১৯ অক্টোবর ২০২৫, রবিবার, ১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

নজরুলের জন্মদিনে পুবের কলম-এর উপহার

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৫ মে ২০২৩, বৃহস্পতিবার
  • / 188

পুবের কলম প্রতিবেদক:  কবি কাজী নজরুল ইসলামের জন্মস্থান পশ্চিমবাংলায়। বলতে গেলে এখানেই তাঁর সৃষ্টিশীল সমগ্র জীবনটাই কেটেছিল। কিন্তু এই বাংলাতে তাকে নিয়ে তেমন একটা আলোচনা,  চর্চা চোখে পড়ে না৷

আরও পড়ুন: পুবের কলমের খবরের জেরে তৎপর- প্রশাসন শুরু হল নদী বাঁধ পর্যবেক্ষণের কাজ

 

আরও পড়ুন: কলকাতায় শীতের আমেজ, লেন্সবন্দী পুবের কলম ডিজিটালের ক্যামেরায়

নজরুলগীতি শুনতে সবাই পছন্দ করেন ঠিকই, কিন্তু এখানকার বেতার, টিভি চ্যানেল বা সিডিতে নজরুলগীতির কোনও প্রচার নেই। এটা বড় দুঃখজনক। একসময় এইচএমভি কোম্পানির স্টুডিওতে বসে তিনি সঙ্গীত রচনা করতেন ও সুর দিতেন। শিল্পীদের শিখিয়ে রেকর্ড করাতেন। নজরুলের সাহিত্য নিয়ে গাবেষণা করার জন্য মেধাবী মানুষের বড় অভাব। তাঁর সম্পর্কে জানার মানুষের আগ্রহও অনেক কমে গেছে।

আরও পড়ুন: ‘মিডিয়া ব্র্যান্ড অফ দ্য ইয়ার’ পুরস্কার পেল পুবের কলম

এই প্রেক্ষিতে তাঁকে নিয়ে কলকাতার ছায়ানটের কর্ণধার সোমঋতা মল্লিক নানা উদ্যোগ নিয়ে থাকেন৷ নজরুলের গানকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন তিনি৷

 

 

নজরুলের জন্মদিনে পুবের কলম-এর উপহার

নজরুলের ইসলামি গানের দিকেও তিনি নতুন করে আলো ফেলেছেন৷ অপরদিকে নূপুর কাজীও গানের মাধ্যমে তার মহান পূর্বপুরুষকে শ্রদ্ধা জানিয়েছে চলেছেন৷

 

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নজরুলের জন্মদিনে পুবের কলম-এর উপহার

আপডেট : ২৫ মে ২০২৩, বৃহস্পতিবার

পুবের কলম প্রতিবেদক:  কবি কাজী নজরুল ইসলামের জন্মস্থান পশ্চিমবাংলায়। বলতে গেলে এখানেই তাঁর সৃষ্টিশীল সমগ্র জীবনটাই কেটেছিল। কিন্তু এই বাংলাতে তাকে নিয়ে তেমন একটা আলোচনা,  চর্চা চোখে পড়ে না৷

আরও পড়ুন: পুবের কলমের খবরের জেরে তৎপর- প্রশাসন শুরু হল নদী বাঁধ পর্যবেক্ষণের কাজ

 

আরও পড়ুন: কলকাতায় শীতের আমেজ, লেন্সবন্দী পুবের কলম ডিজিটালের ক্যামেরায়

নজরুলগীতি শুনতে সবাই পছন্দ করেন ঠিকই, কিন্তু এখানকার বেতার, টিভি চ্যানেল বা সিডিতে নজরুলগীতির কোনও প্রচার নেই। এটা বড় দুঃখজনক। একসময় এইচএমভি কোম্পানির স্টুডিওতে বসে তিনি সঙ্গীত রচনা করতেন ও সুর দিতেন। শিল্পীদের শিখিয়ে রেকর্ড করাতেন। নজরুলের সাহিত্য নিয়ে গাবেষণা করার জন্য মেধাবী মানুষের বড় অভাব। তাঁর সম্পর্কে জানার মানুষের আগ্রহও অনেক কমে গেছে।

আরও পড়ুন: ‘মিডিয়া ব্র্যান্ড অফ দ্য ইয়ার’ পুরস্কার পেল পুবের কলম

এই প্রেক্ষিতে তাঁকে নিয়ে কলকাতার ছায়ানটের কর্ণধার সোমঋতা মল্লিক নানা উদ্যোগ নিয়ে থাকেন৷ নজরুলের গানকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন তিনি৷

 

 

নজরুলের জন্মদিনে পুবের কলম-এর উপহার

নজরুলের ইসলামি গানের দিকেও তিনি নতুন করে আলো ফেলেছেন৷ অপরদিকে নূপুর কাজীও গানের মাধ্যমে তার মহান পূর্বপুরুষকে শ্রদ্ধা জানিয়েছে চলেছেন৷