০২ মে ২০২৫, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

নিউজিল্যান্ডে মেহফিল-এ-গজল

ইমামা খাতুন
  • আপডেট : ১ মার্চ ২০২৩, বুধবার
  • / 8

পুবের কলম ওয়েবডেস্ক: নিউজিল্যান্ডের অকল্যান্ডের ফিকলিং কনভেনশন সেন্টারে ১১ মার্চ সন্ধ্যা ৬.৩০ থেকে একটি গজল অনুষ্ঠানের আয়োজন করেছে উর্দু হিন্দি কালচারাল অ্যাসোসিয়েশন।

এই অনুষ্ঠানে গজল পরিবেশন করবেন বিশিষ্ট শিল্পী ঘউস মাজিদ এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন অকল্যান্ডের পরিচিত ব্যক্তিত্ব ও উর্দু হিন্দি কালচারাল অ্যাসোসিয়েশনের সেক্রেটারি রূপা সাচদেব।

অনুষ্ঠানের শুরুতে উর্দু হিন্দি কালচারাল অ্যাসোসিয়েশনের ব্যাপারে কথা বলবেন রূপা। অ্যাসোসিয়শনের প্রতিষ্ঠাতা মুজিব সইদ এই প্রতিষ্ঠানের সঙ্গে ১২ বছরেরও বেশি সময় ধরে যুক্ত রয়েছেন। এই অ্যাসোসিয়েশনের মূল লক্ষ্য হল প্রতি বছর দু’বার নিউজিল্যান্ডের বুকে মুশাইরা, কবি সম্মেলন ও শাম-এ-গজলের অনুষ্ঠান আয়োজন করা।

এই অ্যাসোসিয়েশন উর্দু, হিন্দি ও ইংরেজি ভাষায় ‘ধনক’ নামে এক ম্যাগাজিনও প্রকাশ করে। বিদেশে তরুণদের মাঝে মাতৃভাষার চর্চা বাঁচিয়ে রাখার চেষ্টা করে প্রতিষ্ঠানটি।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নিউজিল্যান্ডে মেহফিল-এ-গজল

আপডেট : ১ মার্চ ২০২৩, বুধবার

পুবের কলম ওয়েবডেস্ক: নিউজিল্যান্ডের অকল্যান্ডের ফিকলিং কনভেনশন সেন্টারে ১১ মার্চ সন্ধ্যা ৬.৩০ থেকে একটি গজল অনুষ্ঠানের আয়োজন করেছে উর্দু হিন্দি কালচারাল অ্যাসোসিয়েশন।

এই অনুষ্ঠানে গজল পরিবেশন করবেন বিশিষ্ট শিল্পী ঘউস মাজিদ এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন অকল্যান্ডের পরিচিত ব্যক্তিত্ব ও উর্দু হিন্দি কালচারাল অ্যাসোসিয়েশনের সেক্রেটারি রূপা সাচদেব।

অনুষ্ঠানের শুরুতে উর্দু হিন্দি কালচারাল অ্যাসোসিয়েশনের ব্যাপারে কথা বলবেন রূপা। অ্যাসোসিয়শনের প্রতিষ্ঠাতা মুজিব সইদ এই প্রতিষ্ঠানের সঙ্গে ১২ বছরেরও বেশি সময় ধরে যুক্ত রয়েছেন। এই অ্যাসোসিয়েশনের মূল লক্ষ্য হল প্রতি বছর দু’বার নিউজিল্যান্ডের বুকে মুশাইরা, কবি সম্মেলন ও শাম-এ-গজলের অনুষ্ঠান আয়োজন করা।

এই অ্যাসোসিয়েশন উর্দু, হিন্দি ও ইংরেজি ভাষায় ‘ধনক’ নামে এক ম্যাগাজিনও প্রকাশ করে। বিদেশে তরুণদের মাঝে মাতৃভাষার চর্চা বাঁচিয়ে রাখার চেষ্টা করে প্রতিষ্ঠানটি।