১৯ জুলাই ২০২৫, শনিবার, ৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সিনেমার শ্যুটিং- এ গুরুতর আহত শাহরুখ খান

ইমামা খাতুন
  • আপডেট : ১৯ জুলাই ২০২৫, শনিবার
  • / 22

মারুফা খাতুন: সিনেমার শ্যুটিং- এ গুরুতর আহত কিং খান। ১ মাস বেড রেস্টে থাকতে হবে তাকে । সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় কিং ছবিতে প্রথমবার মেয়ে সুহানার সঙ্গে অভিনয় করবেন শাহরুখ খান। এরই মাঝে ভয়ংকর দুর্ঘটনা। সেটে অ্যাকশন করতে গিয়েই কাল হল মেগাস্টারের।

শাহরুখ খান, নাম তো শুনাই হোগা। বলিউডের বাদশা তিনি। কিং খান নামেই পরিচিত তিনি। ২০২৬-এ মুক্তি পেতে চলেছে কিং খান অভিনীত ‘কিং’ ছবি।

আরও পড়ুন: ষাঁড়ের গুঁতোয় জখম বৃদ্ধ হাসপাতালে চিকিৎসাধীন

একেবারে ভিন্ন চরিত্রে দেখা যাবে বলিউডের বাদশাকে। তা নিয়ে জল্পনার শেষ নেই। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবির ঘোষণা হওয়ার পর থেকেই দর্শকদের কৌতূহল একেবারে তুঙ্গে। বিশেষ করে নজর কেড়েছে এই ছবির কাস্টিং। বিগ বাজেটের এই ছবিতে দীপিকা পাডুকোন থেকে শুরু করে রানী মুখার্জী, অভিষেক বচ্চন, আরসাদ ওয়ারসি, অনিল কাপুর প্রমুখ সবাই।

আরও পড়ুন: শাহরুখ খানের বিরুদ্ধে বেআইনি নির্মাণের অভিযোগ, ‘মন্নত’-এর সংস্কার ঘিরে জটিলতা বাড়ছে

এই কিং সিনেমার অ্যাকশন দৃশ্যের স্টান্ট করতে গিয়ে গুরুতর জখম হয়েছেন তিনি। তাই তড়িঘড়ি করে পুরো টিম নিয়ে, চিকিৎসার জন্যে মার্কিন মুলুকে উড়ে গেছেন। এর আগেও বহুবার শুটিং চলাকালীন চোট পেয়েছেন তিনি।

অনুমান করা হচ্ছে এইবারে চোট হয়তো গুরুতর তাই বিদেশে গেছেন তিনি। ঘনিষ্ঠ সূত্রে খবর চিকিৎসকরা তাঁকে ২ মাস সম্পূর্ণ রেস্টে থাকার নির্দেশ দিয়েছেন। তাই আপাতত বন্ধ থাকছে কাজ। আর এই ঘটনা সামনে আসতেই উত্তেজনার পাশাপাশি উদ্বেগও ছড়িয়ে পড়েছে অনুরাগীদের মধ্যে।

এই সিনেমার আরও আকর্ষণীয় বিষয় হল সুহানা খানের তার নিজের বাবার সাথে স্ক্রিন শেয়ার। তাকে দেখা যাবে স্পাই থ্রিলারে এক গোয়েন্দার ভূমিকায়। আর তার ‘হ্যান্ডলার’-এর চরিত্রে দেখা যাবে শাহরুখকে। যিনি সিনেমাতে রহস্য সমাধান করতে সাহায্য করবেন সুহানাকে। অতএব এখন এটাই দেখার যে বাবা ও মেয়ের জুটি কতটা বক্স অফিস কাঁপাতে পারে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সিনেমার শ্যুটিং- এ গুরুতর আহত শাহরুখ খান

আপডেট : ১৯ জুলাই ২০২৫, শনিবার

মারুফা খাতুন: সিনেমার শ্যুটিং- এ গুরুতর আহত কিং খান। ১ মাস বেড রেস্টে থাকতে হবে তাকে । সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় কিং ছবিতে প্রথমবার মেয়ে সুহানার সঙ্গে অভিনয় করবেন শাহরুখ খান। এরই মাঝে ভয়ংকর দুর্ঘটনা। সেটে অ্যাকশন করতে গিয়েই কাল হল মেগাস্টারের।

শাহরুখ খান, নাম তো শুনাই হোগা। বলিউডের বাদশা তিনি। কিং খান নামেই পরিচিত তিনি। ২০২৬-এ মুক্তি পেতে চলেছে কিং খান অভিনীত ‘কিং’ ছবি।

আরও পড়ুন: ষাঁড়ের গুঁতোয় জখম বৃদ্ধ হাসপাতালে চিকিৎসাধীন

একেবারে ভিন্ন চরিত্রে দেখা যাবে বলিউডের বাদশাকে। তা নিয়ে জল্পনার শেষ নেই। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবির ঘোষণা হওয়ার পর থেকেই দর্শকদের কৌতূহল একেবারে তুঙ্গে। বিশেষ করে নজর কেড়েছে এই ছবির কাস্টিং। বিগ বাজেটের এই ছবিতে দীপিকা পাডুকোন থেকে শুরু করে রানী মুখার্জী, অভিষেক বচ্চন, আরসাদ ওয়ারসি, অনিল কাপুর প্রমুখ সবাই।

আরও পড়ুন: শাহরুখ খানের বিরুদ্ধে বেআইনি নির্মাণের অভিযোগ, ‘মন্নত’-এর সংস্কার ঘিরে জটিলতা বাড়ছে

এই কিং সিনেমার অ্যাকশন দৃশ্যের স্টান্ট করতে গিয়ে গুরুতর জখম হয়েছেন তিনি। তাই তড়িঘড়ি করে পুরো টিম নিয়ে, চিকিৎসার জন্যে মার্কিন মুলুকে উড়ে গেছেন। এর আগেও বহুবার শুটিং চলাকালীন চোট পেয়েছেন তিনি।

অনুমান করা হচ্ছে এইবারে চোট হয়তো গুরুতর তাই বিদেশে গেছেন তিনি। ঘনিষ্ঠ সূত্রে খবর চিকিৎসকরা তাঁকে ২ মাস সম্পূর্ণ রেস্টে থাকার নির্দেশ দিয়েছেন। তাই আপাতত বন্ধ থাকছে কাজ। আর এই ঘটনা সামনে আসতেই উত্তেজনার পাশাপাশি উদ্বেগও ছড়িয়ে পড়েছে অনুরাগীদের মধ্যে।

এই সিনেমার আরও আকর্ষণীয় বিষয় হল সুহানা খানের তার নিজের বাবার সাথে স্ক্রিন শেয়ার। তাকে দেখা যাবে স্পাই থ্রিলারে এক গোয়েন্দার ভূমিকায়। আর তার ‘হ্যান্ডলার’-এর চরিত্রে দেখা যাবে শাহরুখকে। যিনি সিনেমাতে রহস্য সমাধান করতে সাহায্য করবেন সুহানাকে। অতএব এখন এটাই দেখার যে বাবা ও মেয়ের জুটি কতটা বক্স অফিস কাঁপাতে পারে।