২১ অক্টোবর ২০২৫, মঙ্গলবার, ৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
হাওড়া রানিহাটিতে তিন কংগ্রেস বিধায়কের গাড়ি থেকে উদ্ধার কয়েক লাখ টাকা, চলছে জিজ্ঞাসাবাদ
অর্পিতা লাহিড়ী
- আপডেট : ৩০ জুলাই ২০২২, শনিবার
- / 51
পুবের কলম ওয়েবডেস্কঃ হাওড়া রানিহাটিতে এমএলএ স্টিকার লাগানো কালো রংয়ের স্করপিও গাড়ি আটক করে জিজ্ঞাসাবাদ পুলিশের। প্রসঙ্গত জানা যাচ্ছে গাড়িটি ঝাড়খণ্ডের জামতারার কংগ্রেস বিধায়ক আফতাব আনসারীর। পুলিশের তদন্তে গাড়ি থেকে উদ্ধার হয় টাকা ভর্তি ব্যাগ। বেশ কয়েক লক্ষ নগদ টাকা রয়েছে সেই ব্যাগে।
গাড়িতে কংগ্রেসের ৩ বিধায়ক উপস্থিত। দফায় দফায় জিজ্ঞাসাবাদ চলছে তাদের। গাড়ি ভর্তি টাকাসহ আটক তিন কংগ্রেস বিধায়ক। শনিবার হাওড়ার রানিহাটিতে হাওড়া গ্রামীণ পুলিশ আটক করে।