২৯ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

মর্মান্তিক পথ দুর্ঘটনা, পেট এফোড় ওফোড় করে ঢুকলো বাঁশ

ইমামা খাতুন
  • আপডেট : ২৪ জুলাই ২০২২, রবিবার
  • / 44

REPRESENTATIVE IMAGE

শুভজিৎ দেবনাথ, জলপাইগুড়ি:  গজল ডোবায় মর্মান্তিক পথ দুর্ঘটনা। বাইকের নিয়ন্ত্রন হারিয়ে ডিভাইডারে ধাক্কা। যুবকের পেট এফোর ওপর হয়ে ঢুকে গেলো ডিভাইডারে থাকা বাঁশ। আরও একজন মুখ থেঁতলানো অবস্থায় পরে থাকলো গজলডোবা ক্যানাল রোডে।

 

আরও পড়ুন: মহেশতলায় ট্রাকের তলায় ১১ বছরের কিশোর, এলাকায় বিক্ষোভ

স্থানীয় সুত্রে জানা গেছে ফুলবাড়ি ক্যানেল পাড় এলাকার বিশাল সাহা ও মিনারুল ইসলাম নামে দুই যুবক রবিবার দুপুরে বাইকে চেপে গজল ডোবায় বেড়াতে যাচ্ছিল। সেই সময় ওই রোডে ফোকোটিয়া মোড় সংলগ্ন এলাকায় তাদের বাইকটি নিয়ন্ত্রন হারিয়ে ফেলে ধাক্কা মারে রেলিং এ। রেলিং এর কাছে বাঁশ পড়ে ছিল। সেই বাঁশের সামনের অংশ ঢুকে যায় বিশাল সাহার পেটে। আর মিনারুল ইসলাম রাস্তায় পড়ে যায়।

আরও পড়ুন: ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত একই পরিবারের ৩ সদস্য

 

আরও পড়ুন: পৃথক দুটি পথ দুর্ঘটনায় মৃত্যু দুজনের, গুরুতর আহত ১

তার মুখ থেতলে যায়। খবর পেয়ে পুলিশ আসে।দৃশ্য দেখে প্রথমে স্থানীয় বাসিন্দারা ভয় পেয়ে যান। এরপর তারা বাঁশ কেটে উদ্ধার করে ফুলবাড়ি এলাকার একটি নার্সিং হোমে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাদের নিয়ে যাওয়া হয় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে।

 

স্থানীয় বাসিন্দা মহম্মদ মায়াজ বলেন দুই বন্ধু মিলে বাইক চালিয়ে গজল ডোবা যাচ্ছিল। এমন সময় তাদের বাইক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে রাস্তার পাশে রেলিং এর মধ্যে। সেখানে একটি বাঁশ পড়েছিল। সেটি বিশাল সাহার পেট ফুটো করে ঢুকে যায়। এমন মর্মান্তিক পথ দুর্ঘটনা আগে আমরা দেখিনি। এদের নার্সিং হোমে নিয়ে যাওয়া হয়েছে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মর্মান্তিক পথ দুর্ঘটনা, পেট এফোড় ওফোড় করে ঢুকলো বাঁশ

আপডেট : ২৪ জুলাই ২০২২, রবিবার

শুভজিৎ দেবনাথ, জলপাইগুড়ি:  গজল ডোবায় মর্মান্তিক পথ দুর্ঘটনা। বাইকের নিয়ন্ত্রন হারিয়ে ডিভাইডারে ধাক্কা। যুবকের পেট এফোর ওপর হয়ে ঢুকে গেলো ডিভাইডারে থাকা বাঁশ। আরও একজন মুখ থেঁতলানো অবস্থায় পরে থাকলো গজলডোবা ক্যানাল রোডে।

 

আরও পড়ুন: মহেশতলায় ট্রাকের তলায় ১১ বছরের কিশোর, এলাকায় বিক্ষোভ

স্থানীয় সুত্রে জানা গেছে ফুলবাড়ি ক্যানেল পাড় এলাকার বিশাল সাহা ও মিনারুল ইসলাম নামে দুই যুবক রবিবার দুপুরে বাইকে চেপে গজল ডোবায় বেড়াতে যাচ্ছিল। সেই সময় ওই রোডে ফোকোটিয়া মোড় সংলগ্ন এলাকায় তাদের বাইকটি নিয়ন্ত্রন হারিয়ে ফেলে ধাক্কা মারে রেলিং এ। রেলিং এর কাছে বাঁশ পড়ে ছিল। সেই বাঁশের সামনের অংশ ঢুকে যায় বিশাল সাহার পেটে। আর মিনারুল ইসলাম রাস্তায় পড়ে যায়।

আরও পড়ুন: ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত একই পরিবারের ৩ সদস্য

 

আরও পড়ুন: পৃথক দুটি পথ দুর্ঘটনায় মৃত্যু দুজনের, গুরুতর আহত ১

তার মুখ থেতলে যায়। খবর পেয়ে পুলিশ আসে।দৃশ্য দেখে প্রথমে স্থানীয় বাসিন্দারা ভয় পেয়ে যান। এরপর তারা বাঁশ কেটে উদ্ধার করে ফুলবাড়ি এলাকার একটি নার্সিং হোমে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাদের নিয়ে যাওয়া হয় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে।

 

স্থানীয় বাসিন্দা মহম্মদ মায়াজ বলেন দুই বন্ধু মিলে বাইক চালিয়ে গজল ডোবা যাচ্ছিল। এমন সময় তাদের বাইক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে রাস্তার পাশে রেলিং এর মধ্যে। সেখানে একটি বাঁশ পড়েছিল। সেটি বিশাল সাহার পেট ফুটো করে ঢুকে যায়। এমন মর্মান্তিক পথ দুর্ঘটনা আগে আমরা দেখিনি। এদের নার্সিং হোমে নিয়ে যাওয়া হয়েছে।