১৪ অক্টোবর ২০২৫, মঙ্গলবার, ২৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

রানির মৃত্যুতে শোকস্তব্ধ পোপ ফ্রান্সিস

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৯ সেপ্টেম্বর ২০২২, শুক্রবার
  • / 162

পুবের কলম, ওয়েবডেস্ক: ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে শোকস্তব্ধ  পোপ ফ্রান্সিস। রানির বিদেহী আত্মার শান্তি কামনা করে, এক টেলিগ্রামবার্তায় পোপ ফ্রান্সিস জানিয়েছেন,  রানির মৃত্যুতে গভীর শোক প্রকাশের পাশাপাশি ব্রিটেনসহ কমওয়েলথভুক্ত দেশগুলোর জনগণের প্রতি সমবেদনা জানাচ্ছি।

দীর্ঘ ৭০ বয়স রাজত্ব করার করার বৃহস্পতিবার  ব্যালমোরাল প্রাসাদে মারা গেছেন রানি। তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর। রানির মৃত্যুর পর তার বড় ছেলে রাজা ‘তৃতীয় চার্লস’ নাম গ্রহণ করে সিংহাসনে বসছেন। শনিবার তার নাম ঘোষণা হবে বলে খবর। সম্ভবত  ব্রিটেন ছাড়াও ১৪টি কমনওয়েলথ রাষ্ট্রের প্রধান হয়েছেন নতুন রাজা চালর্স। মাকে হারিয়ে চালর্স বলেছেন, প্রিয় মায়ের মৃত্যু ছিল তার জন্য এক ‘বড় দুঃখের মুহূর্ত।’

আরও পড়ুন: কুলতলিতে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল এক শ্রমিকের

রানি এলিজাবেথ ১৯৫২ সালে সিংহাসনে আসীন হন এবং তার জীবদ্দশায় বিশাল সামাজিক পরিবর্তনের সাক্ষী হয়ে ছিলেন। ৭৩ বছর বয়সি চার্লস ১৯৫২ সালে যুবরাজ হন। রানির মৃত্যুর পর তিনি হলেন ইংল্যান্ডের রাজা। তার উপাধি ‘প্রিন্স অব ওয়ালেশ’ পাবেন চালর্সপুত্র উইলিয়াম।

আরও পড়ুন: Pope Francis-এর মৃত্যুতে শোক CM Mamata Banerjee-র

আরও পড়ুন: Pope Francis-এর প্রয়াণে বিশ্বনেতাদের শ্রদ্ধা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রানির মৃত্যুতে শোকস্তব্ধ পোপ ফ্রান্সিস

আপডেট : ৯ সেপ্টেম্বর ২০২২, শুক্রবার

পুবের কলম, ওয়েবডেস্ক: ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে শোকস্তব্ধ  পোপ ফ্রান্সিস। রানির বিদেহী আত্মার শান্তি কামনা করে, এক টেলিগ্রামবার্তায় পোপ ফ্রান্সিস জানিয়েছেন,  রানির মৃত্যুতে গভীর শোক প্রকাশের পাশাপাশি ব্রিটেনসহ কমওয়েলথভুক্ত দেশগুলোর জনগণের প্রতি সমবেদনা জানাচ্ছি।

দীর্ঘ ৭০ বয়স রাজত্ব করার করার বৃহস্পতিবার  ব্যালমোরাল প্রাসাদে মারা গেছেন রানি। তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর। রানির মৃত্যুর পর তার বড় ছেলে রাজা ‘তৃতীয় চার্লস’ নাম গ্রহণ করে সিংহাসনে বসছেন। শনিবার তার নাম ঘোষণা হবে বলে খবর। সম্ভবত  ব্রিটেন ছাড়াও ১৪টি কমনওয়েলথ রাষ্ট্রের প্রধান হয়েছেন নতুন রাজা চালর্স। মাকে হারিয়ে চালর্স বলেছেন, প্রিয় মায়ের মৃত্যু ছিল তার জন্য এক ‘বড় দুঃখের মুহূর্ত।’

আরও পড়ুন: কুলতলিতে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল এক শ্রমিকের

রানি এলিজাবেথ ১৯৫২ সালে সিংহাসনে আসীন হন এবং তার জীবদ্দশায় বিশাল সামাজিক পরিবর্তনের সাক্ষী হয়ে ছিলেন। ৭৩ বছর বয়সি চার্লস ১৯৫২ সালে যুবরাজ হন। রানির মৃত্যুর পর তিনি হলেন ইংল্যান্ডের রাজা। তার উপাধি ‘প্রিন্স অব ওয়ালেশ’ পাবেন চালর্সপুত্র উইলিয়াম।

আরও পড়ুন: Pope Francis-এর মৃত্যুতে শোক CM Mamata Banerjee-র

আরও পড়ুন: Pope Francis-এর প্রয়াণে বিশ্বনেতাদের শ্রদ্ধা