০২ অগাস্ট ২০২৫, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী নির্বাচনে ভোটগ্রহণ চলছে অস্ট্রেলিয়ায়

ইমামা খাতুন
  • আপডেট : ২২ মে ২০২২, রবিবার
  • / 41

পুবের কলম ওয়েবডেস্কঃ নতুন প্রধানমন্ত্রীকে বেছে নিতে ভোটাধিকার প্রয়োগ করছেন অস্ট্রেলিয়ার ১ কোটি ৭০ লক্ষেরও বেশি মানুষ। শনিবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয় দেশটিতে। ২০১৯ সালের পর প্রথম ভোট হচ্ছে এবার। এবারের নির্বাচনে প্রধানমন্ত্রী পদের জন্য যুদ্ধে নেমেছেন বর্তমান প্রধানমন্ত্রী স্কট মরিসন ও লেবার নেতা অ্যান্থনি আলবানিজ। ভোটের প্রচারে যে দু’টি ইস্যু প্রাধান্য পেয়েছে দেশটিতে সেগুলো হল জীবনযাত্রার ব্যয় ও জলবায়ু পরিবর্তন। যদিও নেতাদের ব্যক্তিগত ইমেজও এবার প্রাধান্য পেয়েছে ভোটারদের মাঝে। বিভিন্ন জনমত সমীক্ষায় উঠে এসেছে, এবার সামান্য ব্যবধানে জয়ী হতে পারে লেবার দল। যদিও গত নির্বাচনে সমীক্ষা প্রায় ভুল প্রমাণিত হয়। দেশটির লিবারেল ন্যাশনাল কোয়ালিশনের নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী স্কট মরিসন আবারও দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসতে পারেন, এমন সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

অস্ট্রেলিয়ায় ভোট দেওয়া বাধ্যতামূলক। জয়ের জন্য ১৫১ আসনবিশিষ্ট প্রতিনিধি পরিষদে অন্তত ৭৬টি আসন পেতে হবে যে কোনও দলকে। এখান থেকেই প্রধানমন্ত্রীর নেতৃত্বে সংখ্যাগরিষ্ঠ সরকার গঠন করা হয়। সেটি করতে ব্যর্থ হলে স্বতন্ত্র প্রার্থীদের সমর্থন প্রয়োজন হয় কিংবা ছোট দলগুলোর সঙ্গে জোট গঠন করতে হবে। শনিবার স্থানীয় সময় ভোর ৬টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

আরও পড়ুন: দ্বন্দ্ব নেই, খুব শীঘ্রই ভারত সফরে যাব: নেপালের প্রধানমন্ত্রী 

আরও পড়ুন: ‘বঙ্গ বিজেপি তাকে চায় না’ , সাফ জানালেন দিলীপ ঘোষ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

প্রধানমন্ত্রী নির্বাচনে ভোটগ্রহণ চলছে অস্ট্রেলিয়ায়

আপডেট : ২২ মে ২০২২, রবিবার

পুবের কলম ওয়েবডেস্কঃ নতুন প্রধানমন্ত্রীকে বেছে নিতে ভোটাধিকার প্রয়োগ করছেন অস্ট্রেলিয়ার ১ কোটি ৭০ লক্ষেরও বেশি মানুষ। শনিবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয় দেশটিতে। ২০১৯ সালের পর প্রথম ভোট হচ্ছে এবার। এবারের নির্বাচনে প্রধানমন্ত্রী পদের জন্য যুদ্ধে নেমেছেন বর্তমান প্রধানমন্ত্রী স্কট মরিসন ও লেবার নেতা অ্যান্থনি আলবানিজ। ভোটের প্রচারে যে দু’টি ইস্যু প্রাধান্য পেয়েছে দেশটিতে সেগুলো হল জীবনযাত্রার ব্যয় ও জলবায়ু পরিবর্তন। যদিও নেতাদের ব্যক্তিগত ইমেজও এবার প্রাধান্য পেয়েছে ভোটারদের মাঝে। বিভিন্ন জনমত সমীক্ষায় উঠে এসেছে, এবার সামান্য ব্যবধানে জয়ী হতে পারে লেবার দল। যদিও গত নির্বাচনে সমীক্ষা প্রায় ভুল প্রমাণিত হয়। দেশটির লিবারেল ন্যাশনাল কোয়ালিশনের নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী স্কট মরিসন আবারও দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসতে পারেন, এমন সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

অস্ট্রেলিয়ায় ভোট দেওয়া বাধ্যতামূলক। জয়ের জন্য ১৫১ আসনবিশিষ্ট প্রতিনিধি পরিষদে অন্তত ৭৬টি আসন পেতে হবে যে কোনও দলকে। এখান থেকেই প্রধানমন্ত্রীর নেতৃত্বে সংখ্যাগরিষ্ঠ সরকার গঠন করা হয়। সেটি করতে ব্যর্থ হলে স্বতন্ত্র প্রার্থীদের সমর্থন প্রয়োজন হয় কিংবা ছোট দলগুলোর সঙ্গে জোট গঠন করতে হবে। শনিবার স্থানীয় সময় ভোর ৬টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

আরও পড়ুন: দ্বন্দ্ব নেই, খুব শীঘ্রই ভারত সফরে যাব: নেপালের প্রধানমন্ত্রী 

আরও পড়ুন: ‘বঙ্গ বিজেপি তাকে চায় না’ , সাফ জানালেন দিলীপ ঘোষ