০১ অগাস্ট ২০২৫, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

আল-আকসায় মুসল্লিদের ওপর ইসরাইলি হামলার নিন্দা এরদোগানের

ইমামা খাতুন
  • আপডেট : ১৮ এপ্রিল ২০২২, সোমবার
  • / 58

পুবের কলম প্রতিবেদকঃ ফিলিস্তিনের আল-আকসা মসজিদে মুসল্লিদের ওপর ইসরাইলি আক্রমণের তীব্র নিন্দা প্রকাশ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান। রবিবার ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে এক ফোনে কথা বলেন তিনি। সেই সময় ইসরাইলেরও সমালোচনা করেন এরদোগান।

এ বিষয়ে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান তার টুইটে বলেন, ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে কথা বলার সময় আমি আল-আকসা মসজিদে ইসরাইলি হামলার নিন্দা করেছি। ওই সময় আল-আকসা মসজিদে মুসল্লিদের ওপর ইসরাইলি আক্রমণের কঠোর সমালোচনা করেছি। ইসরাইলের এসব কর্মকাণ্ড আল-আকসা মসজিদের আধ্যাত্মিকতা ও মর্যাদার বিরুদ্ধে এক ধরনের হুমকি। আমরা ইসরাইলের এমন উস্কানিমূলক কর্মকাণ্ডের বিরোধী।

আরও পড়ুন: মধ্যপ্রাচ্যে নতুন কোনও সাইকস-পাইকট চুক্তি নয়: এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট বলেন, যারা ইসরাইলি হামলায় শহীদ হয়েছেন তাদেরকে আল্লাহ নাযাত দেবেন। যারা আহত হয়েছেন তারা ইনশাল্লাহ দ্রুত সুস্থ হয়ে উঠবেন। এই সময় এরদোগান ফিলিস্তিনের প্রতি তুরস্কের সমর্থন পুনর্ব্যক্ত করে বলেন, এইসময় ফিলিস্তিনের সকল সংগঠনের ঐক্য ও সমঝোতার জন্য কাজ করা উচিত ।

আরও পড়ুন: ইসরাইল-ইরান যুদ্ধ! ফোনে উদ্বেগ প্রকাশ এরদোগান

তৃতীয় দিনের মতো রবিবার ফজরের নামাযের সময় আল-আকসা মসজিদ প্রাঙ্গণে অভিযান শুরু করে ইসরাইলি পুলিশ। এই সময় পুলিশ ও ফিলিস্তিনি বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ হয়। ইসরাইলি পুলিশের হামলায় অন্তত ২০ জন ফিলিস্তিনি আহত হন। এর আগে গত শুক্রবার মসজিদ প্রাঙ্গণে ইসরায়েলি পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত হন আরও দেড়শ ফিলিস্তিনি। একই সঙ্গে গ্রেফতার করা হয় তিনশ ফিলিস্তিনিকে।

আরও পড়ুন: আন্তর্জাতিক পরিবার ফোরাম : পরিবার কাঠামোকে রক্ষা করার আহ্বান আহ্বান এরদোগানের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আল-আকসায় মুসল্লিদের ওপর ইসরাইলি হামলার নিন্দা এরদোগানের

আপডেট : ১৮ এপ্রিল ২০২২, সোমবার

পুবের কলম প্রতিবেদকঃ ফিলিস্তিনের আল-আকসা মসজিদে মুসল্লিদের ওপর ইসরাইলি আক্রমণের তীব্র নিন্দা প্রকাশ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান। রবিবার ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে এক ফোনে কথা বলেন তিনি। সেই সময় ইসরাইলেরও সমালোচনা করেন এরদোগান।

এ বিষয়ে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান তার টুইটে বলেন, ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে কথা বলার সময় আমি আল-আকসা মসজিদে ইসরাইলি হামলার নিন্দা করেছি। ওই সময় আল-আকসা মসজিদে মুসল্লিদের ওপর ইসরাইলি আক্রমণের কঠোর সমালোচনা করেছি। ইসরাইলের এসব কর্মকাণ্ড আল-আকসা মসজিদের আধ্যাত্মিকতা ও মর্যাদার বিরুদ্ধে এক ধরনের হুমকি। আমরা ইসরাইলের এমন উস্কানিমূলক কর্মকাণ্ডের বিরোধী।

আরও পড়ুন: মধ্যপ্রাচ্যে নতুন কোনও সাইকস-পাইকট চুক্তি নয়: এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট বলেন, যারা ইসরাইলি হামলায় শহীদ হয়েছেন তাদেরকে আল্লাহ নাযাত দেবেন। যারা আহত হয়েছেন তারা ইনশাল্লাহ দ্রুত সুস্থ হয়ে উঠবেন। এই সময় এরদোগান ফিলিস্তিনের প্রতি তুরস্কের সমর্থন পুনর্ব্যক্ত করে বলেন, এইসময় ফিলিস্তিনের সকল সংগঠনের ঐক্য ও সমঝোতার জন্য কাজ করা উচিত ।

আরও পড়ুন: ইসরাইল-ইরান যুদ্ধ! ফোনে উদ্বেগ প্রকাশ এরদোগান

তৃতীয় দিনের মতো রবিবার ফজরের নামাযের সময় আল-আকসা মসজিদ প্রাঙ্গণে অভিযান শুরু করে ইসরাইলি পুলিশ। এই সময় পুলিশ ও ফিলিস্তিনি বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ হয়। ইসরাইলি পুলিশের হামলায় অন্তত ২০ জন ফিলিস্তিনি আহত হন। এর আগে গত শুক্রবার মসজিদ প্রাঙ্গণে ইসরায়েলি পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত হন আরও দেড়শ ফিলিস্তিনি। একই সঙ্গে গ্রেফতার করা হয় তিনশ ফিলিস্তিনিকে।

আরও পড়ুন: আন্তর্জাতিক পরিবার ফোরাম : পরিবার কাঠামোকে রক্ষা করার আহ্বান আহ্বান এরদোগানের