কানাডার ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের

- আপডেট : ১১ জুলাই ২০২৫, শুক্রবার
- / 141
পুবের কলম ওয়েবডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, ১ আগস্ট থেকে কানাডা থেকে আমদানি হওয়া সব পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে। কারণ হিসেবে তিনি তুলে ধরেছেন, কানাডার ফেন্টানাইল দমন কাজ পর্যাপ্ত নয় এবং তারা নিয়মিত প্রতিহিংসামূলক শুল্ক আরোপ করেছে; বিশেষ করে তাদের ৪০০ শতাংশ ডেইরি শুল্ক,এর জন্য যা আমেরিকান কৃষকদের জন্য ক্ষতিকর ।
তবে কানাডার প্রধানমন্ত্রী কার্নে এক্স হ্যান্ডলে দেওয়া এক বার্তায় জানান, তআমরা উত্তর আমেরিকায় ফেন্টানাইল প্রবাহ ঠেকাতে উল্লেখযোগ্য অগ্রগতি করেছি। জীবন ও সমাজ রক্ষায় আমেরিকার সঙ্গে একসঙ্গে কাজ চালিয়ে যেতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, তকানাডার সঙ্গে বাণিজ্যে আমেরিকার ঘাটতি রয়েছে। সেই ভারসাম্য ফিরিয়ে আনতেই এই শুল্ক আরোপ।দ তিনি আরও হুঁশিয়ারি দিয়েছেন, কানাডা যদি পাল্টা শুল্ক আরোপ করে, তাহলে ৩৫ শতাংশের পাশাপাশি আরও অতিরিক্ত শুল্ক বসানো হবে।
উল্টোদিকে, প্রধানমন্ত্রী কার্নে জানান, কানাডা তার জাতীয় স্বার্থ অটুট রেখে বাণিজ্য আলোচনায় প্রস্তুত। তিনি বলেন, তআমরা দেশের ব্যবসা রক্ষার অঙ্গীকারে সবসময় অটল। কানাডার অর্থনীতিকে শক্তিশালী করতে একাধিক বড় প্রকল্পে কাজ চলছে, আন্তর্জাতিক বাণিজ্যেও আমরা উল্লেখযোগ্য সাফল্য পেয়েছি।
ট্রাম্প জানিয়েছেন, শুল্ক তোলার একমাত্র শর্ত হলো; কানাডার কোম্পানিগুলিকে আমেরিকার মাটিতে পণ্য উৎপাদন করতে হবে। তবে এই প্রস্তাব নিয়ে কানাডার পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া আসেনি।
এর আগেও ২০২৪ সালের ফেব্রুয়ারিতে ট্রাম্প ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন, যার পাল্টা জবাব দেয় তৎকালীন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সরকার। পরে দুই দেশের আলোচনায় সেই শুল্ক স্থগিত রাখা হয়। এবার ফের নতুন করে দ্বিপাক্ষিক সম্পর্কে উত্তেজনা দেখা দিল।