শিশুদের মাস্ক পরা নিয়ে কি বলছেন বিশেষজ্ঞরা
- আপডেট : ২১ জানুয়ারী ২০২২, শুক্রবার
- / 77
পুবের কলম, ওয়েবডেস্কঃ ছোটদের মাস্ক পরা নিয়ে বিশেষজ্ঞদের মতামতা, ৫ বছরের কম বয়সীদের মাস্ক পরার কোনও প্রয়োজন নেই। ৬ থেকে ১১ বছর বয়সীরা মাস্ক পরতে পারে, তবে তা বাধ্যতামূলক নয়। তবে তাদের সুরক্ষার দিকে খেয়াল রাখতে হবে অভিভাবকদের। ১২ উর্ধ্ব সকলকেই প্রাপ্তবয়স্কদের মতো বাইরে বের হলেই সর্বদা মাস্ক পরা উচিত বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক। অনুর্ধ্ব ১৮দের করোনা চিকিৎসায় নতুন গাইড-লাইন আনল কেন্দ্র। করোনায় এই বয়সীদের দেওয়া যাবে না ককটেল থেরাপি, রেমসিডিভির, মলনুপিরাভি অ্যান্টিবডি ককটেল থেরাপি। দেওয়া যাবে না কোনও স্টেরয়েড। মৃদু উপসর্গ হলে এই নির্দেশ মেনে চলতে হবে।
গুরুতর অসুস্থ হলে হাসপাতালে ভর্তি করাতে হবে। একমাত্র গুরুতর অসুস্থ হলে সঠিক সময়ে, সঠিক পরিমাণে স্টেরয়েড ব্যবহার করা যেতে। তবে মৃদু উপসর্গ থাকলে কখনই দেওয়া যাবে না স্টেরয়েড। কোভিডমুক্ত হয়ে বাড়িতে আসার পরেও দু’মাস চিকিৎসকের পরামর্শ মেনে চলতে হবে।
আট মাসের রেকর্ড ভেঙে দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা ৩ লক্ষের গণ্ডি পার করেছে গতকালই, এদিন সেই সংক্রমণ আরও কিছুটা বাড়ল। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যাও ৯ হাজার পার করেছে। দেশের ২৯ রাজ্যে থাবা বসিয়েছে ওমিক্রন।
























