০২ মে ২০২৫, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
BRAKING :
পছন্দের খাবার খিচুড়ি, ক্যান্টিনে বসে বললেন প্রধানমন্ত্রী

সামিমা এহসানা
- আপডেট : ৯ ফেব্রুয়ারী ২০২৪, শুক্রবার
- / 22
পুবের কলম ওয়েব ডেস্ক: শুক্রবার দুপুর ২.৩০ নাগাদ ৮ সাংসদকে হঠাৎ চমকে দেন প্রধানমন্ত্রী। বিজেপি, টিডিপি, বিএসপি ও বিজেডির মোট ৮ সাংসদকে হঠাৎ ডেকে পাঠান প্রধানমন্ত্রী। প্রথমে তারা কিছুটা ভয় পেয়ে যান। দেখা করলে প্রধানমন্ত্রী বলেন, সাংসদদের জন্যে শাস্তির ব্যবস্থা করা হয়েছে। এরপর তাদেরকে নিজের সঙ্গে হাঁটিয়ে নিয়ে যান সংসদের ক্যান্টিনে। সেসব দেখে চমকে যান সাংসদরা। প্রধানমন্ত্রী বলেন, লাঞ্চের দাওয়াত দেওয়া হয়েছে তাদেরকে। এরপর তাদের সঙ্গে বসে খাবার খান প্রধানমন্ত্রী। চলে আলাপচারিতা। নিজের বিভিন্ন অভিজ্ঞতার কথা ভাগ করে নেন তিনি। খেতে গিয়ে জানান, তাঁর সবথেকে প্রিয় খাবারের নাম খিচুড়ি। এক্স হ্যান্ডেলে ছবিও শেয়ার করেন প্রধানমন্ত্রী।