০৬ অগাস্ট ২০২৫, বুধবার, ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
BRAKING :
পারলেন না মেয়েরা, ব্রিটেনের বিরুদ্ধে ৪-৩ গোলে হেরে অধরা ব্রোঞ্জ

সুস্মিতা
- আপডেট : ৬ অগাস্ট ২০২১, শুক্রবার
- / 121
পুবের কলম ওয়েবডেস্কঃ পুরুষ হকি দল ৪১ বছর পর পদকের ক্ষরা কাটাতে পারলেও পারলেন না মেয়েরা। অস্ট্রেলিয়াকে কোয়ার্টার ফাইনালে হারিয়ে সেমিফাইনালে উঠলেও রানি রামপালরা লড়াই করে পরাজিত হন আর্জেন্টিনার কাছে। আজ শুক্রবার ভারতীয় সময় সকাল সাতটায় ছিল ব্রোঞ্জের লড়াই।
সেই লক্ষ্যেই গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে লড়াই শুরু করে ভারতের মহিলা হকি দল। তবে গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে লড়াই করেও ৪-৩ গোলে পরাজিত হলেন সবিতারা। লেখা হলনা আরও একটা ইতিহাস। সবিতা, গুরজিৎ, রানিরা পারলেন না দেশকে হকিতে আরও একটা পদক দিতে।
Tag :