০২ অগাস্ট ২০২৫, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

আমাদের দেশেই রয়েছে আরও একটা বারমুডা ট্রায়াঙ্গেল ! জানতে গেলে পড়তে হবেই

ইমামা খাতুন
  • আপডেট : ২১ জুন ২০২২, মঙ্গলবার
  • / 59

REPRESENTATIVE IMAGE

পুবের কলম ওয়েবডেস্কঃ বারমুডা ট্রায়াঙ্গেলের কথা আমরা সকলেই কমবেশি জানি। এই রহস্যময় ত্রিভূজাকৃতি দ্বীপের ওপর দিয়ে কোনও বিমান বা কাছ দিয়ে কনও জাহাজ গেলে তা বেমালুম ‘ভ্যানিস’ হয়ে যেত।কিন্তু জানেন কি আমাদের দেশেই রয়েছে এরকমই একটা বারমুডা ট্রায়াঙ্গেল।

আমাদের দেশেই রয়েছে আরও একটা বারমুডা ট্রায়াঙ্গেল ! জানতে গেলে পড়তে হবেই
তিন কাল্পনিক বিন্দু নিয়ে গঠিত এই ত্রিভূজের একটি বিন্দু রয়েছে ওড়িশার আমারদা রোড এয়ারফিল্ডে, দ্বিতীয় বিন্দু রয়েছে ঝাড়খন্ডের চাকুলিয়ায় এবং তৃতীয় বিন্দুটি রয়েছে বাঁকুড়ার কাছে পিয়ারডোবায়। একে ভারতের বারমুডা ট্রায়াঙ্গেল বলে। এমনকি চিনেও এমন একটি কাল্পনিক ত্রিভূজ রয়েছে,যাকে চিনের বারমুডা ট্রায়াঙ্গেল বলে। গত ৭৪ বছর ধরে ভারতের এই কাল্পনিক ত্রিভূজের কোনও রকম রহস্য ভেদ করা সম্ভব হয়নি।

আরও পড়ুন: অপারেশন ডেভিল হান্ট: বাংলাদেশে গ্রেফতার ১৩০৮

আমাদের দেশেই রয়েছে আরও একটা বারমুডা ট্রায়াঙ্গেল ! জানতে গেলে পড়তে হবেই
সংবাদ সংস্থা সূত্রের খবর, সাধারণত এই অঞ্চলটি ভারতীয় বায়ুসেনার অধীন হওয়ায় , এই বিষয় নিয়ে এখনও সেই ভাবে তথ্য প্রকাশ করা হয়নি। এই এলাকাতে কমবেশি ১৬টি বিমান দুর্ঘটনা ঘটেছে, এমনকি বেশ কয়েক জনের মৃত্যুও ঘটেছে। তবে বায়ুসেনা সূত্রে খবর, প্রতিটি দুর্ঘটনার তদন্ত হয়েছে।

আরও পড়ুন: পশ্চিমী ঝঞ্ঝার কারণে আগামী কয়েকদিন দেশের বিভিন্ন অংশে ভারী বৃষ্টির সতর্কতা

ভারতের ‘শয়তানের ত্রিভূজ’ অর্থাৎ বারমুডা ট্রায়াঙ্গেলে প্রথম দুর্ঘটনা ঘটে, ১৯৪৪ সালের ৪ মে। দুটি যুদ্ধ বিমানের মুখোমুখি সংঘর্ষ হওয়ায় এই দুর্ঘটনা ঘটে। এমনটাই মনে করেন অনেকেই। এই ঘটনার ঠিক ৩ দিন পরেই আবারও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। ১০ জনকে নিয়ে যাওয়া এক যাত্রীবাহি বিমান মাত্র ২০ মিনিটের মধ্যেই রহস্যজনক ভাবে ধ্বংস হয়ে যায়।

আরও পড়ুন: অতি বৃষ্টির জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি দেশের একাধিক রাজ্যে, জারি লাল ও কমলা সর্তকতা

আমাদের দেশেই রয়েছে আরও একটা বারমুডা ট্রায়াঙ্গেল ! জানতে গেলে পড়তে হবেই
তারপর ১৯৪৫ সালে এই অঞ্চলে সব থেকে বড় দুর্ঘটনা ঘটে। ব্রিটিশ রয়্যাল যুদ্ধবিমান বি-২৪ লিবারেটর এবং অন্য আরও দুই যুদ্ধবিমানের সংঘর্ষ হয়। আর সর্বশেষ ২ টি দুর্ঘটনা ঘটে ২০১৮ সালে। যদিও এই দুর্ঘটনা গুলোর কোনও কারণ আজ পর্যন্তও জানা যায়নি। এমনকি দুর্ঘটনার দিন ওই বিমান গুলোর যান্ত্রিক কোনও গোলযোগ ছিল না। এমনকি পাওয়া তথ্য অনুযায়ী ওই সব দিন গুলির আবহাওয়া তুলনামূলক ভাবে পরিষ্কার ছিল। প্রতিবেশী রাজ্য ওড়িশার ময়ূরভঞ্জ জেলার রাসগোবিন্দপুর গ্রামের ৬০০ একর জমিতে গড়ে ওঠা এই ঘাঁটি আপাতত পরিত্যক্ত।

আমাদের দেশেই রয়েছে আরও একটা বারমুডা ট্রায়াঙ্গেল ! জানতে গেলে পড়তে হবেই

উল্লেখ্য, বারমুডা ট্রায়াঙ্গেল যা শয়তানের ত্রিভুজ নামেও পরিচিত। আজও তার রহস্য বিজ্ঞানী থেকে শুরু করে সাধারণ মানুষ সবার কাছেই ধরা ছোঁয়ার বাইরে। আটলান্টিক মহাসাগরের একটি বিশেষ এলাকা জুড়ে এর অবস্থান। উত্তর আমেরিকা এবং উত্তর আটলান্টিক মহাসাগরের সংযোগস্থলে এর অবস্থান বলেও মনে করেন অনেকেই। যদিও এটা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে অনেকেই।

কেন এই বিশেষ এলাকায় গেলেই অদৃশ্য হয়ে যেত বিভিন্ন জাহাজ এবং বিমান? তা নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন রকম গবেষণা হলেও, মেলেনি কোনও সদুত্তর । নানা মুনির নানা মত, কেউ কেউ বলেন ভিন গ্রহের কোনও প্রাণী, এই বিশেষ জায়গায় অবস্থান করে তাই এই ঘটনা ঘটে। অন্যদিকে আরও অনেকে বলেছেন এই এলাকার সুমদ্রের ভিতর লুকিয়ে রয়েছে বিরাট চুম্বকীয় বস্তু। তাই এই ঘটনা ঘটেছে।তবে বিজ্ঞান এখনও অন্ধকারে, কি রহস্য লুকিয়ে রয়েছে এই ত্রিভূজের অন্তরালে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আমাদের দেশেই রয়েছে আরও একটা বারমুডা ট্রায়াঙ্গেল ! জানতে গেলে পড়তে হবেই

আপডেট : ২১ জুন ২০২২, মঙ্গলবার

পুবের কলম ওয়েবডেস্কঃ বারমুডা ট্রায়াঙ্গেলের কথা আমরা সকলেই কমবেশি জানি। এই রহস্যময় ত্রিভূজাকৃতি দ্বীপের ওপর দিয়ে কোনও বিমান বা কাছ দিয়ে কনও জাহাজ গেলে তা বেমালুম ‘ভ্যানিস’ হয়ে যেত।কিন্তু জানেন কি আমাদের দেশেই রয়েছে এরকমই একটা বারমুডা ট্রায়াঙ্গেল।

আমাদের দেশেই রয়েছে আরও একটা বারমুডা ট্রায়াঙ্গেল ! জানতে গেলে পড়তে হবেই
তিন কাল্পনিক বিন্দু নিয়ে গঠিত এই ত্রিভূজের একটি বিন্দু রয়েছে ওড়িশার আমারদা রোড এয়ারফিল্ডে, দ্বিতীয় বিন্দু রয়েছে ঝাড়খন্ডের চাকুলিয়ায় এবং তৃতীয় বিন্দুটি রয়েছে বাঁকুড়ার কাছে পিয়ারডোবায়। একে ভারতের বারমুডা ট্রায়াঙ্গেল বলে। এমনকি চিনেও এমন একটি কাল্পনিক ত্রিভূজ রয়েছে,যাকে চিনের বারমুডা ট্রায়াঙ্গেল বলে। গত ৭৪ বছর ধরে ভারতের এই কাল্পনিক ত্রিভূজের কোনও রকম রহস্য ভেদ করা সম্ভব হয়নি।

আরও পড়ুন: অপারেশন ডেভিল হান্ট: বাংলাদেশে গ্রেফতার ১৩০৮

আমাদের দেশেই রয়েছে আরও একটা বারমুডা ট্রায়াঙ্গেল ! জানতে গেলে পড়তে হবেই
সংবাদ সংস্থা সূত্রের খবর, সাধারণত এই অঞ্চলটি ভারতীয় বায়ুসেনার অধীন হওয়ায় , এই বিষয় নিয়ে এখনও সেই ভাবে তথ্য প্রকাশ করা হয়নি। এই এলাকাতে কমবেশি ১৬টি বিমান দুর্ঘটনা ঘটেছে, এমনকি বেশ কয়েক জনের মৃত্যুও ঘটেছে। তবে বায়ুসেনা সূত্রে খবর, প্রতিটি দুর্ঘটনার তদন্ত হয়েছে।

আরও পড়ুন: পশ্চিমী ঝঞ্ঝার কারণে আগামী কয়েকদিন দেশের বিভিন্ন অংশে ভারী বৃষ্টির সতর্কতা

ভারতের ‘শয়তানের ত্রিভূজ’ অর্থাৎ বারমুডা ট্রায়াঙ্গেলে প্রথম দুর্ঘটনা ঘটে, ১৯৪৪ সালের ৪ মে। দুটি যুদ্ধ বিমানের মুখোমুখি সংঘর্ষ হওয়ায় এই দুর্ঘটনা ঘটে। এমনটাই মনে করেন অনেকেই। এই ঘটনার ঠিক ৩ দিন পরেই আবারও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। ১০ জনকে নিয়ে যাওয়া এক যাত্রীবাহি বিমান মাত্র ২০ মিনিটের মধ্যেই রহস্যজনক ভাবে ধ্বংস হয়ে যায়।

আরও পড়ুন: অতি বৃষ্টির জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি দেশের একাধিক রাজ্যে, জারি লাল ও কমলা সর্তকতা

আমাদের দেশেই রয়েছে আরও একটা বারমুডা ট্রায়াঙ্গেল ! জানতে গেলে পড়তে হবেই
তারপর ১৯৪৫ সালে এই অঞ্চলে সব থেকে বড় দুর্ঘটনা ঘটে। ব্রিটিশ রয়্যাল যুদ্ধবিমান বি-২৪ লিবারেটর এবং অন্য আরও দুই যুদ্ধবিমানের সংঘর্ষ হয়। আর সর্বশেষ ২ টি দুর্ঘটনা ঘটে ২০১৮ সালে। যদিও এই দুর্ঘটনা গুলোর কোনও কারণ আজ পর্যন্তও জানা যায়নি। এমনকি দুর্ঘটনার দিন ওই বিমান গুলোর যান্ত্রিক কোনও গোলযোগ ছিল না। এমনকি পাওয়া তথ্য অনুযায়ী ওই সব দিন গুলির আবহাওয়া তুলনামূলক ভাবে পরিষ্কার ছিল। প্রতিবেশী রাজ্য ওড়িশার ময়ূরভঞ্জ জেলার রাসগোবিন্দপুর গ্রামের ৬০০ একর জমিতে গড়ে ওঠা এই ঘাঁটি আপাতত পরিত্যক্ত।

আমাদের দেশেই রয়েছে আরও একটা বারমুডা ট্রায়াঙ্গেল ! জানতে গেলে পড়তে হবেই

উল্লেখ্য, বারমুডা ট্রায়াঙ্গেল যা শয়তানের ত্রিভুজ নামেও পরিচিত। আজও তার রহস্য বিজ্ঞানী থেকে শুরু করে সাধারণ মানুষ সবার কাছেই ধরা ছোঁয়ার বাইরে। আটলান্টিক মহাসাগরের একটি বিশেষ এলাকা জুড়ে এর অবস্থান। উত্তর আমেরিকা এবং উত্তর আটলান্টিক মহাসাগরের সংযোগস্থলে এর অবস্থান বলেও মনে করেন অনেকেই। যদিও এটা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে অনেকেই।

কেন এই বিশেষ এলাকায় গেলেই অদৃশ্য হয়ে যেত বিভিন্ন জাহাজ এবং বিমান? তা নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন রকম গবেষণা হলেও, মেলেনি কোনও সদুত্তর । নানা মুনির নানা মত, কেউ কেউ বলেন ভিন গ্রহের কোনও প্রাণী, এই বিশেষ জায়গায় অবস্থান করে তাই এই ঘটনা ঘটে। অন্যদিকে আরও অনেকে বলেছেন এই এলাকার সুমদ্রের ভিতর লুকিয়ে রয়েছে বিরাট চুম্বকীয় বস্তু। তাই এই ঘটনা ঘটেছে।তবে বিজ্ঞান এখনও অন্ধকারে, কি রহস্য লুকিয়ে রয়েছে এই ত্রিভূজের অন্তরালে।