১৩ অক্টোবর ২০২৫, সোমবার, ২৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

আইপিএল নিলামে নাম লিখিয়ে প্রথম ভুটানি ক্রিকেটার হিসেবে ইতিহাস গড়লেন মিকো দর্জি

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ৩১ জানুয়ারী ২০২২, সোমবার
  • / 55

 

পুবের কলম ওয়েবডেস্কঃ আইপিএল নিলামে নাম লিখিয়ে ইতিহাস গড়লেন ভুটানি ক্রিকেটার ২২ বছরের মিকো দর্জি। আপাতত একটা ভালো ফ্র্যানচাইজি পাওয়াই মিকোর মূল লক্ষ। এই প্রথম ভুটান থেকে আইপিএল নিলামে নাম উঠলো ২২ বছর বয়সী এই ক্রিকেটারের।

আরও পড়ুন: আইপিএলের নিলাম ডিসেম্বরে

শুধু নিলামে নাম ওঠাই নয়, মিকো দর্জি চান ইতিহাস রচনা করতে। যে কোনও একটি ফ্রাঞ্চাইজির হয়ে আইপিএল খেলাই এখন তার বড় লক্ষ্য। মহেন্দ্র সিং ধোনির ভক্ত মিকো দর্জি। এবার আইপিএল খেলার মধ্য দিয়ে ধোনির কাছাকাছি যাওয়ারও সুযোগ খুঁজবেন তিনি।

আরও পড়ুন: Breaking নিলামের মধ্যেই হঠাৎ জ্ঞান হারালেন সঞ্চালক

এর আগে নেপালের সন্দীপ লামিচানে আইপিএল খেলার রেকর্ড করেছিলেন।প্রসঙ্গতঃ ২০১৭ সালে প্রথম আইসিসির সহযোগি দেশের মর্যাদা পেয়েছিল ভুটান। ক্রিকেট বিশ্বে (টি-টোয়েন্টি) বর্তমানে তাদের র‌্যাংকিং ৭৬। বিশ্ব ক্রিকেটে এখনও নজরে পড়ার মতো কোনও পারফরম্যান্স দেখাতে পারেনি ভুটানিজরা।

আরও পড়ুন: আইপিএল নিলামে ২০ জন আফগান ক্রিকেটার

 

আইপিএল নিলামে নাম লিখিয়ে প্রথম ভুটানি ক্রিকেটার হিসেবে ইতিহাস গড়লেন মিকো দর্জি

২০১৮ সালে মালয়েশিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে মিকোর অভিষেক ঘটেছিল। দার্জিলিংয়ে সেন্ট জোসেফ স্কুলে পড়ার সময়ই তার ক্রিকেটের প্রতি আগ্রহ জন্মেছিল। ২০১৮ এবং ২০১৯ সালে তিনি চেন্নাইয়ের এমআরএফ পেস ফাউন্ডেশনেও ক্লাস করার সুযোগ পেয়েছিলেন।

আইপিএল নিলামে নাম লিখিয়ে প্রথম ভুটানি ক্রিকেটার হিসেবে ইতিহাস গড়লেন মিকো দর্জিএই সময়েই ‘আইডল’ ধোনির সঙ্গে প্রথমবার পরিচয় হয়েছিল তার। ধোনির কাছ থেকেই পাঠ পেয়েছিলেন কঠিন পরিশ্রমের শিক্ষা। ২০২১ সালে তিনি প্রথম ভুটানের ক্রিকেটার হিসেবে নেপালের এভারেস্ট প্রিমিয়ার লিগেও খেলার সুযোগ পান।

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আইপিএল নিলামে নাম লিখিয়ে প্রথম ভুটানি ক্রিকেটার হিসেবে ইতিহাস গড়লেন মিকো দর্জি

আপডেট : ৩১ জানুয়ারী ২০২২, সোমবার

 

পুবের কলম ওয়েবডেস্কঃ আইপিএল নিলামে নাম লিখিয়ে ইতিহাস গড়লেন ভুটানি ক্রিকেটার ২২ বছরের মিকো দর্জি। আপাতত একটা ভালো ফ্র্যানচাইজি পাওয়াই মিকোর মূল লক্ষ। এই প্রথম ভুটান থেকে আইপিএল নিলামে নাম উঠলো ২২ বছর বয়সী এই ক্রিকেটারের।

আরও পড়ুন: আইপিএলের নিলাম ডিসেম্বরে

শুধু নিলামে নাম ওঠাই নয়, মিকো দর্জি চান ইতিহাস রচনা করতে। যে কোনও একটি ফ্রাঞ্চাইজির হয়ে আইপিএল খেলাই এখন তার বড় লক্ষ্য। মহেন্দ্র সিং ধোনির ভক্ত মিকো দর্জি। এবার আইপিএল খেলার মধ্য দিয়ে ধোনির কাছাকাছি যাওয়ারও সুযোগ খুঁজবেন তিনি।

আরও পড়ুন: Breaking নিলামের মধ্যেই হঠাৎ জ্ঞান হারালেন সঞ্চালক

এর আগে নেপালের সন্দীপ লামিচানে আইপিএল খেলার রেকর্ড করেছিলেন।প্রসঙ্গতঃ ২০১৭ সালে প্রথম আইসিসির সহযোগি দেশের মর্যাদা পেয়েছিল ভুটান। ক্রিকেট বিশ্বে (টি-টোয়েন্টি) বর্তমানে তাদের র‌্যাংকিং ৭৬। বিশ্ব ক্রিকেটে এখনও নজরে পড়ার মতো কোনও পারফরম্যান্স দেখাতে পারেনি ভুটানিজরা।

আরও পড়ুন: আইপিএল নিলামে ২০ জন আফগান ক্রিকেটার

 

আইপিএল নিলামে নাম লিখিয়ে প্রথম ভুটানি ক্রিকেটার হিসেবে ইতিহাস গড়লেন মিকো দর্জি

২০১৮ সালে মালয়েশিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে মিকোর অভিষেক ঘটেছিল। দার্জিলিংয়ে সেন্ট জোসেফ স্কুলে পড়ার সময়ই তার ক্রিকেটের প্রতি আগ্রহ জন্মেছিল। ২০১৮ এবং ২০১৯ সালে তিনি চেন্নাইয়ের এমআরএফ পেস ফাউন্ডেশনেও ক্লাস করার সুযোগ পেয়েছিলেন।

আইপিএল নিলামে নাম লিখিয়ে প্রথম ভুটানি ক্রিকেটার হিসেবে ইতিহাস গড়লেন মিকো দর্জিএই সময়েই ‘আইডল’ ধোনির সঙ্গে প্রথমবার পরিচয় হয়েছিল তার। ধোনির কাছ থেকেই পাঠ পেয়েছিলেন কঠিন পরিশ্রমের শিক্ষা। ২০২১ সালে তিনি প্রথম ভুটানের ক্রিকেটার হিসেবে নেপালের এভারেস্ট প্রিমিয়ার লিগেও খেলার সুযোগ পান।