মহারাষ্ট্রের ইসলামপুর নাম বদলে হবে ঈশ্বরপুর!

- আপডেট : ১৮ জুলাই ২০২৫, শুক্রবার
- / 28
পুবের কলম, ওয়েব ডেস্ক: ইসলামপুরের নাম বদলে হবে ঈশ্বরপুর। বিজেপিশাসিত রাজ্যগুলিতে নামবদলের সংস্কৃতি অপ্রত্যাশিত নয়। শুক্রবার রাজ্য বিধানসভায় বর্ষাকালীন অধিবেশনের শেষ দিনে ফড়নবিশ সরকারের মন্ত্রী ছগন ভুজবল ঘোষণা করে জানিয়ে দিলেন ইসলামপুরের নাম বদলের খবর। ছগন ভুজবল বলেন, নামবদলের প্রস্তাব কেন্দ্র সরকারের কাছে পাঠানো হবে চূড়ান্ত অনুমোদনের জন্য।
ইসলামপুরের নাম বদলে ঈশ্বরপুর করার জন্য দাবি তুলে ছিল হিন্দু সংগঠন শিবপ্রতিষ্ঠান। ওই সংগঠন নাম পরিবর্তনের দাবিতে চিঠি পাঠিয়েছিল সাঙ্গলির কালেক্টরকে। শিবপ্রতিষ্ঠানের প্রধান সম্ভাজি ভিড়ে। ভিড়ের সমর্থকরা বলছেন, আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা লড়াই চালিয়ে যাবো। ইসলামপুরের এক শিবসেনা নেতা বলেন, নাম পরিবর্তনের দাবি আজকের নয়, ১৯৮৬ থেকে এই দাবি জানানো হচ্ছে।
হিন্দু সংগঠন শিবপ্রতিষ্ঠানের দাবি বিধানসভার পক্ষ থেকে অনুমোদন করেছেন ফড়নবিশ সরকারের মন্ত্রী ছগন ভুজবল। তিনি বলেন, তিনি এই প্রস্তাবটি কেন্দ্রীয় সরকারের কাছে পাঠাবেন। কেন্দ্র এই প্রস্তাবটিতে চূড়ান্ত অনুমোদন দেবে। কেন্দ্র সরকারের অনুমোদন পাওয়ার পরই এই প্রস্তাব সম্পূর্ণরূপে গৃহীত হবে।
বিজেপির বিরুদ্ধে নামবদলের রাজনীতির অভিযোগ তুলেছে বিরোধীরা। তাঁদের অভিযোগ, দেশে উন্নয়নে বিজেপির কোনও সদিচ্ছা নেই। শুধু ধর্মীয় মেরুকরণ করে ভোটবাক্সের রাজনীতি করতেই তারা অভ্যস্ত।
এটাই প্রথম নয়, গত বছর মহারাষ্ট্র সরকার দুটি শহরের নাম পরিবর্তন করেছিল। যার মধ্যে প্রথম শহর ছিল ঔরঙ্গাবাদ এবং দ্বিতীয়টি ছিল ওসমানাবাদ। ঔরঙ্গাবাদের নাম পরিবর্তন করে ছত্রপতি সম্ভাজি নগর এবং ওসমানাবাদ শহরের নাম পরিবর্তন করে ধারাশিব করেছে। গত বছরের অক্টোবরে আহমেদ জেলার নাম পরিবর্তন করে পুণ্যশ্লোক অহল্যাদেবী করা হয়।