১৪ অগাস্ট ২০২৫, বৃহস্পতিবার, ২৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

জয়া বচ্চনের সঙ্গে অভিনয়ও করেছিলেন শাহরুখ পুত্র! দেখে নিন চেনা আরিয়ানের অচেনা ছবি

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২২ অক্টোবর ২০২১, শুক্রবার
  • / 43

পুবেরকলম ওয়েবডেস্কঃ বলিউড বাদশা শাহরুখ খানের পুত্র আরিয়ান খান এই মুহুর্তে মাদক কান্ডে এনসিবির হাতে গ্রেফতার হয়ে রয়েছেন আর্থার রোড জেলে। বারংবার আবেদন করেও মিলছেনা জামিন।

জয়া বচ্চনের সঙ্গে অভিনয়ও করেছিলেন শাহরুখ পুত্র! দেখে নিন চেনা আরিয়ানের অচেনা ছবি
বাবা শাহরুখের কোলে একরত্তি আরিয়ান

এই মুহুর্তে সংবাদ শিরোনামে রয়েছেন এই স্টার কিড। আসুন জেনে নেওয়া যাক এই তরুণের জীবনের কিছু অজানা দিক।

খান পরিবারের বড় ছেলেঃ শাহরুখ এবং গৌরির জ্যেষ্ঠ পুত্র আরিয়ান খানের জন্ম ১৯৯৭ সালের ১৩ নভেম্বর। পরিবারে রয়েছেন মা এবং বাবা ছাড়াও বোন সুহানা এবং ছোট্ট ভাই আব্রাম।শাহরুখ এবং গৌরির বড় ছেলে আরিয়ান মা, বাবার নয়নের মনি। কিং খান বহুবার জানিয়েছেন তিনি তাঁর শৈশবে যা চেয়ে পাননি তার অভাব যেন আরিয়ানকে কোনদিন পেতে না হয়।

জয়া বচ্চনের সঙ্গে অভিনয়ও করেছিলেন শাহরুখ পুত্র! দেখে নিন চেনা আরিয়ানের অচেনা ছবি
খান পরিবার
জয়া বচ্চনের সঙ্গে অভিনয়ও করেছিলেন শাহরুখ পুত্র! দেখে নিন চেনা আরিয়ানের অচেনা ছবি
ছোট্ট আরিয়ান বন্ধুদের সঙ্গে

বলিউডে প্রথম পাঃ করণ জোহরের ফিল্ম ‘কভি খুশি কভি গম’ ফিল্মে একটি দৃশ্য ছিল যেছখানে শাহরুখের ছোট্টবেলার এক ছেলের ভূমিকায় দেখা গিয়েছিল একটি ফুটফুটে ছেলেকে । সেই ছোট্ট ছেলেটি ছিল আরিয়ান। যেখানে জয়া বচ্চনের কাছে ছোট্ট ছেলেটি ছুটে আসতে দেখা গিয়েছিল দৃশ্যে। ছবিতে ‘ইন্ট্রো ডিউসিং আরিয়ান খান’ হিসাবে তাঁর নামও রেখে দেন করণ জোহর।

বেস্ট চাইল্ড ডাবিং আর্টিস্টঃ দ্য ইনক্রেডিবলস ছবির হিন্দি ভার্সানের জন্য ব্যবহার করা হয় আরিয়ানের কন্ঠ। তিনি ড্যাশিলের ভূমিকায় কন্ঠ দেন।   

জয়া বচ্চনের সঙ্গে অভিনয়ও করেছিলেন শাহরুখ পুত্র! দেখে নিন চেনা আরিয়ানের অচেনা ছবি
বাবা শাহরুখের সঙ্গে ছোট্ট আরিয়ান এবং সুহানা

আরিয়ানের লেখাপড়াঃ ক্যালিফোর্নিয়া থেকে ফিল্ম স্টাডিস নিয়ে পড়াশোনা করেন কিং খানের পুত্র। বাবার মত ক্যামেরার সামনে নয় বরং পেছেনেই অনেক বেশি স্বছন্দ আরিয়ান।

শরীরচর্চা ও আরিয়ানঃ মার্শাল আর্টে সিদ্ধহস্ত এই তরুণ। ক্যারাটেতে ব্ল্যাকবেল্টও পেয়েছেন তিনি। বহু মার্শাল আর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ণ হয়েছেন তিনি। মন্নতে ড্রয়িংরুমের ক্যাবিনেটে শোভাও পায় আরিয়ানের জয়ের স্মারক।

জয়া বচ্চনের সঙ্গে অভিনয়ও করেছিলেন শাহরুখ পুত্র! দেখে নিন চেনা আরিয়ানের অচেনা ছবি
মার্শাল আর্টে ব্ল্যাকবেল্ট আরিয়ান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

জয়া বচ্চনের সঙ্গে অভিনয়ও করেছিলেন শাহরুখ পুত্র! দেখে নিন চেনা আরিয়ানের অচেনা ছবি

আপডেট : ২২ অক্টোবর ২০২১, শুক্রবার

পুবেরকলম ওয়েবডেস্কঃ বলিউড বাদশা শাহরুখ খানের পুত্র আরিয়ান খান এই মুহুর্তে মাদক কান্ডে এনসিবির হাতে গ্রেফতার হয়ে রয়েছেন আর্থার রোড জেলে। বারংবার আবেদন করেও মিলছেনা জামিন।

জয়া বচ্চনের সঙ্গে অভিনয়ও করেছিলেন শাহরুখ পুত্র! দেখে নিন চেনা আরিয়ানের অচেনা ছবি
বাবা শাহরুখের কোলে একরত্তি আরিয়ান

এই মুহুর্তে সংবাদ শিরোনামে রয়েছেন এই স্টার কিড। আসুন জেনে নেওয়া যাক এই তরুণের জীবনের কিছু অজানা দিক।

খান পরিবারের বড় ছেলেঃ শাহরুখ এবং গৌরির জ্যেষ্ঠ পুত্র আরিয়ান খানের জন্ম ১৯৯৭ সালের ১৩ নভেম্বর। পরিবারে রয়েছেন মা এবং বাবা ছাড়াও বোন সুহানা এবং ছোট্ট ভাই আব্রাম।শাহরুখ এবং গৌরির বড় ছেলে আরিয়ান মা, বাবার নয়নের মনি। কিং খান বহুবার জানিয়েছেন তিনি তাঁর শৈশবে যা চেয়ে পাননি তার অভাব যেন আরিয়ানকে কোনদিন পেতে না হয়।

জয়া বচ্চনের সঙ্গে অভিনয়ও করেছিলেন শাহরুখ পুত্র! দেখে নিন চেনা আরিয়ানের অচেনা ছবি
খান পরিবার
জয়া বচ্চনের সঙ্গে অভিনয়ও করেছিলেন শাহরুখ পুত্র! দেখে নিন চেনা আরিয়ানের অচেনা ছবি
ছোট্ট আরিয়ান বন্ধুদের সঙ্গে

বলিউডে প্রথম পাঃ করণ জোহরের ফিল্ম ‘কভি খুশি কভি গম’ ফিল্মে একটি দৃশ্য ছিল যেছখানে শাহরুখের ছোট্টবেলার এক ছেলের ভূমিকায় দেখা গিয়েছিল একটি ফুটফুটে ছেলেকে । সেই ছোট্ট ছেলেটি ছিল আরিয়ান। যেখানে জয়া বচ্চনের কাছে ছোট্ট ছেলেটি ছুটে আসতে দেখা গিয়েছিল দৃশ্যে। ছবিতে ‘ইন্ট্রো ডিউসিং আরিয়ান খান’ হিসাবে তাঁর নামও রেখে দেন করণ জোহর।

বেস্ট চাইল্ড ডাবিং আর্টিস্টঃ দ্য ইনক্রেডিবলস ছবির হিন্দি ভার্সানের জন্য ব্যবহার করা হয় আরিয়ানের কন্ঠ। তিনি ড্যাশিলের ভূমিকায় কন্ঠ দেন।   

জয়া বচ্চনের সঙ্গে অভিনয়ও করেছিলেন শাহরুখ পুত্র! দেখে নিন চেনা আরিয়ানের অচেনা ছবি
বাবা শাহরুখের সঙ্গে ছোট্ট আরিয়ান এবং সুহানা

আরিয়ানের লেখাপড়াঃ ক্যালিফোর্নিয়া থেকে ফিল্ম স্টাডিস নিয়ে পড়াশোনা করেন কিং খানের পুত্র। বাবার মত ক্যামেরার সামনে নয় বরং পেছেনেই অনেক বেশি স্বছন্দ আরিয়ান।

শরীরচর্চা ও আরিয়ানঃ মার্শাল আর্টে সিদ্ধহস্ত এই তরুণ। ক্যারাটেতে ব্ল্যাকবেল্টও পেয়েছেন তিনি। বহু মার্শাল আর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ণ হয়েছেন তিনি। মন্নতে ড্রয়িংরুমের ক্যাবিনেটে শোভাও পায় আরিয়ানের জয়ের স্মারক।

জয়া বচ্চনের সঙ্গে অভিনয়ও করেছিলেন শাহরুখ পুত্র! দেখে নিন চেনা আরিয়ানের অচেনা ছবি
মার্শাল আর্টে ব্ল্যাকবেল্ট আরিয়ান