০২ অগাস্ট ২০২৫, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সউদি আরবের বাদশাহ সালমনের নির্দেশে ইউক্রেনিয়ান শরণার্থীদের জরুরি ভিত্তিতে ১০ মিলিয়ন ডলার সাহায্য

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১৪ এপ্রিল ২০২২, বৃহস্পতিবার
  • / 36

পুবের কলম ওয়েবডেস্কঃ সউদি আরবের বাদশাহ সালমনের নির্দেশে ইউক্রেনিয়ান শরণার্থীদের  জন্য ধার্য করা হল ১০ মিলিয়ন ডলার আর্থিক সহায়তা।  এই আর্থিক সহায়তা মূলত পোল্যান্ড সহ একাধিক দেশে আশ্রয় নেওয়া ইউক্রেনিয়ান শরণার্থীদের চিকিৎসা সংক্রান্ত সহায়তা এবং  বাসস্থানের জন্য ব্যয় করা হবে।

বুধবার কিং সালমান মানবিক সহায়তা ও ত্রাণ কেন্দ্র থেকে একটি ট্যুইট বার্তায় বলা হয়েছে: “বাদশাহ সালমান   ইউক্রেন থেকে প্রতিবেশী দেশগুলিতে আশ্রয় নেওয়া শরণার্থীদের জন্য ১০ মিলিয়ন ডলার মূল্যের জরুরি চিকিৎসা ও আশ্রয় সহায়তা প্রদানের নির্দেশ দিয়েছেন।”

আরও পড়ুন: ২০২৫-২৬ ওমরাহ’র ক্যালেন্ডার প্রকাশ সউদির 

কেন্দ্রের তত্ত্বাবধায়ক জেনারেল ডক্টর আবদুল্লাহ আল-রাবিয়াহ বলেছেন, রাজার উদার নির্দেশ বিশ্বজুড়ে অভাবীদের সাহায্য এবং দুর্ভোগ থেকে মুক্তি দেওয়ার জন্য রাজ্যের প্রচেষ্টার একটি সম্প্রসারণ।

আরও পড়ুন: Pahalgam Terror Attack: ভারত-পাক উত্তেজনা, মধ্যস্থতার প্রস্তাব ইরান-সউদির

কেন্দ্রের তত্ত্বাবধায়ক জেনারেল ডক্টর আবদুল্লাহ আল-রাবিয়াহ বলেছেন, বাদশাহ সালমানের  এই  উদার নির্দেশ বিশ্বজুড়ে অভাবী, অসহায় দের  সাহায্য এবং  এবং আর্থিক অসহায়তা থেকে মুক্তি দেওয়ার জন্য একটি প্রচেষ্টা।

আরও পড়ুন: Saudi Arabia’s new Hajj rule: মক্কায় ঢুকতে বাধ্যতামূলক হজ পারমিট

পরিসংখ্যান  বলছে ৬ এপ্রিল পর্যন্ত,৪ .৩ মিলিয়নেরও বেশি মানুষ পূর্ব ইউরোপীয় এই দেশ থেকে পালিয়ে গেছেন। সংখ্যাগরিষ্ঠ, ২,৫১৪,৫০৪ জন  শরণার্থী, পোল্যান্ডে আশ্রয় নিয়েছিলেন। রোমানিয়ায়  ৬৬২,৭৫১, হাঙ্গেরি৪০৪,০২১  এবং মোল্ডোভায়  ৪০১,৭০৪ জন  আশ্রয় নিয়েছেন।

 

অসহায়, অত্যাচারিতদের দিকে আর্থিক সহায়তার  হাত বাড়িয়ে দেওয়ার জন্য বিশ্বে সউদি আরবের স্থান একদম শীর্ষে। ২০২১ এর পরিসংখ্যান বলছে বিশ্বব্যাপী তৃতীয় এবং আরব বিশ্বে প্রথম স্থানে ছিল সউদি আরব।  মোট অনুদানের পরিমান ছিল ৮৪১ মিলিয়ন ডলারেরও  বেশি।

 

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সউদি আরবের বাদশাহ সালমনের নির্দেশে ইউক্রেনিয়ান শরণার্থীদের জরুরি ভিত্তিতে ১০ মিলিয়ন ডলার সাহায্য

আপডেট : ১৪ এপ্রিল ২০২২, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েবডেস্কঃ সউদি আরবের বাদশাহ সালমনের নির্দেশে ইউক্রেনিয়ান শরণার্থীদের  জন্য ধার্য করা হল ১০ মিলিয়ন ডলার আর্থিক সহায়তা।  এই আর্থিক সহায়তা মূলত পোল্যান্ড সহ একাধিক দেশে আশ্রয় নেওয়া ইউক্রেনিয়ান শরণার্থীদের চিকিৎসা সংক্রান্ত সহায়তা এবং  বাসস্থানের জন্য ব্যয় করা হবে।

বুধবার কিং সালমান মানবিক সহায়তা ও ত্রাণ কেন্দ্র থেকে একটি ট্যুইট বার্তায় বলা হয়েছে: “বাদশাহ সালমান   ইউক্রেন থেকে প্রতিবেশী দেশগুলিতে আশ্রয় নেওয়া শরণার্থীদের জন্য ১০ মিলিয়ন ডলার মূল্যের জরুরি চিকিৎসা ও আশ্রয় সহায়তা প্রদানের নির্দেশ দিয়েছেন।”

আরও পড়ুন: ২০২৫-২৬ ওমরাহ’র ক্যালেন্ডার প্রকাশ সউদির 

কেন্দ্রের তত্ত্বাবধায়ক জেনারেল ডক্টর আবদুল্লাহ আল-রাবিয়াহ বলেছেন, রাজার উদার নির্দেশ বিশ্বজুড়ে অভাবীদের সাহায্য এবং দুর্ভোগ থেকে মুক্তি দেওয়ার জন্য রাজ্যের প্রচেষ্টার একটি সম্প্রসারণ।

আরও পড়ুন: Pahalgam Terror Attack: ভারত-পাক উত্তেজনা, মধ্যস্থতার প্রস্তাব ইরান-সউদির

কেন্দ্রের তত্ত্বাবধায়ক জেনারেল ডক্টর আবদুল্লাহ আল-রাবিয়াহ বলেছেন, বাদশাহ সালমানের  এই  উদার নির্দেশ বিশ্বজুড়ে অভাবী, অসহায় দের  সাহায্য এবং  এবং আর্থিক অসহায়তা থেকে মুক্তি দেওয়ার জন্য একটি প্রচেষ্টা।

আরও পড়ুন: Saudi Arabia’s new Hajj rule: মক্কায় ঢুকতে বাধ্যতামূলক হজ পারমিট

পরিসংখ্যান  বলছে ৬ এপ্রিল পর্যন্ত,৪ .৩ মিলিয়নেরও বেশি মানুষ পূর্ব ইউরোপীয় এই দেশ থেকে পালিয়ে গেছেন। সংখ্যাগরিষ্ঠ, ২,৫১৪,৫০৪ জন  শরণার্থী, পোল্যান্ডে আশ্রয় নিয়েছিলেন। রোমানিয়ায়  ৬৬২,৭৫১, হাঙ্গেরি৪০৪,০২১  এবং মোল্ডোভায়  ৪০১,৭০৪ জন  আশ্রয় নিয়েছেন।

 

অসহায়, অত্যাচারিতদের দিকে আর্থিক সহায়তার  হাত বাড়িয়ে দেওয়ার জন্য বিশ্বে সউদি আরবের স্থান একদম শীর্ষে। ২০২১ এর পরিসংখ্যান বলছে বিশ্বব্যাপী তৃতীয় এবং আরব বিশ্বে প্রথম স্থানে ছিল সউদি আরব।  মোট অনুদানের পরিমান ছিল ৮৪১ মিলিয়ন ডলারেরও  বেশি।