০৫ অগাস্ট ২০২৫, মঙ্গলবার, ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ইরান-রাশিয়া-তুরস্ক বৈঠক হবে ১৯ জুলাই

ইমামা খাতুন
  • আপডেট : ১৩ জুলাই ২০২২, বুধবার
  • / 21

পুবের কলম ওয়েব ডেস্ক: তেহরানে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছেন রাশিয়া, তুরস্ক ও ইরানের প্রেসিডেন্ট। ক্রেমলিনের মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

 

আরও পড়ুন: তালিবান সরকারকে প্রথম আনুষ্ঠানিক স্বীকৃতি দিল রাশিয়া, আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারের বার্তা

আগামী ১৯ জুলাই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান ত্রিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন। মঙ্গলবার মস্কোয় অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে ক্রেমলিনের প্রেস সেক্রেটারি দিমিত্রি পেসকভ বলেন, ‘১৯ জুলাইয়ের সফরে পুতিন এবং এরদোগানের মধ্যে একটি পৃথক দ্বিপক্ষীয় বৈঠকও আয়োজিত হবে।

আরও পড়ুন: বোমা মারলেও ইরান শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি থেকে সরবে না, আমেরিকাকে বার্তা ইরানের বিদেশমন্ত্রীর

 

আরও পড়ুন: ইসরাইলের সঙ্গে সম্পর্ক থাকলেই মৃত্যুদণ্ড, আইন পাস ইরানের সংসদে

রুশ প্রেসিডেন্ট তেহরানে সফরের প্রস্তুতি নিচ্ছেন। আমরা পুতিন ও এরদোগানের মধ্যে আসন্ন উচ্চপর্যায়ের বৈঠকের বিষয়ে যোগাযোগ করেছি।’ তুরস্কের যোগাযোগ দফতর আগেই বলেছিল, প্রেসিডেন্ট এরদোগান ১৯ জুলাই ইরান সফর করবেন।

 

সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ২০১৭ সালে তুরস্ক, রাশিয়া এবং ইরানের উদ্যোগে আলোচনা শুরু হয়। বৈঠকগুলো জেনেভায় রাষ্ট্রসংঘের নেতৃত্বাধীন কূটনৈতিক প্রক্রিয়ার অগ্রগতিতেও অবদান রাখে।

 

রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা পুনরায় শুরু করার সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে পেসকভ বলেন, ‘না, এটি এখন প্রশ্নের বাইরে।’ সম্প্রতি সিরিয়ার নিরাপত্তা ও প্রগতি প্রশ্নে রাশিয়া, তুরস্ক ও ইরানের মধ্যে তোড়জোড় দেখা দিয়েছে।

 

সিরিয়ায় ইসরাইলি হামলার বিরুদ্ধে তিন দেশ এখন একজোট। সম্প্রতি রাশিয়া সিরিয়ার উত্তরে তার জনবল ও সামরিক শক্তি বাড়িয়েছে। তুরস্ক সিরিয়ার কুর্দ সন্ত্রাসীদের বিরুদ্ধে নতুন করে অভিযানের ঘোষা করেছে। বেশকিছুদিন আগে সিরিয়া সফর করেছেন ইরানের বিদেশমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান। সফরে তিনি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে দেখা করেছেন।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ইরান-রাশিয়া-তুরস্ক বৈঠক হবে ১৯ জুলাই

আপডেট : ১৩ জুলাই ২০২২, বুধবার

পুবের কলম ওয়েব ডেস্ক: তেহরানে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছেন রাশিয়া, তুরস্ক ও ইরানের প্রেসিডেন্ট। ক্রেমলিনের মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

 

আরও পড়ুন: তালিবান সরকারকে প্রথম আনুষ্ঠানিক স্বীকৃতি দিল রাশিয়া, আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারের বার্তা

আগামী ১৯ জুলাই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান ত্রিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন। মঙ্গলবার মস্কোয় অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে ক্রেমলিনের প্রেস সেক্রেটারি দিমিত্রি পেসকভ বলেন, ‘১৯ জুলাইয়ের সফরে পুতিন এবং এরদোগানের মধ্যে একটি পৃথক দ্বিপক্ষীয় বৈঠকও আয়োজিত হবে।

আরও পড়ুন: বোমা মারলেও ইরান শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি থেকে সরবে না, আমেরিকাকে বার্তা ইরানের বিদেশমন্ত্রীর

 

আরও পড়ুন: ইসরাইলের সঙ্গে সম্পর্ক থাকলেই মৃত্যুদণ্ড, আইন পাস ইরানের সংসদে

রুশ প্রেসিডেন্ট তেহরানে সফরের প্রস্তুতি নিচ্ছেন। আমরা পুতিন ও এরদোগানের মধ্যে আসন্ন উচ্চপর্যায়ের বৈঠকের বিষয়ে যোগাযোগ করেছি।’ তুরস্কের যোগাযোগ দফতর আগেই বলেছিল, প্রেসিডেন্ট এরদোগান ১৯ জুলাই ইরান সফর করবেন।

 

সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ২০১৭ সালে তুরস্ক, রাশিয়া এবং ইরানের উদ্যোগে আলোচনা শুরু হয়। বৈঠকগুলো জেনেভায় রাষ্ট্রসংঘের নেতৃত্বাধীন কূটনৈতিক প্রক্রিয়ার অগ্রগতিতেও অবদান রাখে।

 

রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা পুনরায় শুরু করার সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে পেসকভ বলেন, ‘না, এটি এখন প্রশ্নের বাইরে।’ সম্প্রতি সিরিয়ার নিরাপত্তা ও প্রগতি প্রশ্নে রাশিয়া, তুরস্ক ও ইরানের মধ্যে তোড়জোড় দেখা দিয়েছে।

 

সিরিয়ায় ইসরাইলি হামলার বিরুদ্ধে তিন দেশ এখন একজোট। সম্প্রতি রাশিয়া সিরিয়ার উত্তরে তার জনবল ও সামরিক শক্তি বাড়িয়েছে। তুরস্ক সিরিয়ার কুর্দ সন্ত্রাসীদের বিরুদ্ধে নতুন করে অভিযানের ঘোষা করেছে। বেশকিছুদিন আগে সিরিয়া সফর করেছেন ইরানের বিদেশমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান। সফরে তিনি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে দেখা করেছেন।