১৩ অক্টোবর ২০২৫, সোমবার, ২৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
Kishtwar Cloudburst Rain: জম্মু ও কাশ্মীরে মেঘভাঙা বৃষ্টিতে মৃত বেড়ে ৫০

ইমামা খাতুন
- আপডেট : ১৫ অগাস্ট ২০২৫, শুক্রবার
- / 154
পুবের কলম,ওয়েব ডেস্ক:( Kishtwar Cloudburst Rain) জম্মু-কাশ্মীরে মেঘভাঙা বৃষ্টিতে মৃত বেড়ে ৫০। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। মৃতদের মধ্যে ২ জন CISF জওয়ানও রয়েছেন বলে জানা যাচ্ছে। উদ্ধারকাজে যোগ দিয়েছে ভারতীয় সেনা। এখনও বহু মানুষ ধ্বংসস্তূপে আটকে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে বাড়তে পারে মৃতের সংখ্যা। নিখোঁজ ও আহতের সংখ্যা অধিক।