২০ অক্টোবর ২০২৫, সোমবার, ২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

নয়া লুকে নেটিজেনদের মন জয় করল রাজ-শুভশ্রী পুত্র একরত্তি যুবান

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১৩ মার্চ ২০২২, রবিবার
  • / 42

 

পুবের কলম ওয়েবডেস্কঃ টলিউডের তৈমুর বলেই তার পরিচিতি।  এক মাথা কোঁকড়া চুল।তাই নিয়েই সে কখনও খেলছে ফুটবল, আবার কখনও ছুটে বেড়াচ্ছে ঘর জুড়ে। কখনও আবার বাবার সঙ্গে গাড়ির স্টিয়ারিংও সে ধরছে। তারকা দম্পতি রাজ-শুভশ্রীর পুত্র যুবান। তবে আর একমাথা কোঁকড়া চুল নয় নেড়া মাথায় ছেলে  যুবানের নয়া লুকের ছবি পোষ্ট করেছেন বিধায়ক তথা পরিচালক রাজ চক্রবর্তী এবং মা শুভশ্রী।নয়া লুকে নেটিজেনদের মন জয় করল রাজ-শুভশ্রী পুত্র একরত্তি যুবান

যুবানের এই নয়া লুক নেটিজেনদেরও মন জয় করেছে অনায়াসে। ২০২০ সালের ১২ সেপ্টেম্বর যুবানের জন্ম হয়। ইন্সটাগ্রামে নিজের অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেছেন শুভশ্রী। তাতে তিনি ক্যাপসান দিয়েছেন সবই চলে গেল।

নয়া লুকে নেটিজেনদের মন জয় করল রাজ-শুভশ্রী পুত্র একরত্তি যুবান

তাতে আবার মন্তব্য করেছেন পার্ণো মিত্র, দেবলীনা কুমার, ঐন্দ্রিলা শর্মা। ভালবাসার ইমোজি দেন অনেকে। আপাতত ভাইরাল রাজ-শুভশ্রী পুত্র যুবানের নেড়া মাথার ছবি। নেটিজেনরা এখন তাতেই মজেছেন।

নয়া লুকে নেটিজেনদের মন জয় করল রাজ-শুভশ্রী পুত্র একরত্তি যুবান

 

 

https://www.instagram.com/p/CbCK4nspqMl/?utm_source=ig_embed&utm_campaign=embed_video_watch_again

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নয়া লুকে নেটিজেনদের মন জয় করল রাজ-শুভশ্রী পুত্র একরত্তি যুবান

আপডেট : ১৩ মার্চ ২০২২, রবিবার

 

পুবের কলম ওয়েবডেস্কঃ টলিউডের তৈমুর বলেই তার পরিচিতি।  এক মাথা কোঁকড়া চুল।তাই নিয়েই সে কখনও খেলছে ফুটবল, আবার কখনও ছুটে বেড়াচ্ছে ঘর জুড়ে। কখনও আবার বাবার সঙ্গে গাড়ির স্টিয়ারিংও সে ধরছে। তারকা দম্পতি রাজ-শুভশ্রীর পুত্র যুবান। তবে আর একমাথা কোঁকড়া চুল নয় নেড়া মাথায় ছেলে  যুবানের নয়া লুকের ছবি পোষ্ট করেছেন বিধায়ক তথা পরিচালক রাজ চক্রবর্তী এবং মা শুভশ্রী।নয়া লুকে নেটিজেনদের মন জয় করল রাজ-শুভশ্রী পুত্র একরত্তি যুবান

যুবানের এই নয়া লুক নেটিজেনদেরও মন জয় করেছে অনায়াসে। ২০২০ সালের ১২ সেপ্টেম্বর যুবানের জন্ম হয়। ইন্সটাগ্রামে নিজের অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেছেন শুভশ্রী। তাতে তিনি ক্যাপসান দিয়েছেন সবই চলে গেল।

নয়া লুকে নেটিজেনদের মন জয় করল রাজ-শুভশ্রী পুত্র একরত্তি যুবান

তাতে আবার মন্তব্য করেছেন পার্ণো মিত্র, দেবলীনা কুমার, ঐন্দ্রিলা শর্মা। ভালবাসার ইমোজি দেন অনেকে। আপাতত ভাইরাল রাজ-শুভশ্রী পুত্র যুবানের নেড়া মাথার ছবি। নেটিজেনরা এখন তাতেই মজেছেন।

নয়া লুকে নেটিজেনদের মন জয় করল রাজ-শুভশ্রী পুত্র একরত্তি যুবান

 

 

https://www.instagram.com/p/CbCK4nspqMl/?utm_source=ig_embed&utm_campaign=embed_video_watch_again