণের পাশাপাশি আগামী চার বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়। ব্লকের ১৪ টি গ্রাম পঞ্চায়েত ও ১টি পৌরসভা এলাকার প্রায় ২০০ জন ইমামও মুয়াজ্জিন-এর উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে বাদুডিয়া ব্লক সমাজ কল্যান ইমাম ও মুয়াজ্জিন কমিটির  নুতন কমিটি গঠন করা হয়। সভায়  সভাপতিত্বে করেন আলহাজ্ব মাওলানা পিয়ারআলি সাহেব। সংগঠনের তরফে জানানো হয় ব্লক সভাপতি হিসাবে মাওলানা সফিউল্লাহ, সহ সভাপতি  সয়রুজ্জামান, সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম ও মাওলানা মাহাবুর রহমান সহ সম্পাাদক মাওলানা নূরুল আমিন, কোষাাধ্যক্ষ মাওলানা ইয়াছিন, হিসাব রক্ষক মাওলানা আবুতাহের ও মাওলানা বাইজিদ লস্কর এর নাম নির্বাচিত হয়। কোরকমিটিতে আছেন মাওলানা পিয়াার আলি, মাওলানা আবদুর রাজ্জাক, মাওলানা আবুতাহের, মাওলানা সফিকুল আলম, মাওলানা আবেদ আলি গাজী, সদস্য মাওলানা আবদুননয়ীম, মাওলানা গোলাম হোসেন, মাওলানা নূর আলম, হাফিজ জাকির হোসেন।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

বাংলাতেই মাইক্রো অবজারভার নিয়োগ কেনো? কমিশনকে প্রশ্ন অভিষেকের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বাদুড়িয়া ব্লক সমাজ কল্যাণ ইমাম ও মুয়াজ্জিন কমিটির সভা

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২১, রবিবার

পুবের কলম প্রতিবেদক, বসিরহাটঃ ইমাম ও মুয়াজ্জিনদের পেশাগত কাজের বাইরেও নানা বিধ সমাজসেবামূলক ও সরকারী কর্মসূচি রূপায়নে প্রতিনিয়ত উৎসাহ দিয়ে আসছে বাদুড়িয়া ব্লক সমাজ কল্যাণ ইমাম ও মুয়াজ্জিন কমিটি। শনিবার বাদুড়িয়ার গুড়দহ মিলন মসজিদ প্রাঙ্গণে  সংগঠনের এক সভার আয়োজন করা হয়। এদিন বার্ষিক নানা কর্মসূচি গ্রহণের পাশাপাশি আগামী চার বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়। ব্লকের ১৪ টি গ্রাম পঞ্চায়েত ও ১টি পৌরসভা এলাকার প্রায় ২০০ জন ইমামও মুয়াজ্জিন-এর উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে বাদুডিয়া ব্লক সমাজ কল্যান ইমাম ও মুয়াজ্জিন কমিটির  নুতন কমিটি গঠন করা হয়। সভায়  সভাপতিত্বে করেন আলহাজ্ব মাওলানা পিয়ারআলি সাহেব। সংগঠনের তরফে জানানো হয় ব্লক সভাপতি হিসাবে মাওলানা সফিউল্লাহ, সহ সভাপতি  সয়রুজ্জামান, সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম ও মাওলানা মাহাবুর রহমান সহ সম্পাাদক মাওলানা নূরুল আমিন, কোষাাধ্যক্ষ মাওলানা ইয়াছিন, হিসাব রক্ষক মাওলানা আবুতাহের ও মাওলানা বাইজিদ লস্কর এর নাম নির্বাচিত হয়। কোরকমিটিতে আছেন মাওলানা পিয়াার আলি, মাওলানা আবদুর রাজ্জাক, মাওলানা আবুতাহের, মাওলানা সফিকুল আলম, মাওলানা আবেদ আলি গাজী, সদস্য মাওলানা আবদুননয়ীম, মাওলানা গোলাম হোসেন, মাওলানা নূর আলম, হাফিজ জাকির হোসেন।