০৬ অগাস্ট ২০২৫, বুধবার, ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
BRAKING :
টোকিওতে ফ্রিস্টাইল কুস্তিতে শেষ চারে পৌঁছে গেলেন ভারতের দীপক পুনিয়া

সুস্মিতা
- আপডেট : ৪ অগাস্ট ২০২১, বুধবার
- / 16
পুবের কলম ওয়েবডেস্কঃ বুধবারের সকালটা টোকিও অলিম্পিকে ভারতের জন্য দুর্দান্ত শুরুটা করে দেন জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া। পৌঁছে যান ফাইনালে।
এরপর কুস্তিতে শেষ চারে পৌঁছে পদকের আশা আরও উজ্জ্বল করলেন কুস্তিগির দীপক পুনিয়া ছেলেদের ফ্রি-স্টাইল কুস্তির ৮৬ কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে ৬-৩ ব্যবধানে পরাজিত করেন চিনের জুসেন লিনকে।
দীপক পৌঁছে গেলেন শেষ চারে,কোয়ার্টার ফাইনাল বাউটের প্রথম পিরিয়ডে দীপক ১-০ ব্যবধানে এগিয়ে ছিলেন। দ্বিতীয় পিরিয়ডে চিনা কুস্তিগীর (১+২) ৩ পয়েন্ট ঘরে তোলেন। দীপক সেখানে দ্বিতীয় পিরিয়ড থেকে (২+২+১) ৫ পয়েন্ট সংগ্রহ করেন। দু’টি পিরিয়ডেই দাপট বজায় রাখায় বাউট জিতে নেন দীপক।
Tag :