০২ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

শ্লীলতাহানির অভিযোগে নলহাটিতে গ্রেফতার এক

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ৪ অগাস্ট ২০২১, বুধবার
  • / 91

দেবশ্রী মজুমদার, নলহাটি: এক নাবালিকার শ্লীলতাহানির অভিযোগে এক ব‍্যক্তিকে গ্রেফতার করলো নলহাটি থানার পুলিশ। অভিযুক্তর বাড়ি নলহাটি থানার বানিওড়ের কাছে গোবিন্দপুর।নাম মান্নান সেখ। বুধবার অভিযুক্তকে রামপুরহাট আদালতে তোলা হয়।

জানা গেছে, চলতি বছরের দুই অগাস্ট বেলা এগারোটা নাগাদ বছর দশেকের এক নাবালিকা পুকুরে কাপড় কাচতে যায়। সেই সেই অভিযুক্ত পাশের একটি পুকুরে মাছ ধরছিল। তাকে একা পেয়ে পুকুর সংলগ্ন  খড়ের গাদার কাছে নিয়ে গিয়ে শ্লীলতাহানি করে। সেই সময় রবিনা বিবি ও চমু সেখ নামে দুই প্রতিবেশী তাকে দেখে ফেললে অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তারাই নাবালিকাকে উদ্ধার করে তার বাড়ি পৌঁছে দেয়। নিগৃহীতা গোটা ঘটনা তার মাকে জানালে, তিনি অভিযুক্তের বাড়ি গেলে, সেখানে  অভিযুক্ত সহ বাড়ির অন‍্যান‍্যরা (অভিযুক্তের স্ত্রী ডলি বিবি, মেয়ে খালিদা খাতুন) তাদের উপর চড়াও হন বলে অভিযোগ। ঘটনার পর নলহাটি থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ  অভিযুক্ত সহ বাকিদের গ্রেফতার করে। অভিযুক্তকে বুধবার আদালতে তোলা হয়। বাকি অভিযুক্তদের জেল হেফাজত হয়। নিগৃহীতার শারীরিক পরীক্ষা হয় এবং গোপন জবানবন্দিও হয়। নিগৃহীতার মা একজন স্বামী পরিত‍্যক্তা এবং অভাবের মধ‍্যে সংসার চালান।

আরও পড়ুন: Wage dispute: পাওনা টাকা ফেরত চাইতেই মুম্বইয়ে কান কেটে দেওয়া হল বাংলার শ্রমিকের

আরও পড়ুন: বিনাদোষে শাস্তি পেতে হয়েছে আমাদের, বিচারবিভাগ আছে বলে আমাদের জয়: সোমা দাস

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

শ্লীলতাহানির অভিযোগে নলহাটিতে গ্রেফতার এক

আপডেট : ৪ অগাস্ট ২০২১, বুধবার

দেবশ্রী মজুমদার, নলহাটি: এক নাবালিকার শ্লীলতাহানির অভিযোগে এক ব‍্যক্তিকে গ্রেফতার করলো নলহাটি থানার পুলিশ। অভিযুক্তর বাড়ি নলহাটি থানার বানিওড়ের কাছে গোবিন্দপুর।নাম মান্নান সেখ। বুধবার অভিযুক্তকে রামপুরহাট আদালতে তোলা হয়।

জানা গেছে, চলতি বছরের দুই অগাস্ট বেলা এগারোটা নাগাদ বছর দশেকের এক নাবালিকা পুকুরে কাপড় কাচতে যায়। সেই সেই অভিযুক্ত পাশের একটি পুকুরে মাছ ধরছিল। তাকে একা পেয়ে পুকুর সংলগ্ন  খড়ের গাদার কাছে নিয়ে গিয়ে শ্লীলতাহানি করে। সেই সময় রবিনা বিবি ও চমু সেখ নামে দুই প্রতিবেশী তাকে দেখে ফেললে অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তারাই নাবালিকাকে উদ্ধার করে তার বাড়ি পৌঁছে দেয়। নিগৃহীতা গোটা ঘটনা তার মাকে জানালে, তিনি অভিযুক্তের বাড়ি গেলে, সেখানে  অভিযুক্ত সহ বাড়ির অন‍্যান‍্যরা (অভিযুক্তের স্ত্রী ডলি বিবি, মেয়ে খালিদা খাতুন) তাদের উপর চড়াও হন বলে অভিযোগ। ঘটনার পর নলহাটি থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ  অভিযুক্ত সহ বাকিদের গ্রেফতার করে। অভিযুক্তকে বুধবার আদালতে তোলা হয়। বাকি অভিযুক্তদের জেল হেফাজত হয়। নিগৃহীতার শারীরিক পরীক্ষা হয় এবং গোপন জবানবন্দিও হয়। নিগৃহীতার মা একজন স্বামী পরিত‍্যক্তা এবং অভাবের মধ‍্যে সংসার চালান।

আরও পড়ুন: Wage dispute: পাওনা টাকা ফেরত চাইতেই মুম্বইয়ে কান কেটে দেওয়া হল বাংলার শ্রমিকের

আরও পড়ুন: বিনাদোষে শাস্তি পেতে হয়েছে আমাদের, বিচারবিভাগ আছে বলে আমাদের জয়: সোমা দাস