১৫ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সন্তানদের কুয়োতে ফেলে আত্মঘাতী হওয়ার চেষ্টা মায়ের, মৃত ৬ সন্তান

পুবের কলম, ওয়েবডেস্ক: পারিবারিক অশান্তি জেরে নিজের ছয় সন্তানকে কুয়োতে ছুড়ে ফেলে দিলেন মা। মহারাষ্ট্রের মাহাদ গ্রামের ঘটনা। পরে সন্তানদের ফেলে দেওয়ার পরে নিজেও কুয়োতে ঝাপ দেন মা। তবে গ্রামের মানুষের সহায়তায় উদ্ধার করা হয় তাকে। ছয় সন্তানেরই মৃত্যু হয়েছে, এর মধ্যে পাঁচজনই মেয়ে। মায়ের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছে পুলিশ।

সিনিয়র পুলিশ আধিকারিক অশোক দুধে জানিয়েছেন,  মহারাষ্ট্রের রায়গড় জেলায় পারিবারিক অশান্তির জেরে ছয় সন্তানকে একটি কুঁয়োতে ছুড়ে ফেলে দেন মা। ঘটনায় ৬টি শিশুর মৃত্যু হয়েছে। তার পর মা নিজেও কুঁয়োতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে যান। তবে তাকে উদ্ধার করে গ্রামের মানুষ । মায়ের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের হয়েছে। ৩০ বছর বয়সী মায়ের নাম রুনা চিখুরি সাহানি। তার মৃত সন্তানদের বয়স ১৮ মাস থেকে ১০ বছর।

আরও পড়ুন: একাদশ ও দ্বাদশ শ্রেণির পরীক্ষায় অকৃতকার্য, তেলেঙ্গানায় আত্মঘাতী ৮ পড়ুয়া     

ধৃত মা পুলিশকে জানিয়েছেন, প্রতিদিন স্বামীর সঙ্গে নানা কারণে ঝগড়া হত। মদ্যপ অবস্থায় এসে প্রতিদিন মারধর করত। নিত্যদিনের অশান্তিতে বাধ্য হয়ে সন্তানদের মেরে নিজে আত্মঘাতী হওয়ার সিদ্ধান্ত নিই।

আরও পড়ুন: কালবৈশাখীর জেরে আলুতে পচন, ঋণে জেরবার কৃষকদের আত্মহত্যার হুমকি

স্থানীয় সূত্রে খবর, এই পরিবারটি ভালো চাকরির খোঁজে উত্তরপ্রদেশ থেকে মহারাষ্ট্রে এসেছিল।

আরও পড়ুন: মাত্র ২৬-এই  আত্মহত্যার পথ বেছে নিলেন রুপোলি পর্দার আরও এক অভিনেত্রী, ইন্দোরের বৈশালী তক্কর

 

সর্বধিক পাঠিত

সপ্তাহান্তে উত্তরবঙ্গকে জোড়া উপহার মুখ্যমন্ত্রীর, শিলান্যাস মহাকাল মন্দিরের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সন্তানদের কুয়োতে ফেলে আত্মঘাতী হওয়ার চেষ্টা মায়ের, মৃত ৬ সন্তান

আপডেট : ৩১ মে ২০২২, মঙ্গলবার

পুবের কলম, ওয়েবডেস্ক: পারিবারিক অশান্তি জেরে নিজের ছয় সন্তানকে কুয়োতে ছুড়ে ফেলে দিলেন মা। মহারাষ্ট্রের মাহাদ গ্রামের ঘটনা। পরে সন্তানদের ফেলে দেওয়ার পরে নিজেও কুয়োতে ঝাপ দেন মা। তবে গ্রামের মানুষের সহায়তায় উদ্ধার করা হয় তাকে। ছয় সন্তানেরই মৃত্যু হয়েছে, এর মধ্যে পাঁচজনই মেয়ে। মায়ের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছে পুলিশ।

সিনিয়র পুলিশ আধিকারিক অশোক দুধে জানিয়েছেন,  মহারাষ্ট্রের রায়গড় জেলায় পারিবারিক অশান্তির জেরে ছয় সন্তানকে একটি কুঁয়োতে ছুড়ে ফেলে দেন মা। ঘটনায় ৬টি শিশুর মৃত্যু হয়েছে। তার পর মা নিজেও কুঁয়োতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে যান। তবে তাকে উদ্ধার করে গ্রামের মানুষ । মায়ের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের হয়েছে। ৩০ বছর বয়সী মায়ের নাম রুনা চিখুরি সাহানি। তার মৃত সন্তানদের বয়স ১৮ মাস থেকে ১০ বছর।

আরও পড়ুন: একাদশ ও দ্বাদশ শ্রেণির পরীক্ষায় অকৃতকার্য, তেলেঙ্গানায় আত্মঘাতী ৮ পড়ুয়া     

ধৃত মা পুলিশকে জানিয়েছেন, প্রতিদিন স্বামীর সঙ্গে নানা কারণে ঝগড়া হত। মদ্যপ অবস্থায় এসে প্রতিদিন মারধর করত। নিত্যদিনের অশান্তিতে বাধ্য হয়ে সন্তানদের মেরে নিজে আত্মঘাতী হওয়ার সিদ্ধান্ত নিই।

আরও পড়ুন: কালবৈশাখীর জেরে আলুতে পচন, ঋণে জেরবার কৃষকদের আত্মহত্যার হুমকি

স্থানীয় সূত্রে খবর, এই পরিবারটি ভালো চাকরির খোঁজে উত্তরপ্রদেশ থেকে মহারাষ্ট্রে এসেছিল।

আরও পড়ুন: মাত্র ২৬-এই  আত্মহত্যার পথ বেছে নিলেন রুপোলি পর্দার আরও এক অভিনেত্রী, ইন্দোরের বৈশালী তক্কর