০৫ অক্টোবর ২০২৫, রবিবার, ১৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ফের রক্তাক্ত জম্মু-কাশ্মীর! শিক্ষিকার পর এবার জঙ্গিদের গুলিতে নিহত ব্যাঙ্ক ম্যানেজার

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২ জুন ২০২২, বৃহস্পতিবার
  • / 153

পুবের কলম, ওয়েবডেস্ক: একের পর এক জঙ্গি হামলায় উত্তপ্ত উপত্যকা। সম্প্রতি দক্ষিণ কাশ্মীরের কুলগামের একটি স্কুলে ঢুকে এক রজনী বালা নামের এক শিক্ষিকার উপরে হামলা চালায় আততায়ীরা। ফের বৃহস্পতিবার আবার রক্তাক্ত হল উপত্যকা। এবার জঙ্গিদের নিশানায় মত্যু হল এক ব্যাঙ্ক ম্যানেজারের। নিহতের নাম বিজয় কুমার।

বিজয় দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলার আর এ মোহন পোরার এলাকাই দেহাতি ব্যাঙ্কে কাজ করতেন। তিনি রাজস্থানের বাসিন্দা ছিলেন। কর্মসূত্রে তিনি জম্মু-কাশ্মীরে থাকতেন। জঙ্গিদের গুলিতে তিনি আহত হওয়ার পর তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।

আরও পড়ুন: ৫ রাজ্য ও জম্মু-কাশ্মীরে এনআইএ-র তল্লাশি অভিযান

জম্মু-কাশ্মীরের বিজেপির মুখপাত্র আলতাফ ঠাকুর জানিয়েছেন, ‘আবারও লজ্জাজনক এক জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। মৃত্যু হয়েছে এক ব্যক্তির। এলাকাই দেহাতি ব্যাঙ্কের ব্যাঙ্ক ম্যানেজার, রাজস্থানের বাসিন্দা বিজয় কুমার কুলগামে সন্ত্রাসীদের বুলেটের কবলে পড়েন৷ এখন সরকারি কর্মচারীদেরও টার্গেট করছে জঙ্গিরা। এটি একটি গুরুতর বিষয় এবং উদ্বেগের বিষয় হয়ে দাঁড়াচ্ছে। এই হামলা বন্ধ করার জন্য, এবার নিরাপত্তাবাহিনীর জোরদার পদক্ষেপ নেওয়া উচিত’। ঘটনায় সরব হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। একটি ট্যুইট করে ওমর আবদুল্লা বলেন, ‘হামলার নিন্দা করতে করতে আর মৃত্যুকে সমবেদনা জানাতে ট্যুইট করা একটি মন স্তব্ধ করার মতো নিয়মিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিজয় কুমারের হত্যার কথা শুনে খুবই দুঃখিত আমি। পরিবারগুলির এ ভাবে ধ্বংস হওয়া দেখা খুব হৃদয়বিদারক ঘটনা’।

আরও পড়ুন: জম্মু ও কাশ্মীর পরিদর্শনে অমিত শাহ

 

আরও পড়ুন: জম্মু-কাশ্মীরে আবাসিক এলাকাগুলো থেকে সেনা সরানো হচ্ছে, দায়িত্বে থাকবে সিআরপিএফ

উল্লেখ্য, এর আগে স্কুল শিক্ষিকা রজনী বালা জঙ্গিদের হাতে নিহত হন, তার স্বামী বারবার অনুরোধ সত্ত্বেও তাকে নিরাপদ স্থানে স্থানান্তর করা হয়নি। প্রশাসনকে দায়ী করেছেন শিক্ষিকার স্বামী। এর আগে বদগামের চাদুরা এলাকায় লস্কর-ই-তৈয়বা জঙ্গিদের গুলি চালনায় টিভি শিল্পী আমরিন ভাট নিহত হন। এর আগে ১২ মে মধ্য কাশ্মীরের বুদগাম জেলার চাদুরা এলাকায় রাহুল ভাট বলে এক ব্যক্তি নিহত হন। রাহুল ছিলেন ২০১১-১২ সালে অভিবাসীদের জন্য বিশেষ কর্মসংস্থান প্যাকেজের অধীনে ক্ল্যারিক্যাল কর্মী।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ফের রক্তাক্ত জম্মু-কাশ্মীর! শিক্ষিকার পর এবার জঙ্গিদের গুলিতে নিহত ব্যাঙ্ক ম্যানেজার

আপডেট : ২ জুন ২০২২, বৃহস্পতিবার

পুবের কলম, ওয়েবডেস্ক: একের পর এক জঙ্গি হামলায় উত্তপ্ত উপত্যকা। সম্প্রতি দক্ষিণ কাশ্মীরের কুলগামের একটি স্কুলে ঢুকে এক রজনী বালা নামের এক শিক্ষিকার উপরে হামলা চালায় আততায়ীরা। ফের বৃহস্পতিবার আবার রক্তাক্ত হল উপত্যকা। এবার জঙ্গিদের নিশানায় মত্যু হল এক ব্যাঙ্ক ম্যানেজারের। নিহতের নাম বিজয় কুমার।

বিজয় দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলার আর এ মোহন পোরার এলাকাই দেহাতি ব্যাঙ্কে কাজ করতেন। তিনি রাজস্থানের বাসিন্দা ছিলেন। কর্মসূত্রে তিনি জম্মু-কাশ্মীরে থাকতেন। জঙ্গিদের গুলিতে তিনি আহত হওয়ার পর তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।

আরও পড়ুন: ৫ রাজ্য ও জম্মু-কাশ্মীরে এনআইএ-র তল্লাশি অভিযান

জম্মু-কাশ্মীরের বিজেপির মুখপাত্র আলতাফ ঠাকুর জানিয়েছেন, ‘আবারও লজ্জাজনক এক জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। মৃত্যু হয়েছে এক ব্যক্তির। এলাকাই দেহাতি ব্যাঙ্কের ব্যাঙ্ক ম্যানেজার, রাজস্থানের বাসিন্দা বিজয় কুমার কুলগামে সন্ত্রাসীদের বুলেটের কবলে পড়েন৷ এখন সরকারি কর্মচারীদেরও টার্গেট করছে জঙ্গিরা। এটি একটি গুরুতর বিষয় এবং উদ্বেগের বিষয় হয়ে দাঁড়াচ্ছে। এই হামলা বন্ধ করার জন্য, এবার নিরাপত্তাবাহিনীর জোরদার পদক্ষেপ নেওয়া উচিত’। ঘটনায় সরব হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। একটি ট্যুইট করে ওমর আবদুল্লা বলেন, ‘হামলার নিন্দা করতে করতে আর মৃত্যুকে সমবেদনা জানাতে ট্যুইট করা একটি মন স্তব্ধ করার মতো নিয়মিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিজয় কুমারের হত্যার কথা শুনে খুবই দুঃখিত আমি। পরিবারগুলির এ ভাবে ধ্বংস হওয়া দেখা খুব হৃদয়বিদারক ঘটনা’।

আরও পড়ুন: জম্মু ও কাশ্মীর পরিদর্শনে অমিত শাহ

 

আরও পড়ুন: জম্মু-কাশ্মীরে আবাসিক এলাকাগুলো থেকে সেনা সরানো হচ্ছে, দায়িত্বে থাকবে সিআরপিএফ

উল্লেখ্য, এর আগে স্কুল শিক্ষিকা রজনী বালা জঙ্গিদের হাতে নিহত হন, তার স্বামী বারবার অনুরোধ সত্ত্বেও তাকে নিরাপদ স্থানে স্থানান্তর করা হয়নি। প্রশাসনকে দায়ী করেছেন শিক্ষিকার স্বামী। এর আগে বদগামের চাদুরা এলাকায় লস্কর-ই-তৈয়বা জঙ্গিদের গুলি চালনায় টিভি শিল্পী আমরিন ভাট নিহত হন। এর আগে ১২ মে মধ্য কাশ্মীরের বুদগাম জেলার চাদুরা এলাকায় রাহুল ভাট বলে এক ব্যক্তি নিহত হন। রাহুল ছিলেন ২০১১-১২ সালে অভিবাসীদের জন্য বিশেষ কর্মসংস্থান প্যাকেজের অধীনে ক্ল্যারিক্যাল কর্মী।