০২ জানুয়ারী ২০২৬, শুক্রবার, ১৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

কোচবিহারে তোর্সার ভাঙন ঘুম কেড়েছে শহরবাসীর

রুবায়েত মোস্তাফা– কোচবিহার­ কোচবিহার শহরের তোর্সা নদী সংলগ্ন ১৬  নম্বর ওয়ার্ডের ফাঁসিরঘাট এলাকায় নদী ভাঙনে বিপর্যস্ত হয়ে পড়েছে এলাকার জনজীবন। ইতিমধ্যে  তোর্সা  নদী ভাঙনে শতাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে   বাড়িঘর ছেড়ে দুর্গতরা আশ্রয় নিয়েছেন অন্যত্র।

এলাকার বিজেপি বিধায়ক দুর্গত এলাকায় একদিন পরিদর্শন করে এলেও দুর্গত মানুষের সাহায্যার্থে কিছুই করেননি বলে অভিযোগ তুললেন স্থানীয় বাসিন্দারা।

ফাঁসিরঘাট সংলগ্ন এলাকার এক বাসিন্দা সুনীল সরকার এদিন বলেন– এক সপ্তাহ ধরে নদীর ভাঙন চলছে। শতাধিক পরিবার ক্ষতিগ্রস্ত। দিন কয়েক আগে এলাকার বিজেপি বিধায়ক এসে ত্রিপলের জন্য কুপন দিয়ে  গেছেন– কিন্তু আজও বিজেপি বিধায়কের পক্ষ থেকে সেই ত্রিপল পাওয়া যায়নি।

উল্লেখ্য– ভারী বৃষ্টির কারণে তোর্সা নদীর জল বেড়ে ভাঙছে পাড়– নদী এগিয়ে আসছে বাঁধের দিকে। কোচবিহারের খাগড়াবাড়ি থেকে ঘুঘুমারি রেল সেতু পর্যন্ত তোরসা নদীর বাঁধের রাস্তার ধারে ষোল নম্বর ওয়ার্ডে বহু মানুষের বাস। কিন্তু প্রবল বর্ষণে নদীতে জল বেড়ে যাওয়ায় বাঁধ সংলগ্ন জনবসতিতে জল ঢুকে পড়েছে– সেইসঙ্গে নদী ভাঙনে বাড়িঘর ক্ষতিগ্রস্থ হচ্ছে প্রত্যেক দিনই। কোচবিহার জেলা  প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাহায্য করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

রাশিয়ায় আছড়ে পড়ল ইউক্রেনীয় ড্রোন, হামলা নিহত ২৪ জন নাগরিক

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কোচবিহারে তোর্সার ভাঙন ঘুম কেড়েছে শহরবাসীর

আপডেট : ২৫ অগাস্ট ২০২১, বুধবার

রুবায়েত মোস্তাফা– কোচবিহার­ কোচবিহার শহরের তোর্সা নদী সংলগ্ন ১৬  নম্বর ওয়ার্ডের ফাঁসিরঘাট এলাকায় নদী ভাঙনে বিপর্যস্ত হয়ে পড়েছে এলাকার জনজীবন। ইতিমধ্যে  তোর্সা  নদী ভাঙনে শতাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে   বাড়িঘর ছেড়ে দুর্গতরা আশ্রয় নিয়েছেন অন্যত্র।

এলাকার বিজেপি বিধায়ক দুর্গত এলাকায় একদিন পরিদর্শন করে এলেও দুর্গত মানুষের সাহায্যার্থে কিছুই করেননি বলে অভিযোগ তুললেন স্থানীয় বাসিন্দারা।

ফাঁসিরঘাট সংলগ্ন এলাকার এক বাসিন্দা সুনীল সরকার এদিন বলেন– এক সপ্তাহ ধরে নদীর ভাঙন চলছে। শতাধিক পরিবার ক্ষতিগ্রস্ত। দিন কয়েক আগে এলাকার বিজেপি বিধায়ক এসে ত্রিপলের জন্য কুপন দিয়ে  গেছেন– কিন্তু আজও বিজেপি বিধায়কের পক্ষ থেকে সেই ত্রিপল পাওয়া যায়নি।

উল্লেখ্য– ভারী বৃষ্টির কারণে তোর্সা নদীর জল বেড়ে ভাঙছে পাড়– নদী এগিয়ে আসছে বাঁধের দিকে। কোচবিহারের খাগড়াবাড়ি থেকে ঘুঘুমারি রেল সেতু পর্যন্ত তোরসা নদীর বাঁধের রাস্তার ধারে ষোল নম্বর ওয়ার্ডে বহু মানুষের বাস। কিন্তু প্রবল বর্ষণে নদীতে জল বেড়ে যাওয়ায় বাঁধ সংলগ্ন জনবসতিতে জল ঢুকে পড়েছে– সেইসঙ্গে নদী ভাঙনে বাড়িঘর ক্ষতিগ্রস্থ হচ্ছে প্রত্যেক দিনই। কোচবিহার জেলা  প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাহায্য করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।