০৮ অগাস্ট ২০২৫, শুক্রবার, ২২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

পার্থর নতুন বায়না ওষুধ খাবোনা , ভরসা সেই অর্পিতা

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১ অগাস্ট ২০২২, সোমবার
  • / 210

পুবের কলম ওয়েবডেস্কঃ এসএসসি কেলেঙ্কারিতে ইডির হাতে গ্রেফতার হওয়ার পর কেটে গিয়েছে একসপ্তাহের বেশি সময়। গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ঘনিষ্ট অর্পিতা মুখোপাধ্যায়। রাজ্য রাজনীতি আপাতত সরগরম পার্থ- অর্পিতাকে নিয়ে।

 

আরও পড়ুন: কোটি টাকার প্রতারণার মামলায় গ্রেফতার ভুয়ো ইডি অফিসার

ইডি সূত্রের খবর টাইপ ২ ডায়াবেটিস, ওবেসিটি , কিডনি নানা ধরনের সমস্যায় ভুগছেন পার্থ। প্রতি ৪৮ ঘন্টা অন্তর জোকা ইএসআই হাসপাতালে চলছে চিকিৎসা। এইহেন পার্থ ইডি হেফাজতে বায়না ধরেন তিনি ওষুধ খাবেননা। পার্থ বায়না ধরলে ইডি আধিকারিকরা এখন অর্পিতার শরণাপন্ন হচ্ছেন। এবারেও পার্থকে ওষুধ খাওয়ার জন্য সক্রিয় ভূমিকা নিলেন অর্পিতা। স্যর ওষুধ খেয়ে নিন। বলতেই বাধ্য ছেলের মত ওষুধ খেয়ে নেন পার্থ।

আরও পড়ুন: ইডি সিবিআই সেজে লুটপাটের ঘটনা ঠেকাতে সিসিটিভি নজরদারি বাড়াচ্ছে লালবাজার

ইডি হেফাজতে কেমন আছেন তাঁরা, কি খাচ্ছেন তা নিয়ে জনমানসে আগ্রহের শেষ নেই। ১৫ বছর ধরে টাইপ- ২  ডায়াবেটিসে ভুগছেন পার্থ। তাই ভুবনেশ্বর এইমসের চিকিৎসকদের নির্দেশ মেনে ডায়াবেটিক ডায়েট ডাল,রুটি, তরকারি আর টকদই দেওয়া হচ্ছে পার্থকে। তবে এই ডায়েটে নারাজ পার্থ চান ভাত খেতে। ভাত ছাড়া তাঁর খাওয়া হয়না। তখনও পার্থকে অল্প ভাত আর রুটি মিশিয়ে খেয়ে নেওয়ার অনুরোধ করেন অর্পিতা। কাজও হয়। এবারও ওষুধ খেতে নারাজ পার্থ শুনলেন অর্পিতার কথাই।

আরও পড়ুন: ভুয়ো ভোটার কার্ড দেখিয়েই কি তৈরি হচ্ছে পাসপোর্ট, সিইও-র কাছে তথ্য চাইল ইডি

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পার্থর নতুন বায়না ওষুধ খাবোনা , ভরসা সেই অর্পিতা

আপডেট : ১ অগাস্ট ২০২২, সোমবার

পুবের কলম ওয়েবডেস্কঃ এসএসসি কেলেঙ্কারিতে ইডির হাতে গ্রেফতার হওয়ার পর কেটে গিয়েছে একসপ্তাহের বেশি সময়। গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ঘনিষ্ট অর্পিতা মুখোপাধ্যায়। রাজ্য রাজনীতি আপাতত সরগরম পার্থ- অর্পিতাকে নিয়ে।

 

আরও পড়ুন: কোটি টাকার প্রতারণার মামলায় গ্রেফতার ভুয়ো ইডি অফিসার

ইডি সূত্রের খবর টাইপ ২ ডায়াবেটিস, ওবেসিটি , কিডনি নানা ধরনের সমস্যায় ভুগছেন পার্থ। প্রতি ৪৮ ঘন্টা অন্তর জোকা ইএসআই হাসপাতালে চলছে চিকিৎসা। এইহেন পার্থ ইডি হেফাজতে বায়না ধরেন তিনি ওষুধ খাবেননা। পার্থ বায়না ধরলে ইডি আধিকারিকরা এখন অর্পিতার শরণাপন্ন হচ্ছেন। এবারেও পার্থকে ওষুধ খাওয়ার জন্য সক্রিয় ভূমিকা নিলেন অর্পিতা। স্যর ওষুধ খেয়ে নিন। বলতেই বাধ্য ছেলের মত ওষুধ খেয়ে নেন পার্থ।

আরও পড়ুন: ইডি সিবিআই সেজে লুটপাটের ঘটনা ঠেকাতে সিসিটিভি নজরদারি বাড়াচ্ছে লালবাজার

ইডি হেফাজতে কেমন আছেন তাঁরা, কি খাচ্ছেন তা নিয়ে জনমানসে আগ্রহের শেষ নেই। ১৫ বছর ধরে টাইপ- ২  ডায়াবেটিসে ভুগছেন পার্থ। তাই ভুবনেশ্বর এইমসের চিকিৎসকদের নির্দেশ মেনে ডায়াবেটিক ডায়েট ডাল,রুটি, তরকারি আর টকদই দেওয়া হচ্ছে পার্থকে। তবে এই ডায়েটে নারাজ পার্থ চান ভাত খেতে। ভাত ছাড়া তাঁর খাওয়া হয়না। তখনও পার্থকে অল্প ভাত আর রুটি মিশিয়ে খেয়ে নেওয়ার অনুরোধ করেন অর্পিতা। কাজও হয়। এবারও ওষুধ খেতে নারাজ পার্থ শুনলেন অর্পিতার কথাই।

আরও পড়ুন: ভুয়ো ভোটার কার্ড দেখিয়েই কি তৈরি হচ্ছে পাসপোর্ট, সিইও-র কাছে তথ্য চাইল ইডি