মুসল্লি পরিপূর্ণ গাজার মসজিদে হামলা, নিহত প্রায় ৫০

- আপডেট : ১৬ নভেম্বর ২০২৩, বৃহস্পতিবার
- / 13
গাজা, ১৬ নভেম্বর: গাজার মধ্যাঞ্চলীয় আল-সাবরা এলাকার একটি মসজিদে বোমা হামলা চালিয়েছে ইসরাইল। এ হামলায় অন্তত ৫০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আরও অন্তত ১২ জন আহত হয়েছেন। গাজায় গণহত্যা চালাতে বিভিন্ন হাসপাতাল ও মসজিদকে টার্গেট করেছে ইসরাইলি সেনা। বুধবার বিকেলে জানা যায়, নামাযের চলাকালীন সাবরা অঞ্চলের মসজিদে বিমান থেকে বোমা ফেলে ইসরাইলি সেনা। হামলার সময় মুসল্লিতে পরিপূর্ণ ছিল মসজিদটি। এছাড়া দক্ষিণ গাজার খান ইউনিস শরণার্থী শিবিরের টেলিকমিউনিকেশন টাওয়ারেও বিমান হামলা চালিয়েছে দখলদার বাহিনী। এ হামলায় একজন শিশু নিহত হয়েছে।
এদিকে, গাজার নুসিরাত শরণার্থী শিবিরে মালয়েশিয়ার একটি বিমানে হামলা চালিয়েছে ইসরাইল। এতে তিন অসামরিক নাগরিক নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। উত্তর গাজার বাসিন্দাদের দক্ষিণ গাজায় সরে যেতে বলেছে ইসরাইল। কিন্তু ফিলিস্তিনিরা বলছে, গাজার সব জায়গায় বোমা ফেলছে ইসরাইলি বাহিনী। গাজার কোনও স্থানই তাদের জন্য নিরাপদ না।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরাইলি আগ্রাসন শুরু হয়। এরপর থেকে এখনও পর্যন্ত ১১ হাজার ৫০০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের মধ্যে ৪ হাজার ৭১০ জন শিশু রয়েছে। আহত হয়েছেন প্রায় ৩২ হাজার মানুষ।