২৮ জুলাই ২০২৫, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

আল-আকসায় মসজিদে ইসরাইলি হামলা, নিন্দা সউদি আরবের

ইমামা খাতুন
  • আপডেট : ১৬ এপ্রিল ২০২২, শনিবার
  • / 58

পুবের কলম প্রতিবেদক: জেরুজালেমের আল-আকসা মসজিদে ইহুদিদের বর্বরচীতহামলার নিন্দা জানায় সউদি আরব। মসজিদের গেট বন্ধ করে মসজিদের ভিতরে এবং এর বাইরের নিরস্ত্র মুসল্লিদের ওপর হামলা চালায় ইসরায়েলি দখলদার বাহিনী। পবিত্র রমযানে হাজার হাজার ফিলিস্তিনি মুসল্লি নামাযের জন্য জমায়েত হয়েছিল। জড়ো হওয়ার সময় আল-আকসা মসজিদে ইসরাইলি পুলিশের সঙ্গে ফিলিস্তিনিদের সংঘর্ষ হয়। প্রায় এক বছরের মধ্যে এই স্থানে সবচেয়ে গুরুতর সহিংসতায় ঘটনা ঘটল। এই ঘটনায় ১৫০ জনেরও বেশি ফিলিস্তিনি আহত হন।
সউদির বিদেশ মন্ত্রণালয় বলেছে আল-আকসা মসজিদের পবিত্রতা নজর করা হয়েছে। পবিত্র এই মসজিদে উপর এই নির্লজ্জ আক্রমণের নিন্দা করা হয়। একই সঙ্গে এই ঘটনাকে আন্তর্জাতিক রেজুলেশন এবং চুক্তির লঙ্ঘন বলে উল্লেখ করা হয়।

 

আরও পড়ুন: ২০২৫-২৬ ওমরাহ’র ক্যালেন্ডার প্রকাশ সউদির 

ইসরাইলি দখলদাররা চোখের সামনে যে কান্ড করল তার জন্য আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করেছে সউদি। তারা ফিলিস্তিনি জনগনের সঙ্গে যা করেছে তা অপরাধ। নির্দোষ প্রতিরোধহীন এই মানুষগুলির ওপর ইসরাইলি দখলদাররা যা করেছে তা আসলে মানব অবমাননা। কেবল তাদের ভূমি নয়, তাদেরফ পবিত্র জায়গার ওপর একই সঙ্গে কব্জা করার চেষ্টা করেছে ইসরাইল। এর ফলে মধপ্রাচ্যে শান্তি শৃঙ্খলা আনার যে চেষ্টা হয়েছে তা মারাত্মকভাবে ধাক্কা খাবে। মন্ত্রণালয়ের তরফে এমনটাই বলা হয়েছে।

আরও পড়ুন: Pahalgam Terror Attack: ভারত-পাক উত্তেজনা, মধ্যস্থতার প্রস্তাব ইরান-সউদির

 

আরও পড়ুন: Saudi Arabia’s new Hajj rule: মক্কায় ঢুকতে বাধ্যতামূলক হজ পারমিট

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আল-আকসায় মসজিদে ইসরাইলি হামলা, নিন্দা সউদি আরবের

আপডেট : ১৬ এপ্রিল ২০২২, শনিবার

পুবের কলম প্রতিবেদক: জেরুজালেমের আল-আকসা মসজিদে ইহুদিদের বর্বরচীতহামলার নিন্দা জানায় সউদি আরব। মসজিদের গেট বন্ধ করে মসজিদের ভিতরে এবং এর বাইরের নিরস্ত্র মুসল্লিদের ওপর হামলা চালায় ইসরায়েলি দখলদার বাহিনী। পবিত্র রমযানে হাজার হাজার ফিলিস্তিনি মুসল্লি নামাযের জন্য জমায়েত হয়েছিল। জড়ো হওয়ার সময় আল-আকসা মসজিদে ইসরাইলি পুলিশের সঙ্গে ফিলিস্তিনিদের সংঘর্ষ হয়। প্রায় এক বছরের মধ্যে এই স্থানে সবচেয়ে গুরুতর সহিংসতায় ঘটনা ঘটল। এই ঘটনায় ১৫০ জনেরও বেশি ফিলিস্তিনি আহত হন।
সউদির বিদেশ মন্ত্রণালয় বলেছে আল-আকসা মসজিদের পবিত্রতা নজর করা হয়েছে। পবিত্র এই মসজিদে উপর এই নির্লজ্জ আক্রমণের নিন্দা করা হয়। একই সঙ্গে এই ঘটনাকে আন্তর্জাতিক রেজুলেশন এবং চুক্তির লঙ্ঘন বলে উল্লেখ করা হয়।

 

আরও পড়ুন: ২০২৫-২৬ ওমরাহ’র ক্যালেন্ডার প্রকাশ সউদির 

ইসরাইলি দখলদাররা চোখের সামনে যে কান্ড করল তার জন্য আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করেছে সউদি। তারা ফিলিস্তিনি জনগনের সঙ্গে যা করেছে তা অপরাধ। নির্দোষ প্রতিরোধহীন এই মানুষগুলির ওপর ইসরাইলি দখলদাররা যা করেছে তা আসলে মানব অবমাননা। কেবল তাদের ভূমি নয়, তাদেরফ পবিত্র জায়গার ওপর একই সঙ্গে কব্জা করার চেষ্টা করেছে ইসরাইল। এর ফলে মধপ্রাচ্যে শান্তি শৃঙ্খলা আনার যে চেষ্টা হয়েছে তা মারাত্মকভাবে ধাক্কা খাবে। মন্ত্রণালয়ের তরফে এমনটাই বলা হয়েছে।

আরও পড়ুন: Pahalgam Terror Attack: ভারত-পাক উত্তেজনা, মধ্যস্থতার প্রস্তাব ইরান-সউদির

 

আরও পড়ুন: Saudi Arabia’s new Hajj rule: মক্কায় ঢুকতে বাধ্যতামূলক হজ পারমিট