ব্যাঙ্ক বাঁচাতে ট্যাঙ্ক চিনে!

- আপডেট : ২১ জুলাই ২০২২, বৃহস্পতিবার
- / 7
পুবের কলম ওয়েবডেস্কঃ ব্যাঙ্ক বাঁচাতে ট্যাঙ্ক মোতায়েন করল চিন সরকার। এই ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়তেই সমালোচনার বন্যা বইছে। আর্থিক দুর্নীতিতে অভিযুক্ত একটি ব্যাঙ্ককে গ্রাহকদের রোষ থেকে বাঁচাতেই নাকি এই পদক্ষেপ। নাগরিকদের বিরুদ্ধে যুদ্ধযান মোতায়েন করার এই ঘটনা ফের একবার দেখিয়ে দিল প্রয়োজনে তিয়েনআনমেনের মতো রক্ত ঝরাতেও তৈরি জিনপিংয়ের দেশ। শানডং প্রদেশের রিঝাও অঞ্চলে একটি ব্যাঙ্কের বাইরে যুদ্ধের ট্যাঙ্ক দেখা গিয়েছে। সূত্রের খবর, সম্প্রতি একটি বড়সড় আর্থিক দুর্নীতির সঙ্গে নাম জড়িয়েছে ব্যাঙ্কটির। এরপর নিজেদের আমানত টাকার দাবিতে সেই ব্যাঙ্কের বাইরে অ্যাকাউন্ড হোল্ডাররা জমা হতেই কঠোর পদক্ষেপ নেয় সরকার। ব্যাঙ্কটিকে ঘিরে কয়েকটি ট্যাঙ্ক ও সেনা মোতায়েন করা হয়। ফলে বিক্ষোভ দেখালেও এর বেশি কিছু করতে পারেনি আম জনতা। এর আগে একাধিক ব্যাঙ্কিং দুর্নীতির সঙ্গে নাম জড়িয়েছে চিনা কমিউনিস্ট পার্টির প্রভাবশালীদের। তবে এ ধরনের ঘটনার কথা প্রথম প্রকাশ্যে আসে এপ্রিল মাসে। হেনান ও আনহুই প্রদেশের কয়েকটি ব্যাঙ্কে গ্রাহকদের লেনদেন করতে দেওয়া হয়নি। বলা হয়েছিল, ‘সিস্টেম আপগ্রেডের’ জন্যই নাকি এই পদক্ষেপ। তারপর থেকেই বেশ কয়েকটি ব্যাঙ্কে একই ঘটনা ঘটেছে। ফলে চিনা ব্যাঙ্কে মানুষের টাকা কতটা সুরক্ষিত, তা নিয়ে প্রশ্ন উঠছে।