৩১ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

মৃত কংগ্রেসওম্যান জ্যাকিকে খুঁজলেন মার্কিন প্রেসিডেন্ট

ইমামা খাতুন
  • আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২২, বৃহস্পতিবার
  • / 41

পুবের কলম ওয়েব ডেস্ক: হোয়াইট হাউসে হাঙ্গার ইভেন্ট নিয়ে আলোচনা প্রসঙ্গে আচমকাই রিপাবলিকান কংগ্রেসওম্যান জ্যাকি ওয়ালোরস্কির খোঁজ করতে শুরু করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। অথচ আগস্ট মাসে এক পথদুর্ঘটনায় জ্যকির মৃত্যু হয়েছে। ভুলবশত জ্যাকির খোঁজ করে মার্কিন প্রেসিডেন্ট সোশ্যাল মিডিয়ায় বিদ্রুপের শিকার হয়েছেন।*হাঙ্গার ও নিউট্রিশন ইভেন্ট আয়োজকদের ধন্যবাদ দেওয়ার সময়ই তিনি জ্যাকিকে খুঁজছিলেন। কার জ্যাকি ওয়ালোরস্কি ছিলেন আয়োজকদের মধ্যে অন্যতম একজন।

বাইডেন তাঁর বক্তব্যে বলেন; ‘আমি প্রত্যেককে ধন্যবাদ জানাতে চাহ, সেনেটর মাইকেল ব্রাউন; সেনেটর করি বুকার; রিপ্রেজেনটেটিভ জ্যাকি আপনি আছেন? আমার মনে হয় অনুষ্ঠানের বাস্তবায়নে তাঁর এখানে থাকার কথা ছিল।’ বাইডেন তাঁর ভাষণে ইন্ডিয়ানা থেকে নির্বাচিত রিপাবলিকান কংগ্রেসওম্যান জ্যাকি ওয়ালোরস্কির কথা বলছিলেন। তবে ভাষণকালে তাঁর হয়তো এটা খেয়াল ছিল না যে; জ্যাকি আর এই দুনিয়ায় নেই। যদিও অনুষ্ঠানে বাইডেনের ভাষণের আগে জ্যাকির প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি ভিডিয়ো চালানো হয়েছিল। আগস্টে জ্যাকির মৃত্যুর পর বাইডেন বলেছিলেন; দুর্ঘটনার খবরে তিনি হতবাক ও দুঃখিত।’

আরও পড়ুন: সংঘাতের আবহে ইরানের পাশে নয়াদিল্লি, ভারতবাসীকে কৃতজ্ঞতা জানাল তেহরান

আরও পড়ুন: ঝাড়খণ্ডে হাসপাতাল ভেঙে মৃত ৩, ধ্বংসস্তূপে আটকে অনেকে

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মৃত কংগ্রেসওম্যান জ্যাকিকে খুঁজলেন মার্কিন প্রেসিডেন্ট

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২২, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েব ডেস্ক: হোয়াইট হাউসে হাঙ্গার ইভেন্ট নিয়ে আলোচনা প্রসঙ্গে আচমকাই রিপাবলিকান কংগ্রেসওম্যান জ্যাকি ওয়ালোরস্কির খোঁজ করতে শুরু করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। অথচ আগস্ট মাসে এক পথদুর্ঘটনায় জ্যকির মৃত্যু হয়েছে। ভুলবশত জ্যাকির খোঁজ করে মার্কিন প্রেসিডেন্ট সোশ্যাল মিডিয়ায় বিদ্রুপের শিকার হয়েছেন।*হাঙ্গার ও নিউট্রিশন ইভেন্ট আয়োজকদের ধন্যবাদ দেওয়ার সময়ই তিনি জ্যাকিকে খুঁজছিলেন। কার জ্যাকি ওয়ালোরস্কি ছিলেন আয়োজকদের মধ্যে অন্যতম একজন।

বাইডেন তাঁর বক্তব্যে বলেন; ‘আমি প্রত্যেককে ধন্যবাদ জানাতে চাহ, সেনেটর মাইকেল ব্রাউন; সেনেটর করি বুকার; রিপ্রেজেনটেটিভ জ্যাকি আপনি আছেন? আমার মনে হয় অনুষ্ঠানের বাস্তবায়নে তাঁর এখানে থাকার কথা ছিল।’ বাইডেন তাঁর ভাষণে ইন্ডিয়ানা থেকে নির্বাচিত রিপাবলিকান কংগ্রেসওম্যান জ্যাকি ওয়ালোরস্কির কথা বলছিলেন। তবে ভাষণকালে তাঁর হয়তো এটা খেয়াল ছিল না যে; জ্যাকি আর এই দুনিয়ায় নেই। যদিও অনুষ্ঠানে বাইডেনের ভাষণের আগে জ্যাকির প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি ভিডিয়ো চালানো হয়েছিল। আগস্টে জ্যাকির মৃত্যুর পর বাইডেন বলেছিলেন; দুর্ঘটনার খবরে তিনি হতবাক ও দুঃখিত।’

আরও পড়ুন: সংঘাতের আবহে ইরানের পাশে নয়াদিল্লি, ভারতবাসীকে কৃতজ্ঞতা জানাল তেহরান

আরও পড়ুন: ঝাড়খণ্ডে হাসপাতাল ভেঙে মৃত ৩, ধ্বংসস্তূপে আটকে অনেকে