০২ অগাস্ট ২০২৫, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ওড়িশায় ট্রেন দুর্ঘটনায় চালু হেল্প লাইন নাম্বার

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৩ জুন ২০২৩, শনিবার
  • / 58

পুবের কলম, ওয়েবডেস্ক:  ওড়িশায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। বহু মানুষের মৃত্যুর আশঙ্কা প্রশাসনের। মৃতের সংখ্যা ১০০ পার করেছে। আহতের সংখ্যা বহু। এই করমণ্ডল এক্সপ্রেসে করে রাজ্যের বহু মানুষ ভেলোড়ে চিকিৎসার জন্য যাচ্ছিলেন। শিশু সহ প্রচুর বয়স্ক মানুষ ট্রেনে ছিলেন।

করমণ্ডল এক্সপ্রেসের একের পর এক কামরা লাইনচ্যুত। তিনটে কামরা বাদে সমস্ত কামরা লাইনচ্যুত হয়ে গিয়েছে। বাহানগাবাজার স্টেশনের আগে ট্রেন লাইনচ্যুত। শালিমার থেকে চেন্নাই যাচ্ছিল ট্রেনটি। প্লাটফর্মে ঢোকার ঠিক আগে এই ভয়াবহ দুর্ঘটনা।  দেহগুলি ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। বীভৎস অবস্থা।  ওড়িশা হাসপাতালের আহতের চিকিৎসা চলছে।

আরও পড়ুন: অবশেষে মুক্তি পেলেন ওড়িশায় আটক ৫০ জন বাঙালি পরিযায়ী শ্রমিক

 

আরও পড়ুন: ট্রেনের ধাক্কা থেকে বাঁচতে ছয় বছরের নাতনিকে নিয়ে নদীতে ঝাঁপ দাদুর

হেল্পলাইন নম্বরটি জেনে নিন। 67822 62286 এই নম্বরে ফোন করে প্রয়োজনীয় তথ্য পেতে পারেন।

আরও পড়ুন: প্রচণ্ড ভিড়ে মুম্বাইয়ে ট্রেন থেকে পড়ে মৃত অন্তত ৫

হাওড়া হেল্পলাইন নম্বর ০৩৩ ২৬৩৮২২১৭, খড্গপুর হেল্পলাইনে ০৩৩৮৯৭২০৭৩৯২৫ / ৯৩৩২৩৯২৩৩৯ এই নম্বরে ফোন করতে পারেন।

এছাড়াও বালেশ্বরে ৮২৪৯৫৯১৫৫৯/ ৭৯৭৮৪১৮৩২২ এই নম্বরেও ফোন করতে পারেন সহায়তার জন্য। এছাড়াও ৯৯০৩৩৭০৭৪৬ এই নম্বরে ফোন করতে পারেন সহায়তার জন্য।

এছাড়াও সাঁতরাগাছির হেল্প ডেস্কের নম্বরগুলি হল- ৮১০৯২৮৯৪৬০ / ৮৩৪০৬৪৯৪৬৯

এছাড়াও রাজ্যের তরফে মুখ্য়মন্ত্রী দুটি কন্ট্রোর রুমের নম্বর জানিয়েছেন। সেই নম্বরদুটি হল- 033-22143526/ 033- 22535185

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ওড়িশায় ট্রেন দুর্ঘটনায় চালু হেল্প লাইন নাম্বার

আপডেট : ৩ জুন ২০২৩, শনিবার

পুবের কলম, ওয়েবডেস্ক:  ওড়িশায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। বহু মানুষের মৃত্যুর আশঙ্কা প্রশাসনের। মৃতের সংখ্যা ১০০ পার করেছে। আহতের সংখ্যা বহু। এই করমণ্ডল এক্সপ্রেসে করে রাজ্যের বহু মানুষ ভেলোড়ে চিকিৎসার জন্য যাচ্ছিলেন। শিশু সহ প্রচুর বয়স্ক মানুষ ট্রেনে ছিলেন।

করমণ্ডল এক্সপ্রেসের একের পর এক কামরা লাইনচ্যুত। তিনটে কামরা বাদে সমস্ত কামরা লাইনচ্যুত হয়ে গিয়েছে। বাহানগাবাজার স্টেশনের আগে ট্রেন লাইনচ্যুত। শালিমার থেকে চেন্নাই যাচ্ছিল ট্রেনটি। প্লাটফর্মে ঢোকার ঠিক আগে এই ভয়াবহ দুর্ঘটনা।  দেহগুলি ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। বীভৎস অবস্থা।  ওড়িশা হাসপাতালের আহতের চিকিৎসা চলছে।

আরও পড়ুন: অবশেষে মুক্তি পেলেন ওড়িশায় আটক ৫০ জন বাঙালি পরিযায়ী শ্রমিক

 

আরও পড়ুন: ট্রেনের ধাক্কা থেকে বাঁচতে ছয় বছরের নাতনিকে নিয়ে নদীতে ঝাঁপ দাদুর

হেল্পলাইন নম্বরটি জেনে নিন। 67822 62286 এই নম্বরে ফোন করে প্রয়োজনীয় তথ্য পেতে পারেন।

আরও পড়ুন: প্রচণ্ড ভিড়ে মুম্বাইয়ে ট্রেন থেকে পড়ে মৃত অন্তত ৫

হাওড়া হেল্পলাইন নম্বর ০৩৩ ২৬৩৮২২১৭, খড্গপুর হেল্পলাইনে ০৩৩৮৯৭২০৭৩৯২৫ / ৯৩৩২৩৯২৩৩৯ এই নম্বরে ফোন করতে পারেন।

এছাড়াও বালেশ্বরে ৮২৪৯৫৯১৫৫৯/ ৭৯৭৮৪১৮৩২২ এই নম্বরেও ফোন করতে পারেন সহায়তার জন্য। এছাড়াও ৯৯০৩৩৭০৭৪৬ এই নম্বরে ফোন করতে পারেন সহায়তার জন্য।

এছাড়াও সাঁতরাগাছির হেল্প ডেস্কের নম্বরগুলি হল- ৮১০৯২৮৯৪৬০ / ৮৩৪০৬৪৯৪৬৯

এছাড়াও রাজ্যের তরফে মুখ্য়মন্ত্রী দুটি কন্ট্রোর রুমের নম্বর জানিয়েছেন। সেই নম্বরদুটি হল- 033-22143526/ 033- 22535185