২০ অগাস্ট ২০২৫, বুধবার, ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

দক্ষিণবঙ্গের জেলা ও পার্শ্ববর্তী এলাকায় বিকেল থেকেই ঝড়বৃষ্টির পূর্বাভাস,  সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২০ মে ২০২৪, সোমবার
  • / 23

বৃষ্টির ছবি -সন্দীপ সাহা

পুবের কলম, ওয়েবডেস্ক: কয়েকদিন টানা গুমোটের পর আজ একটু বেলা হতে না হতেই কালো মেঘ করে নেমে এল বৃষ্টি। সেইসঙ্গে বেশ কিছুক্ষণ ধরে চলল বজ্রগর্ভ মেঘের ধমকানি। তবে আজ দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের ২৫-৫০ শতাংশ এলাকায় বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রতিটি জায়গায় ঝড়বৃষ্টি হবে,  তেমন পূর্বাভাস নেই। তবে আজ কলকাতায় একনাগাড়ে বেশ কয়েক পশলা বৃষ্টি হয়। গুমোট আবহাওয়া থেকে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলেছে তিলোত্তমা।

ঝড়বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব-পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, হুগলি, হাওড়া, কলকাতা,  উত্তর-দক্ষিণ ২৪ পরগণা,  পূর্ব-পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায়। অন্যদিকে গতকাল রাত থেকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টি চলছে। যা আরও ৩/৪ ঘন্টা চলবে। আজও সন্ধ্যা থেকে রাতের মধ্যে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টি শুরু হতে পারে। বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার সহ উত্তর দিনাজপুর জেলায়।

বৃষ্টির সঙ্গে ঝড়ের গড়-গতিবেগ ঘণ্টায় ৫০ – ৬০ কিমির আশেপাশে থাকবে। কালবৈশাখী ঝড়ের সম্ভাবনাও থাকছে। বজ্রপাতের তীব্রতাও যথেষ্ট বেশি থাকবে। অধিকাংশ সময়ে বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি ধরনের হবে। কখনো কখনো ক্ষণস্থায়ী ভারী বৃষ্টিও হবে।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দক্ষিণবঙ্গের জেলা ও পার্শ্ববর্তী এলাকায় বিকেল থেকেই ঝড়বৃষ্টির পূর্বাভাস,  সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া

আপডেট : ২০ মে ২০২৪, সোমবার

পুবের কলম, ওয়েবডেস্ক: কয়েকদিন টানা গুমোটের পর আজ একটু বেলা হতে না হতেই কালো মেঘ করে নেমে এল বৃষ্টি। সেইসঙ্গে বেশ কিছুক্ষণ ধরে চলল বজ্রগর্ভ মেঘের ধমকানি। তবে আজ দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের ২৫-৫০ শতাংশ এলাকায় বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রতিটি জায়গায় ঝড়বৃষ্টি হবে,  তেমন পূর্বাভাস নেই। তবে আজ কলকাতায় একনাগাড়ে বেশ কয়েক পশলা বৃষ্টি হয়। গুমোট আবহাওয়া থেকে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলেছে তিলোত্তমা।

ঝড়বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব-পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, হুগলি, হাওড়া, কলকাতা,  উত্তর-দক্ষিণ ২৪ পরগণা,  পূর্ব-পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায়। অন্যদিকে গতকাল রাত থেকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টি চলছে। যা আরও ৩/৪ ঘন্টা চলবে। আজও সন্ধ্যা থেকে রাতের মধ্যে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টি শুরু হতে পারে। বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার সহ উত্তর দিনাজপুর জেলায়।

বৃষ্টির সঙ্গে ঝড়ের গড়-গতিবেগ ঘণ্টায় ৫০ – ৬০ কিমির আশেপাশে থাকবে। কালবৈশাখী ঝড়ের সম্ভাবনাও থাকছে। বজ্রপাতের তীব্রতাও যথেষ্ট বেশি থাকবে। অধিকাংশ সময়ে বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি ধরনের হবে। কখনো কখনো ক্ষণস্থায়ী ভারী বৃষ্টিও হবে।