অশনি মোকাবিলায় অন্ধ্রপ্রদেশে ৭টি জেলায় ৪৫৪টি ত্রাণ শিবির খুলল রেড্ডি সরকার

- আপডেট : ১১ মে ২০২২, বুধবার
- / 10
পুবের কলম, ওয়েবডেস্ক: শক্তিশালী ঘূর্ণিঝড় অশনি মোকাবিলায় অন্ধ্রপ্রদেশের সাতটি জেলায় ৪৫৪টি ত্রাণ শিবির খুলল রাজ্যের সরকার। বুধবার রাজ্যের মুখ্যমন্ত্রী ওয়াই এস জগন মোহন রেড্ডি ঘূর্ণিঝড় অশনি নিয়ে একটি রিভিউ মিটিং করেন। এই বৈঠকে উপস্থিত ছিলেন জেলা কালেকটর সহ পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকেরা। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্যের দুর্যোগ কবলিত এলাকার প্রতি পরিবার পিছু ২ হাজার টাকা ও ত্রাণ শিবিরে আসা আশ্রয়কারীকে মাথাপিছু এক হাজার টাকা করে দেওয়া হবে। এই দুর্যোগ মোকাবিলায় সব দিকে কড়া নজরদারি চালানোর নির্দেশ দেওয়ার পাশাপাশি যাতে রাজ্যে কোনও হতা-হতের ঘটনা না ঘটে সেই দিকে বিশেষ দৃষ্টি দিতে বলা হয়েছে।
মুখ্যমন্ত্রী নিচু এলাকার দিকে বসবাসকারীদের অবিলম্বে নিরাপদ স্থানে সরিয়ে আনার পাশাপাশি ত্রাণ শিবিরগুলিতে প্রয়োজনীয় সামগ্রী সহ ডিজেলচালিত জেনারেটর মজুদ রাখার নির্দেশ দিয়েছেন।
রেড্ডি আরও বলেন, এই মুহূর্তে রাজ্যের দুর্যোগ কবলিত জেলাগুলিকে ভালোভাবেই পরিচালনা করা সম্ভব। কারণ গত মাসেই বড় জেলা ভেঙে ১৩টি নতুন জেলা হয়েছে। মোট জেলার সংখ্যা ২৬।
অন্ধ্রপ্রদেশ রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে ঘূর্ণিঝড় অশনি মছলিপত্তনম থেকে ৪০ কিলোমিটার, কাকিনাড়া থেকে ১৪০ কিমি ও ২৮০ কিমি দূরে রয়েছে বিশাখাপত্তনম থেকে।
ভারতের আবহাওয়া বিভাগের (আইএমডি) পূর্বাভাস অনুসারে, ঘূর্ণিঝড়টি দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত নরসাপুর, ইয়ানাম, কাকিনাড়া, টুনি এবং বিশাখাপত্তনম উপকূল বরাবর উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে রাতের মধ্যে উত্তর অন্ধ্র প্রদেশ উপকূল হয়ে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে আসার সম্ভাবনা। সম্ভবত আর কয়েকঘন্টার মধ্যে এটি ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা রয়েছে অন্ধ্রপ্রদেশের অন্তরভেদিতে। ডপলার ওয়েদার রাডারে নজরদারি চালানো হচ্ছে। ১২ মে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে অশনি।